Ajker Patrika

শতকোটি টাকা ঋণ চান মাইক ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১২: ২৭
শতকোটি টাকা ঋণ চান মাইক ব্যবসায়ীরা

করোনাকালীন ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের কাছে স্বল্প মুনাফায় ১০০ কোটি টাকা আর্থিক সহায়তা দাবি করেছেন মাইক ব্যবসায়ীরা। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ মাইক মালিক ব্যবসায়ী সমিতি এই দাবি তুলে ধরে।

মাইক ব্যবসায়ীরা বলেছেন, করোনাকালে সারা দেশে নিয়মিত অনুষ্ঠান ও কার্যক্রম বন্ধ থাকায় তাঁরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ জন্য সরকারের কাছে আর্থিক সহায়তার পাশাপাশি স্বল্প মুনাফায় ১০০ কোটি টাকা ঋণের দাবি জানিয়েছেন তাঁরা। মাইক মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মাইন উদ্দিন বলেন, ‘আমরা মানবেতর পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছি। করোনায় অনুষ্ঠানাদি বন্ধ ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত