Ajker Patrika

সন্তানের দায়িত্ব বাবা না নিলে থাকবে মায়ের সঙ্গে

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১০: ৫০
সন্তানের দায়িত্ব বাবা না নিলে থাকবে মায়ের সঙ্গে

প্রশ্ন: আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। পাঁচ বছর আগে আমার বিয়ে হয়েছে। এক বছর ধরে আমার স্বামীর মধ্যে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। ইদানীং সে তিন মাস অন্তর ঢাকার বাইরে ঘুরতে যায়। আমাকে সঙ্গে নিয়ে যেতে বললে নেয় না। কারণ হিসেবে বলে, অফিসের পক্ষ থেকে যাচ্ছে। তাই আমাকে সঙ্গে নেওয়া যাবে না। এখন সে আমার সঙ্গে এক রুমেও থাকতে চাইছে না। রাতে আলাদা রুমে ঘুমায়। সে ডিভোর্স নিতে চায়। আমার তিন বছরের এক ছেলে রয়েছে। ওর বাবা সন্তানের দায়িত্ব নিতে রাজি না। আমি যদি ডিভোর্স নিই, সে ক্ষেত্রে আমার সন্তান কার সঙ্গে থাকার অনুমতি পাবে? ছেলে তার বাবার সঙ্গে না থাকলে কি পদবি বদল করতে হবে? পদবি বদল করলে কি ছেলের পরে কোনো অসুবিধা হতে পারে?

নাম প্রকাশের অনিচ্ছুক, শরীয়তপুর

উওর: বাবা সন্তানের দায়িত্ব নিতে না চাইলে সন্তান স্বাভাবিকভাবেই মায়ের কাছে থাকবে। তা ছাড়া ডিভোর্স যে পক্ষই দিন, মুসলিম পারিবারিক আইন অনুযায়ী ছেলেসন্তান সাত বছর বয়স পর্যন্ত মায়ের কাছে থাকবে। অবশ্য সাম্প্রতিককালে সন্তানের কাস্টডির বিষয়ে কার কাছে থাকা সন্তানের জন্য মঙ্গলজনক, সে বিষয়টি আদালত গুরুত্বের সঙ্গে দেখে থাকেন।

আর পদবি বদল করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আইনে নেই। পদবি (নাম) যেকোনো সময় পরিবর্তন করা যায় আইনের কিছু নিয়ম পালন করে। সেটা ঝামেলাপূর্ণ মনে হলে বদল না করাই ভালো।

প্রশ্ন: আমার বয়স ২৫ বছর। গত বছরের শেষের দিকে আমার বিয়ে হয়। বিয়ের পর স্বামীর সঙ্গে থাকতে গিয়ে বুঝতে পারি সে মানসিকভাবে অসুস্থ। মাঝেমধ্যে সে অদ্ভুত আচরণ করে।

সময়ে-অসময়ে বাসার জিনিসপত্রও ভেঙে ফেলে। শুধু শুধু চিৎকার, চেঁচামেচি করে। কিন্তু বিয়ের আগে এসব কিছুই জানতাম না। আমি এই নরক যন্ত্রণা থেকে বাঁচতে ডিভোর্স নিতে চাই। কিন্তু সে ডিভোর্স নিতে আগ্রহী নয়; বরং আমার শ্বশুরবাড়ির মানুষেরা উল্টো অপবাদ দিয়ে আমাকে পাগল বলছে। আমিই নাকি মানসিকভাবে অসুস্থ। আমি এখন কী করব?
নাম প্রকাশে অনিচ্ছুক, জামালপুর

উওর: আপনার স্বামী আগ্রহী না হলেও সমস্যা বোধ করলে আপনি নিজেই আপনার স্বামীকে ডিভোর্স দিতে পারবেন। সে ক্ষেত্রে কোনো আইনজীবীর সহায়তা নিয়ে অথবা কাজি অফিসে গিয়ে কাজির মাধ্যমে আপনি আপনার স্বামীকে ডিভোর্স লেটার পাঠাতে পারেন।

পরামর্শ দিয়েছেন: তান্ইয়া নাহার, আইনজীবী,বাংলাদেশ সুপ্রিম কোর্ট 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত