আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের চার আইনজীবীর সদস্যপদ স্থগিত করেছে জেলা আইনজীবী সমিতি। একই সঙ্গে তাঁদের সনদ বাতিলের জন্য বার কাউন্সিলে সুপারিশ করা হবে বলে জানা গেছে। গত সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এক সাধারণ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
তাঁরা হলেন মো. শামসুর রহমান, মো. ফয়েজ আলী, কার্তিক চন্দ্র দাশ ও জোবায়ের মো. আওরঙ্গজেব। তাঁদের বিরুদ্ধে পেশাগত অসদাচরণ, জালিয়াতি, আদালতের নথি থেকে চেক চুরির অভিযোগ রয়েছে।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের চার সদস্য পেশাগত অসদাচরণ ও অপরাধ করেছেন। এ কারণে তাঁদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাধারণ সভা আহ্বান করা হয়। সাধারণ সভায় সর্বস্তরের আইনজীবীরা একমত হয়েছেন। আমরা এ সিদ্ধান্ত খুব দ্রুত বার কাউন্সিলে জানাব। এ ব্যাপারে বাকি কাজ বার কাউন্সিল করবে।’
বার কাউন্সিলে সনদ বাতিল হলে সমিতির সদস্য পদও বাতিল করা হবে উল্লেখ করে জিয়াউদ্দিন বলেন, ‘পরে আদালত পাড়ায় তাঁদের আর কোনো কার্যক্রম থাকবে না। ইতিমধ্যে আমরা তাদের আইনজীবী শনাক্তকরণ নম্বর (লিন) সমিতির সার্ভার থেকে ব্লক করেছি।’
জানা গেছে, মো. শামসুর রহমান ১৯৯৪ সালে, মো. ফয়েজ আলী ২০১৮ সালে, কার্তিক চন্দ্র দাশ ২০১৬ সালে ও জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব ২০১২ সালে বার কাউন্সিলে তালিকাভুক্ত হন। অন্য পেশায় যুক্ত শামসুর রহমানের বিরুদ্ধে সমিতিতে একাধিক প্রতারণার অভিযোগ এসেছে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা আইনজীবী সমিতির অর্থ সম্পাদক নজরুল ইসলাম জানান, মো. ফয়েজ আলীর আদালতে চাকরি দেওয়ার নামে এক ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছেন। তাঁর বিরুদ্ধে বিচারকের সাক্ষর জাল করার মতো গুরুতর অভিযোগও রয়েছে।
এ ছাড়া কার্তিক চন্দ্র দাশের বিরুদ্ধে জাল সার্টিফিকেট দিয়ে বার কাউন্সিলের সদস্য হওয়ার অভিযোগ রয়েছে। আর জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেবের বিরুদ্ধে জেলা আদালত থেকে একটি মামলার নথির সঙ্গে থাকা চেক চুরি অভিযোগে নগরীর কোতোয়ালি থানায় মামলাও রয়েছে।
চট্টগ্রামের চার আইনজীবীর সদস্যপদ স্থগিত করেছে জেলা আইনজীবী সমিতি। একই সঙ্গে তাঁদের সনদ বাতিলের জন্য বার কাউন্সিলে সুপারিশ করা হবে বলে জানা গেছে। গত সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এক সাধারণ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
তাঁরা হলেন মো. শামসুর রহমান, মো. ফয়েজ আলী, কার্তিক চন্দ্র দাশ ও জোবায়ের মো. আওরঙ্গজেব। তাঁদের বিরুদ্ধে পেশাগত অসদাচরণ, জালিয়াতি, আদালতের নথি থেকে চেক চুরির অভিযোগ রয়েছে।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের চার সদস্য পেশাগত অসদাচরণ ও অপরাধ করেছেন। এ কারণে তাঁদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাধারণ সভা আহ্বান করা হয়। সাধারণ সভায় সর্বস্তরের আইনজীবীরা একমত হয়েছেন। আমরা এ সিদ্ধান্ত খুব দ্রুত বার কাউন্সিলে জানাব। এ ব্যাপারে বাকি কাজ বার কাউন্সিল করবে।’
বার কাউন্সিলে সনদ বাতিল হলে সমিতির সদস্য পদও বাতিল করা হবে উল্লেখ করে জিয়াউদ্দিন বলেন, ‘পরে আদালত পাড়ায় তাঁদের আর কোনো কার্যক্রম থাকবে না। ইতিমধ্যে আমরা তাদের আইনজীবী শনাক্তকরণ নম্বর (লিন) সমিতির সার্ভার থেকে ব্লক করেছি।’
জানা গেছে, মো. শামসুর রহমান ১৯৯৪ সালে, মো. ফয়েজ আলী ২০১৮ সালে, কার্তিক চন্দ্র দাশ ২০১৬ সালে ও জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেব ২০১২ সালে বার কাউন্সিলে তালিকাভুক্ত হন। অন্য পেশায় যুক্ত শামসুর রহমানের বিরুদ্ধে সমিতিতে একাধিক প্রতারণার অভিযোগ এসেছে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা আইনজীবী সমিতির অর্থ সম্পাদক নজরুল ইসলাম জানান, মো. ফয়েজ আলীর আদালতে চাকরি দেওয়ার নামে এক ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছেন। তাঁর বিরুদ্ধে বিচারকের সাক্ষর জাল করার মতো গুরুতর অভিযোগও রয়েছে।
এ ছাড়া কার্তিক চন্দ্র দাশের বিরুদ্ধে জাল সার্টিফিকেট দিয়ে বার কাউন্সিলের সদস্য হওয়ার অভিযোগ রয়েছে। আর জোবায়ের মোহাম্মদ আওরঙ্গজেবের বিরুদ্ধে জেলা আদালত থেকে একটি মামলার নথির সঙ্গে থাকা চেক চুরি অভিযোগে নগরীর কোতোয়ালি থানায় মামলাও রয়েছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫