Ajker Patrika

সীতাকুণ্ডে জ্বরের প্রকোপ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৩: ১৭
সীতাকুণ্ডে জ্বরের প্রকোপ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ছে। চিকিৎসা নিতে প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছে রোগী। এতে বহির্বিভাগে রোগীর অব্যাহত চাপ বাড়ায় হিমশিম অবস্থায় পড়ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

চিকিৎসকেরা জানান, গত এক সপ্তাহে হাসপাতালের বহির্বিভাগে প্রায় ৩ হাজার রোগী চিকিৎসাসেবা নিয়েছে। সর্বশেষ গতকাল মঙ্গলবার বহির্বিভাগে সাড়ে ৪০০ রোগী চিকিৎসা গ্রহণ করে।

চিকিৎসকেরা আরও জানান, চিকিৎসাসেবা নেওয়া রোগীর মধ্যে এক-তৃতীয়াংশ রোগীই মৌসুমি জ্বর, কাশি, সর্দি, অ্যালার্জি, শ্বাসকষ্টসহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। আক্রান্ত রোগীর মধ্যে শিশুর সংখ্যাই বেশি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে ২৭ হাজার রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। চিকিৎসাসেবার পাশাপাশি এসব রোগীকে দেওয়া হয়েছে বিনা মূল্যে প্রয়োজনীয় সব ওষুধ। এ ছাড়া হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা পাশাপাশি ২৬৩ জন প্রসূতি মায়ের স্বাভাবিক প্রসব করানো হয়েছে।

গতকাল মঙ্গলবার সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা অধিকাংশ রোগী জ্বর, কাশি, সর্দি, অ্যালার্জি, শ্বাসকষ্টসহ মৌসুমি রোগে আক্রান্ত। আক্রান্ত রোগীদের মধ্যে শিশুর পাশাপাশি রয়েছে বিভিন্ন বয়সের নারী-পুরুষ। বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা অধিকাংশ রোগী প্রাথমিক চিকিৎসা শেষে বিনা মূল্যে দেওয়া ওষুধ নিয়ে বাড়ি ফিরছেন। কেউ কেউ চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তির পাশাপাশি বিনা মূল্যে করছেন নেবুলাইজার।

স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে চিকিৎসা সেবা নিতে আসা পারভীন আক্তার, সাইফুল ইসলাম, নুর উদ্দিন, ফাতেমা আক্তার, আয়েশা সিদ্দিকী ও সাহাব উদ্দিন জানান, তারা দুই-তিন আগে মৌসুমি জ্বর ও কাশিতে আক্রান্ত হয়ে পড়েন। তাই মঙ্গলবার হাসপাতালে চিকিৎসা সেবা নিতে বহির্বিভাগে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে ছিলেন। রোগীর উপচেপড়া ভিড়ের কারণে ঘণ্টাখানেক লাইনে দাঁড়ানোর পর চিকিৎসা সেবা নিতে পেরেছেন তারা। চিকিৎসকের ব্যবস্থাপত্রের পাশাপাশি হাসপাতাল থেকে বিনা মূল্যে পেয়েছেন প্রয়োজনীয় সব ওষুধ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন জানান, উপজেলার বিভিন্ন এলাকা থেকে চিকিৎসাসেবা নিতে প্রতিদিন বহির্বিভাগের সামনে ভিড় করছেন শত শত রোগী। প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা সেবা নিতে আসা রোগীর এক তৃতীয়াংশ মৌসুমি জ্বর, সর্দি কাশি অ্যালার্জি শ্বাসকষ্টসহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত।

তবে এসব রোগীর পাশাপাশি বহির্বিভাগে চিকিৎসা সেবা নিতে ভিড় করছেন প্রসূতিরা। ঋতু পরিবর্তনের কারণে এসব মৌসুমি জ্বর হচ্ছে বলে জানান তিনি। আর এতে আতঙ্কিত হওয়ারও কিছু নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত