Ajker Patrika

আত্মসমর্পণ করে জামিন পেলেন ২ পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আত্মসমর্পণ করে জামিন  পেলেন ২ পুলিশ কর্মকর্তা

চট্টগ্রামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দিয়ে শিশুকে জেলহাজতে পাঠানোর ঘটনায় করা মামলায় সেই দুই পুলিশ কর্মকর্তাকে  জামিন দিয়েছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম জুয়েল দেব তাঁদের জামিন মঞ্জুর করেন।

অভিযুক্তরা হলেন পতেঙ্গা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) ও বর্তমানে শিল্প পুলিশে কর্মরত আনোয়ার হোসেন এবং পতেঙ্গা থানার এসআই সুবীর পাল। এর আগে আদালতে অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। পরে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।

১৩ সেপ্টেম্বর শিশু আদালত এবং নারী ও শিশু ট্রাইব্যুনাল-৭-এর বিচারক ফেরদৌস আরা বাদী হয়ে ফৌজদারি কার্যবিধির ১৯৫ (১) বি, ২০০ (এএ) এবং ৪৭৬ ধারায় ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা করেন। চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে করা এই মামলায় তাঁদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্বর্ণ চোরাচালানের মিথ্যা মামলা দিয়ে শিশুকে জেলহাজতে পাঠানো, মিথ্যা প্রতিবেদন দাখিল ও সাক্ষ্য উপস্থাপনের অভিযোগ আনা হয়। ওই দিনই মামলাটি গ্রহণ করে আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২১ এপ্রিল শুল্ক ফাঁকি দিয়ে দুটি সোনার বার পাচারের অভিযোগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার বাটারফ্লাই পার্ক থেকে এক শিশুকে গ্রেপ্তার করে পতেঙ্গা থানা-পুলিশ।

ঘটনার পরদিন ওই শিশুর বিরুদ্ধে আনোয়ার হোসেন বাদী হয়ে সোনার বার পাচারের অপরাধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পান সুবীর পাল। তদন্ত শেষে শিশু নাজমুলকে অভিযুক্ত করে একই বছরের ৩ অক্টোবর আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত