Ajker Patrika

কিশোরী ফুটবলের ১০টি দল হচ্ছে

খুলনা প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৩: ০২
কিশোরী ফুটবলের ১০টি দল হচ্ছে

খুলনা সিটি করপোরেশনে সংরক্ষিত আসনের ১০ জন কাউন্সিলরের নেতৃত্বে ১০টি কিশোরী ফুটবল দল গঠন করা হচ্ছে। গত সোমবার নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিল ও কেসিসির কর্মচারী মো. শাহজাহানের ইন্তেকালে শোকপ্রস্তাব গৃহীত হয়। এ ছাড়া নগরীর পরিবেশ উন্নয়নের লক্ষ্যে প্রতিটি ওয়ার্ড এলাকায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম গতিশীল করা, রাজবাধ টেনসিল গ্রাউন্ডের ড্রাই স্লাজ দ্বারা পরীক্ষামূলকভাবে জ্বালানি তৈরির প্রক্রিয়া শুরু করা, চুক্তিভিত্তিক চালক নিয়োগ, সংরক্ষিত আসন নম্বর-১০ এর কাউন্সিলর রেকসনা কালাম লিলি’কে সভাপতি করে নারী ও শিশু বিষয়ক নতুন স্থায়ী কমিটি গঠন, কেসিসির তত্ত্বাবধানে পরিচালিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ প্রকল্পটি টাউন প্লানিং স্থায়ী কমিটির সঙ্গে সংযুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সিটি মেয়র নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) লস্কার তাজুল ইসলামসহ উপস্থিত সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। সভায় সভাপতির বক্তৃতায় সিটি মেয়র খুলনার সার্বিক উন্নয়নে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, খুলনা মহানগরীর সার্বিক উন্নয়নে আমরা অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, জলবায়ু বিপর্যয়ের কারণে উপকূলীয় অঞ্চলের মানুষ প্রায়ই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ছে এবং ক্ষতিগ্রস্ত মানুষ জীবন ও জীবিকার তাগিদে শহরমুখী হচ্ছে। জলবায়ু উদ্বাস্তু এ সব অসহায় মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে।

সিটি মেয়র করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন সংক্রমণের বিষয়ে এখনই সতর্ক হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, সাবধানতা অবলম্বন না করলে এ ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সে কারণে সবাইকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে দায়িত্বশীল হতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত