শাহীন রহমান, পাবনা
ইলিশ আহরণ ও বিপণন বন্ধ থাকায় সাদা মাছের কদর বেড়েছে। স্বাভাবিকের তুলনায় বিভিন্ন হাট-বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে রুই, কাতল, মৃগেল, পুঁটিসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ। দাম বেশি হলেও ক্রেতার কমতি নেই খুচরা ও পাইকারি বাজারে।
গত শনিবার সকালে বাগেরহাট-কচুয়া সড়কের ফতেপুর বাজার মাছবাজারে প্রচুর ক্রেতা-বিক্রেতার সমাগম দেখা যায়। কেজি সাইজের রুই মাছ ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের তুলনায় বেশি। সব প্রজাতির সাদা মাছের দাম কেজিতে আগের তুলনায় ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে।
শুধু ফতেপুর বাজারেই নয়, উপজেলা গজালিয়া বাজার, ভাষা বাজার, বাঁধাল বাজার, সাইনবোর্ড বাজারসহ বিভিন্ন হাট-বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে এসব মাছ। ইলিশসহ সামুদ্রিক কোনো মাছ বাজারে না থাকায় ক্রেতারা বাধ্য হয়েই বেশি দাম দিয়ে সাদা মাছ কিনছেন।
ফতেপুর বাজারের মাছ ব্যবসায়ী রেজাউল শেখ বলেন, সাদা মাছের দাম আগের তুলনায় একটু বেশি। বাজারে সাগরের মাছ না থাকায় এবং চাহিদা বেশি থাকায় এমনটা হয়েছে।
ব্যবসায়ী মিজান শেখ বলেন, এখন সাদা মাছ ধরার মৌসুম। দাম কিছুটা বেশি হওয়ায় মাছের আমদানি দিন দিন বেশি হচ্ছে।
নরেন্দ্রপুর গ্রাম থেকে মাছ বিক্রি করতে আসা আবুল হোসেন বলেন, শুনেছেন বাজারে সাগরের মাছ নেই, সাদা মাছের দাম বেশি। তাই মাছ ধরে বিক্রি করতে এসেছেন। দাম আগের চেয়ে বেশি পেয়েছেন।
মাছ কিনতে আসা মিরাজ খান বলেন, বাজারে মাছের দাম বেশি। সাগরে মাছ নেই, তাই ২৫০ টাকা কেজিদরে রুই মাছ কিনেছেন, যা কিছুদিন আগেও ২০০ টাকা ছিল।
জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল বলেন, সরকার ঘোষিত ইলিশের প্রজনন বৃদ্ধির জন্য ইলিশ আহরণ বন্ধ রয়েছে। তাঁরা চেষ্টা করছেন যাতে কোনো অসাধু ব্যবসায়ী ও জেলে অবৈধভাবে ইলিশ বিপণন করতে না পারেন। তবে এই সময়ে মাছের চাহিদা মেটাতে তাঁরা স্থানীয় মাছচাষি ও ব্যবসায়ীদের সাদা মাছ বিক্রির জন্য উৎসাহ দিচ্ছেন। ইলিশ বিপণন বন্ধ থাকলেও বাজারে অন্যান্য মাছের জোগান স্বাভাবিক রয়েছে।
ইলিশের প্রজনন বৃদ্ধি ও মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত সরকারিভাবে নদ-নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ রয়েছে।
ইলিশ আহরণ ও বিপণন বন্ধ থাকায় সাদা মাছের কদর বেড়েছে। স্বাভাবিকের তুলনায় বিভিন্ন হাট-বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে রুই, কাতল, মৃগেল, পুঁটিসহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ। দাম বেশি হলেও ক্রেতার কমতি নেই খুচরা ও পাইকারি বাজারে।
গত শনিবার সকালে বাগেরহাট-কচুয়া সড়কের ফতেপুর বাজার মাছবাজারে প্রচুর ক্রেতা-বিক্রেতার সমাগম দেখা যায়। কেজি সাইজের রুই মাছ ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের তুলনায় বেশি। সব প্রজাতির সাদা মাছের দাম কেজিতে আগের তুলনায় ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে।
শুধু ফতেপুর বাজারেই নয়, উপজেলা গজালিয়া বাজার, ভাষা বাজার, বাঁধাল বাজার, সাইনবোর্ড বাজারসহ বিভিন্ন হাট-বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে এসব মাছ। ইলিশসহ সামুদ্রিক কোনো মাছ বাজারে না থাকায় ক্রেতারা বাধ্য হয়েই বেশি দাম দিয়ে সাদা মাছ কিনছেন।
ফতেপুর বাজারের মাছ ব্যবসায়ী রেজাউল শেখ বলেন, সাদা মাছের দাম আগের তুলনায় একটু বেশি। বাজারে সাগরের মাছ না থাকায় এবং চাহিদা বেশি থাকায় এমনটা হয়েছে।
ব্যবসায়ী মিজান শেখ বলেন, এখন সাদা মাছ ধরার মৌসুম। দাম কিছুটা বেশি হওয়ায় মাছের আমদানি দিন দিন বেশি হচ্ছে।
নরেন্দ্রপুর গ্রাম থেকে মাছ বিক্রি করতে আসা আবুল হোসেন বলেন, শুনেছেন বাজারে সাগরের মাছ নেই, সাদা মাছের দাম বেশি। তাই মাছ ধরে বিক্রি করতে এসেছেন। দাম আগের চেয়ে বেশি পেয়েছেন।
মাছ কিনতে আসা মিরাজ খান বলেন, বাজারে মাছের দাম বেশি। সাগরে মাছ নেই, তাই ২৫০ টাকা কেজিদরে রুই মাছ কিনেছেন, যা কিছুদিন আগেও ২০০ টাকা ছিল।
জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল বলেন, সরকার ঘোষিত ইলিশের প্রজনন বৃদ্ধির জন্য ইলিশ আহরণ বন্ধ রয়েছে। তাঁরা চেষ্টা করছেন যাতে কোনো অসাধু ব্যবসায়ী ও জেলে অবৈধভাবে ইলিশ বিপণন করতে না পারেন। তবে এই সময়ে মাছের চাহিদা মেটাতে তাঁরা স্থানীয় মাছচাষি ও ব্যবসায়ীদের সাদা মাছ বিক্রির জন্য উৎসাহ দিচ্ছেন। ইলিশ বিপণন বন্ধ থাকলেও বাজারে অন্যান্য মাছের জোগান স্বাভাবিক রয়েছে।
ইলিশের প্রজনন বৃদ্ধি ও মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত সরকারিভাবে নদ-নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ রয়েছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪