Ajker Patrika

চার আইনজীবীর সনদ বাতিলের সুপারিশ

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৩: ১৬
চার আইনজীবীর সনদ বাতিলের সুপারিশ

চট্টগ্রামের চার আইনজীবীর সদস্যপদ স্থগিত করেছে জেলা আইনজীবী সমিতি। একই সঙ্গে তাঁদের সনদ বাতিলের জন্য বার কাউন্সিলে সুপারিশ করা হবে বলে জানা গেছে। গত সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এক সাধারণ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

তাঁরা হলেন মো. শামসুর রহমান, মো. ফয়েজ আলী, কার্তিক চন্দ্র দাশ ও জোবায়ের মো. আওরঙ্গজেব। তাঁদের বিরুদ্ধে পেশাগত অসদাচরণ, জালিয়াতি, আদালতের নথি থেকে চেক চুরির অভিযোগ রয়েছে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের চার সদস্য পেশাগত অসদাচরণ ও অপরাধ করেছেন। এ কারণে তাঁদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাধারণ সভা আহ্বান করা হয়। সাধারণ সভায় সর্বস্তরের আইনজীবীরা একমত হয়েছেন। আমরা এ সিদ্ধান্ত খুব দ্রুত বার কাউন্সিলে জানাব। এ ব্যাপারে বাকি কাজ বার কাউন্সিল করবে।’

বার কাউন্সিলে সনদ বাতিল হলে সমিতির সদস্য পদও বাতিল করা হবে উল্লেখ করে জিয়াউদ্দিন বলেন, ‘পরে আদালত পাড়ায় তাঁদের আর কোনো কার্যক্রম থাকবে না। ইতিমধ্যে আমরা তাদের আইনজীবী শনাক্তকরণ নম্বর (লিন) সমিতির সার্ভার থেকে ব্লক করেছি।’

জানা গেছে, মো. শামসুর রহমান ১৯৯৪ সালে, মো. ফয়েজ আলী ২০১৮ সালে, কার্তিক চন্দ্র দাশ ২০১৬ সালে ও জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব ২০১২ সালে বার কাউন্সিলে তালিকাভুক্ত হন। অন্য পেশায় যুক্ত শামসুর রহমানের বিরুদ্ধে সমিতিতে একাধিক প্রতারণার অভিযোগ এসেছে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা আইনজীবী সমিতির অর্থ সম্পাদক নজরুল ইসলাম জানান, মো. ফয়েজ আলীর আদালতে চাকরি দেওয়ার নামে এক ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছেন। তাঁর বিরুদ্ধে বিচারকের সাক্ষর জাল করার মতো গুরুতর অভিযোগও রয়েছে।

এ ছাড়া কার্তিক চন্দ্র দাশের বিরুদ্ধে জাল সার্টিফিকেট দিয়ে বার কাউন্সিলের সদস্য হওয়ার অভিযোগ রয়েছে। আর জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেবের বিরুদ্ধে জেলা আদালত থেকে একটি মামলার নথির সঙ্গে থাকা চেক চুরি অভিযোগে নগরীর কোতোয়ালি থানায় মামলাও রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত