নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দিয়ে শিশুকে জেলহাজতে পাঠানোর ঘটনায় করা মামলায় সেই দুই পুলিশ কর্মকর্তাকে জামিন দিয়েছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম জুয়েল দেব তাঁদের জামিন মঞ্জুর করেন।
অভিযুক্তরা হলেন পতেঙ্গা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) ও বর্তমানে শিল্প পুলিশে কর্মরত আনোয়ার হোসেন এবং পতেঙ্গা থানার এসআই সুবীর পাল। এর আগে আদালতে অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। পরে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।
১৩ সেপ্টেম্বর শিশু আদালত এবং নারী ও শিশু ট্রাইব্যুনাল-৭-এর বিচারক ফেরদৌস আরা বাদী হয়ে ফৌজদারি কার্যবিধির ১৯৫ (১) বি, ২০০ (এএ) এবং ৪৭৬ ধারায় ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা করেন। চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে করা এই মামলায় তাঁদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্বর্ণ চোরাচালানের মিথ্যা মামলা দিয়ে শিশুকে জেলহাজতে পাঠানো, মিথ্যা প্রতিবেদন দাখিল ও সাক্ষ্য উপস্থাপনের অভিযোগ আনা হয়। ওই দিনই মামলাটি গ্রহণ করে আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২১ এপ্রিল শুল্ক ফাঁকি দিয়ে দুটি সোনার বার পাচারের অভিযোগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার বাটারফ্লাই পার্ক থেকে এক শিশুকে গ্রেপ্তার করে পতেঙ্গা থানা-পুলিশ।
ঘটনার পরদিন ওই শিশুর বিরুদ্ধে আনোয়ার হোসেন বাদী হয়ে সোনার বার পাচারের অপরাধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পান সুবীর পাল। তদন্ত শেষে শিশু নাজমুলকে অভিযুক্ত করে একই বছরের ৩ অক্টোবর আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়।
চট্টগ্রামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দিয়ে শিশুকে জেলহাজতে পাঠানোর ঘটনায় করা মামলায় সেই দুই পুলিশ কর্মকর্তাকে জামিন দিয়েছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম জুয়েল দেব তাঁদের জামিন মঞ্জুর করেন।
অভিযুক্তরা হলেন পতেঙ্গা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) ও বর্তমানে শিল্প পুলিশে কর্মরত আনোয়ার হোসেন এবং পতেঙ্গা থানার এসআই সুবীর পাল। এর আগে আদালতে অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। পরে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।
১৩ সেপ্টেম্বর শিশু আদালত এবং নারী ও শিশু ট্রাইব্যুনাল-৭-এর বিচারক ফেরদৌস আরা বাদী হয়ে ফৌজদারি কার্যবিধির ১৯৫ (১) বি, ২০০ (এএ) এবং ৪৭৬ ধারায় ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা করেন। চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে করা এই মামলায় তাঁদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্বর্ণ চোরাচালানের মিথ্যা মামলা দিয়ে শিশুকে জেলহাজতে পাঠানো, মিথ্যা প্রতিবেদন দাখিল ও সাক্ষ্য উপস্থাপনের অভিযোগ আনা হয়। ওই দিনই মামলাটি গ্রহণ করে আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২১ এপ্রিল শুল্ক ফাঁকি দিয়ে দুটি সোনার বার পাচারের অভিযোগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার বাটারফ্লাই পার্ক থেকে এক শিশুকে গ্রেপ্তার করে পতেঙ্গা থানা-পুলিশ।
ঘটনার পরদিন ওই শিশুর বিরুদ্ধে আনোয়ার হোসেন বাদী হয়ে সোনার বার পাচারের অপরাধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পান সুবীর পাল। তদন্ত শেষে শিশু নাজমুলকে অভিযুক্ত করে একই বছরের ৩ অক্টোবর আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪