Ajker Patrika

ভোটের মাঠে তারার মেলা

খায়রুল বাসার নির্ঝর
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১০: ০৮
ভোটের মাঠে তারার মেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। এবার ভোটের মাঠে চমক হিসেবে দেখা দিয়েছেন শোবিজ তারকারা। এর আগেও অনেক নির্বাচনী প্রচারণায় তারকারা অংশ নিয়েছেন। অনেকে মনোনয়ন ফরম তুলেছেন, প্রার্থী হয়েছেন। জয়ী হয়ে সংসদেও গেছেন। তবে এবারের মতো একসঙ্গে এত তারকার আগ্রহ আগে দেখা যায়নি। লিখেছেন খায়রুল বাসার নির্ঝর

আমি হাইব্রিড আওয়ামী লীগার না, মাসুম পারভেজ রুবেল (বরিশাল-৩)

প্রথমবারের মতো নির্বাচনের মাঠে চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। বরিশাল-৩ আসন থেকে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি। রুবেল বলেন, ‘আমি হাইব্রিড আওয়ামী লীগার না। আমি ছাত্রলীগ করি সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠীর আমি কেন্দ্রীয় প্রেসিডেন্ট। সারা জীবন বঙ্গবন্ধুকে ভালোবেসেছি। মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের যে ধারাবাহিকতা রেখেছেন, তাতে শামিল হয়ে ভবিষ্যতে যাতে আরও ভালো কিছু করা যায়, তার জন্যই বরিশাল-৩ আসন থেকে আমার নমিনেশন পেপার কেনা।’

ROKEYA-PRACHYতরুণ প্রজন্মের কর্মের সুযোগও করে দিতে চাই, রোকেয়া প্রাচী (ফেনী-৩)

দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত অভিনেত্রী রোকেয়া প্রাচী। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য। ফেনী-৩ আসন থেকে আওয়ামী লীগের হয়ে গত সোমবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রোকেয়া প্রাচী। তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে মিশে বুঝতে পেরেছি, আমার এলাকায় প্রাধান্য দিতে হবে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। আমি যদি এলাকার শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করতে পারি, তাহলে তাঁরা ঢাকামুখী হবে না। এলাকায় সন্তুষ্ট থাকবে। আমাদের তরুণ প্রজন্মের কর্মের সুযোগও করে দিতে চাই।’

শাকিল খান (বাগেরহাট-৩)। ছবি: সংগৃহীতদায়িত্ব নিয়ে মানুষের জন্য কাজ করব, শাকিল খান (বাগেরহাট-৩)

বাগেরহাট-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চিত্রনায়ক শাকিল খান। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আমি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কর্মী হিসেবে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। মানুষের সেবায় নিজেকে আরও সম্পৃক্ত করার আশায় এবার আমি মনোনয়ন ফরম কিনেছি। জানি না প্রধানমন্ত্রী কার হাতে নৌকা তুলে দেবেন। উনি যাঁকেই মনোনীত করবেন, আমরা তাঁর হয়েই কাজ করব। আর যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দেন, সেই দায়িত্ব নিয়ে নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য কাজ করব।’

মাহিয়া মাহি (চাঁপাইনবাবগঞ্জ-২)প্রত্যেকটা নারীর ঘর হবে একেকটা কর্মসংস্থান, মাহিয়া মাহি (চাঁপাইনবাবগঞ্জ-২)

কয়েক বছর ধরে রাজনীতির মাঠে সক্রিয় মাহিয়া মাহি। গত বছর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন। সেবার মনোনয়ন না পেলেও এবার একই আসন থেকে প্রার্থী হতে চান মাহি। তিনি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নারীদের জন্য কাজ করতে চাই। এ আসনের প্রত্যেকটা নারীর ঘর হবে একেকটা কর্মসংস্থান। প্রধানমন্ত্রীকে দেখাতে চাই, চাঁপাইনবাবগঞ্জ-২-এর নারীরাও নেতৃত্ব দিতে পারে। চাঁপাইনবাবগঞ্জ কৃষিবান্ধব এলাকা। কৃষকেরা যাতে তাঁদের ন্যায্যমূল্য পায়, সে বিষয়ে কাজ করার ইচ্ছা আছে আমার।’

সামসুন নাহার সিমলা (ঝিনাইদহ-১)জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই, সামসুন নাহার সিমলা (ঝিনাইদহ-১)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ‘ম্যাডাম ফুলি’খ্যাত চিত্রনায়িকা শিমলা। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে ঝিনাইদহ-১ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। সিমলাকে আগের মতো অভিনয়ে নিয়মিত দেখা যায় না। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘নিজ এলাকার মানুষের জন্য সময় দিচ্ছি। জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।’ এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন ফরম কিনলেন তিনি।

সিদ্দিকুর রহমান (ঢাকা-১৭ ও টাঙ্গাইল-১)আমি মানুষের সেবক হতে চাই,  সিদ্দিকুর রহমান (ঢাকা-১৭ ও টাঙ্গাইল-১)

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন টিভি নাটকের অভিনেতা সিদ্দিকুর রহমান। সেবার মনোনয়ন পাননি। এবার তিনি ঢাকা ও টাঙ্গাইলের দুটি আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন। সিদ্দিক বলেন, ‘আমি মানুষের সেবক হতে চাই। দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছি। এবার আমি দুটি আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছি। টাঙ্গাইল-১ মধুপুর-ধনবাড়ী যে আসনটি, সেখানে আমার জন্ম ও রাজনৈতিকভাবে বেড়ে ওঠা। পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন ফরম নিয়েছি।’

শমী কায়সার, (ফেনী-৩)শমী কায়সার, (ফেনী-৩)

রোকেয়া প্রাচীর মতো একই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী শমী কায়সার। গত সোমবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে মনোনয়ন সংগ্রহ করেন তাঁর প্রতিনিধিরা।

আসাদুজ্জামান নূর, মমতাজ বেগম ও ফেরদৌস আহমেদআসাদুজ্জামান নূর, মমতাজ বেগম ও ফেরদৌস আহমেদ

চিত্রনায়ক ফেরদৌস আহমেদ গত উপনির্বাচনে ঢাকা-১৭ আসনে নির্বাচন করতে চেয়েছিলেন। এবারও তিনি একই আসন থেকে মনোনয়ন ফরম নেবেন বলে শোনা গেছে। তবে, এ বিষয়ে জানতে প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

অভিনেতা আসাদুজ্জামান নূর ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম আগের মেয়াদে যথাক্রমে নীলফামারী-২ ও মানিকগঞ্জ-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবারও তাঁরা নিজ নিজ আসনের জন্য মনোনয়ন ফরম নিয়েছেন বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত