হোসাইন ময়নুল, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)
ষাটোর্ধ্ব শান্তি খাতুন। শোকে বারবার মূর্ছা যাচ্ছেন। বজ্রপাতের ঘটনায় শুধু স্বামীকে নয়; ছেলে, মেয়ের জামাই, নাতি ও দেবরকে হারিয়েছেন। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি। এলাকাবাসীও সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছেন না। গতকাল শুক্রবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শিবপুর গ্রামে এ দৃশ্য দেখা মেলে।
বজ্রপাতে শান্তি খাতুনের পরিবারের পাঁচজনসহ মাটিকোড়া গ্রামের চারজন নিহত হয়েছেন। তাঁদের বাড়িতেও চলছে মাতম। গত বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁদের লাশ দাফন সম্পন্ন হয়।
গতকাল সকালে উপজেলার শিবপুর গ্রামে দেখা যায় বারবার মূর্ছা যাচ্ছেন বজ্রপাতে নিহত শমসের আলীর স্ত্রী শান্তি খাতুন। একই সঙ্গে বজ্রপাতে ছেলে শাহীন, জামাতা মোকাম হোসেন, নাতি মোন্নাফ হোসেন ও দেবর আফসার আলীকেও হারিয়েছেন তিনি।
শান্তি খাতুন বলেন, ‘আমার পরিবারে আর কিছুই রইল না। গতকাল (বৃহস্পতিবার) ঠ্যাটা পরে আমার স্বামী, সন্তান, মেয়ের জামাই, নাতিসহ পাঁচজন মারা গেছে। এই শোক আমি সইতে পাছিনা।’
শিবপুর গ্রামের বাসিন্দা সোলেমান হোসেন বলেন, ‘শমসেরের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার মতো গ্রামবাসীর ভাষা জানা নেই। এই পরিবারটা এখন এতই অসহায় হয়ে পড়ল যে তাদের কাজ করে পরিবার চালানোর আর কেউ থাকল না।’
একই চিত্র মাটিকোড়া গ্রামেও। এই গ্রামের দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন বজ্রপাতে। তাঁরা হলেন নজরুল ইসলামের ছেলে শাহ আলম (৪০), বাহাদুর আলীর ছেলে আবদুল কুদ্দুস (৬০), আলীম মিয়ার মেয়ে রিতু খাতুন (১৩) এবং মোস্তফা মিয়ার মেয়ে আউলিয়া জান্নাতী (৭)।
এদিকে, ওই দুটি গ্রাম পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন তিনি। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রতি পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে জেলার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে ধানের বীজ সংগ্রহ করছিলেন কয়েকজন। এ সময় বজ্রপাতে নিহত হন ছয়জন। আহত হন অন্তত ছয়জন। তাঁদের হাসপাতালে নেওয়ার পথে দুই শিশুসহ আরও তিনজন মারা যান।
ষাটোর্ধ্ব শান্তি খাতুন। শোকে বারবার মূর্ছা যাচ্ছেন। বজ্রপাতের ঘটনায় শুধু স্বামীকে নয়; ছেলে, মেয়ের জামাই, নাতি ও দেবরকে হারিয়েছেন। এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি। এলাকাবাসীও সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছেন না। গতকাল শুক্রবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শিবপুর গ্রামে এ দৃশ্য দেখা মেলে।
বজ্রপাতে শান্তি খাতুনের পরিবারের পাঁচজনসহ মাটিকোড়া গ্রামের চারজন নিহত হয়েছেন। তাঁদের বাড়িতেও চলছে মাতম। গত বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁদের লাশ দাফন সম্পন্ন হয়।
গতকাল সকালে উপজেলার শিবপুর গ্রামে দেখা যায় বারবার মূর্ছা যাচ্ছেন বজ্রপাতে নিহত শমসের আলীর স্ত্রী শান্তি খাতুন। একই সঙ্গে বজ্রপাতে ছেলে শাহীন, জামাতা মোকাম হোসেন, নাতি মোন্নাফ হোসেন ও দেবর আফসার আলীকেও হারিয়েছেন তিনি।
শান্তি খাতুন বলেন, ‘আমার পরিবারে আর কিছুই রইল না। গতকাল (বৃহস্পতিবার) ঠ্যাটা পরে আমার স্বামী, সন্তান, মেয়ের জামাই, নাতিসহ পাঁচজন মারা গেছে। এই শোক আমি সইতে পাছিনা।’
শিবপুর গ্রামের বাসিন্দা সোলেমান হোসেন বলেন, ‘শমসেরের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার মতো গ্রামবাসীর ভাষা জানা নেই। এই পরিবারটা এখন এতই অসহায় হয়ে পড়ল যে তাদের কাজ করে পরিবার চালানোর আর কেউ থাকল না।’
একই চিত্র মাটিকোড়া গ্রামেও। এই গ্রামের দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন বজ্রপাতে। তাঁরা হলেন নজরুল ইসলামের ছেলে শাহ আলম (৪০), বাহাদুর আলীর ছেলে আবদুল কুদ্দুস (৬০), আলীম মিয়ার মেয়ে রিতু খাতুন (১৩) এবং মোস্তফা মিয়ার মেয়ে আউলিয়া জান্নাতী (৭)।
এদিকে, ওই দুটি গ্রাম পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন তিনি। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রতি পরিবারকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে জেলার উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে ধানের বীজ সংগ্রহ করছিলেন কয়েকজন। এ সময় বজ্রপাতে নিহত হন ছয়জন। আহত হন অন্তত ছয়জন। তাঁদের হাসপাতালে নেওয়ার পথে দুই শিশুসহ আরও তিনজন মারা যান।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫