খুলনা প্রতিনিধি
খুলনা সিটি করপোরেশনে সংরক্ষিত আসনের ১০ জন কাউন্সিলরের নেতৃত্বে ১০টি কিশোরী ফুটবল দল গঠন করা হচ্ছে। গত সোমবার নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিল ও কেসিসির কর্মচারী মো. শাহজাহানের ইন্তেকালে শোকপ্রস্তাব গৃহীত হয়। এ ছাড়া নগরীর পরিবেশ উন্নয়নের লক্ষ্যে প্রতিটি ওয়ার্ড এলাকায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম গতিশীল করা, রাজবাধ টেনসিল গ্রাউন্ডের ড্রাই স্লাজ দ্বারা পরীক্ষামূলকভাবে জ্বালানি তৈরির প্রক্রিয়া শুরু করা, চুক্তিভিত্তিক চালক নিয়োগ, সংরক্ষিত আসন নম্বর-১০ এর কাউন্সিলর রেকসনা কালাম লিলি’কে সভাপতি করে নারী ও শিশু বিষয়ক নতুন স্থায়ী কমিটি গঠন, কেসিসির তত্ত্বাবধানে পরিচালিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ প্রকল্পটি টাউন প্লানিং স্থায়ী কমিটির সঙ্গে সংযুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সিটি মেয়র নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) লস্কার তাজুল ইসলামসহ উপস্থিত সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। সভায় সভাপতির বক্তৃতায় সিটি মেয়র খুলনার সার্বিক উন্নয়নে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, খুলনা মহানগরীর সার্বিক উন্নয়নে আমরা অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, জলবায়ু বিপর্যয়ের কারণে উপকূলীয় অঞ্চলের মানুষ প্রায়ই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ছে এবং ক্ষতিগ্রস্ত মানুষ জীবন ও জীবিকার তাগিদে শহরমুখী হচ্ছে। জলবায়ু উদ্বাস্তু এ সব অসহায় মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে।
সিটি মেয়র করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন সংক্রমণের বিষয়ে এখনই সতর্ক হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, সাবধানতা অবলম্বন না করলে এ ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সে কারণে সবাইকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে দায়িত্বশীল হতে হবে।
খুলনা সিটি করপোরেশনে সংরক্ষিত আসনের ১০ জন কাউন্সিলরের নেতৃত্বে ১০টি কিশোরী ফুটবল দল গঠন করা হচ্ছে। গত সোমবার নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিল ও কেসিসির কর্মচারী মো. শাহজাহানের ইন্তেকালে শোকপ্রস্তাব গৃহীত হয়। এ ছাড়া নগরীর পরিবেশ উন্নয়নের লক্ষ্যে প্রতিটি ওয়ার্ড এলাকায় মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম গতিশীল করা, রাজবাধ টেনসিল গ্রাউন্ডের ড্রাই স্লাজ দ্বারা পরীক্ষামূলকভাবে জ্বালানি তৈরির প্রক্রিয়া শুরু করা, চুক্তিভিত্তিক চালক নিয়োগ, সংরক্ষিত আসন নম্বর-১০ এর কাউন্সিলর রেকসনা কালাম লিলি’কে সভাপতি করে নারী ও শিশু বিষয়ক নতুন স্থায়ী কমিটি গঠন, কেসিসির তত্ত্বাবধানে পরিচালিত ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ প্রকল্পটি টাউন প্লানিং স্থায়ী কমিটির সঙ্গে সংযুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সিটি মেয়র নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) লস্কার তাজুল ইসলামসহ উপস্থিত সকলকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। সভায় সভাপতির বক্তৃতায় সিটি মেয়র খুলনার সার্বিক উন্নয়নে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, খুলনা মহানগরীর সার্বিক উন্নয়নে আমরা অঙ্গীকারবদ্ধ।
তিনি বলেন, জলবায়ু বিপর্যয়ের কারণে উপকূলীয় অঞ্চলের মানুষ প্রায়ই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ছে এবং ক্ষতিগ্রস্ত মানুষ জীবন ও জীবিকার তাগিদে শহরমুখী হচ্ছে। জলবায়ু উদ্বাস্তু এ সব অসহায় মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে।
সিটি মেয়র করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন সংক্রমণের বিষয়ে এখনই সতর্ক হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, সাবধানতা অবলম্বন না করলে এ ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সে কারণে সবাইকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে দায়িত্বশীল হতে হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫