নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচন কমিশন গঠনে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এতে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এরই মধ্যে অংশ নিয়েছে। কিন্তু রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে যাচ্ছে না বাসদ ও সিপিবি। একই পথে হাঁটতে চলেছে বলে জানিয়েছে বিএনপি। এর আগেরবার ইসি গঠনের সংলাপে অংশ নিয়েছিল দলগুলো। কিন্তু তাদের দেওয়া প্রস্তাবে ইতিবাচক সাড়া মেলেনি। তাই সংলাপে অংশ নেওয়া থেকে বিরত থাকছেন দলগুলোর নেতারা।
আগামী ১৪ ফেব্রুয়ারি বর্তমান দায়িত্বে থাকা কে এম নূরুল হুদাসহ চার কমিশনারের মেয়াদ শেষ হচ্ছে। নতুন কমিশন গঠন করার জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন। আজ রোববার সংলাপে অংশ নিচ্ছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি।
দেশের অন্যতম বিরোধী দল বিএনপি সংলাপের আগে সরকারের পদত্যাগ চায়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলমান সংলাপকে ‘নাটক’ বলে আখ্যা দিয়েছেন। গত শুক্রবার গাজীপুরে তিনি বলেন, নির্বাচন কমিশন তো কোনো কাজ করতে পারে না। তাই নির্বাচন কমিশন গঠনের আগে সরকারকে পদত্যাগ করতে হবে।
একই সুরে গতকাল শনিবার কথা বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়া পল্টনের দলীয় কার্যালয়ে তিনি এই সংলাপকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে বলেন, ‘এই সংলাপ আদতে একটা অবাধ, স্বচ্ছ, সুষ্ঠু নির্বাচন করার মতো সংলাপ নয়। যে সরকার প্রতিদ্বন্দ্বীকে আসতে দেয় না, ভোটারকে আসতে
দেয় না, সেই সরকার নিরপেক্ষ নির্বাচন করবে, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে, এটা কী বিশ্বাস করা যায়?’
সংলাপ বর্জন করা নিয়ে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান গত শুক্রবার এক বিবৃতিতে বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক সংকটজনক পরিস্থিতিতে রাষ্ট্রপতির উদ্যোগকে সাধুবাদ জানাই। তবে ২০১২ ও ২০১৭ সালে তৎকালীন ও বর্তমান রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়ে দলের পক্ষ থেকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছিল, তার কোনো বাস্তবায়ন দেখা যায়নি। ফলে এবারের সংলাপেও অতীতের ঘটনার পুনরাবৃত্তি না ঘটিয়ে আগের প্রস্তাবগুলোকে প্রাসঙ্গিক উল্লেখ করে তা বাস্তবায়নে রাষ্ট্রপতিকে উদ্যোগী ভূমিকা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’
সিপিবির কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্সও এ বিষয়ে এক বিবৃতিতে বলেন, ২০১৭ সালে রাষ্ট্রপতির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাঁরা সংলাপে যোগ দিয়েছিলেন। রাষ্ট্রপতি তখন আন্তরিকতা দেখালেও আসল কাজ হয়নি। তাঁরা আগের কথা স্মরণ করিয়ে দিতে চান। ইসি পুনর্গঠনের বিষয়ে সিপিবির সুনির্দিষ্ট প্রস্তাব রাষ্ট্রপতির দপ্তরে খুঁজলে পাওয়া যাবে বলে জানান তিনি। বলেন, ‘আগামী ১৪ ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। তাই গ্রহণযোগ্য নির্বাচন চাইলে দ্রুত সিদ্ধান্ত নিয়ে এগোতে হবে। এখন সংবিধান অনুযায়ী আইন প্রণয়নের উদ্যোগ নিলে, আইনের খসড়া প্রস্তাব, নির্বাচনকালে সরকার ও নির্বাচনব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা হতে পারে। এসব বিষয়ে আলোচনা ও সংলাপ প্রয়োজন বলে মনে করি। অথচ কোনো উদ্যোগ দেখছি না।’
নির্বাচন কমিশন গঠনে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এতে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এরই মধ্যে অংশ নিয়েছে। কিন্তু রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে যাচ্ছে না বাসদ ও সিপিবি। একই পথে হাঁটতে চলেছে বলে জানিয়েছে বিএনপি। এর আগেরবার ইসি গঠনের সংলাপে অংশ নিয়েছিল দলগুলো। কিন্তু তাদের দেওয়া প্রস্তাবে ইতিবাচক সাড়া মেলেনি। তাই সংলাপে অংশ নেওয়া থেকে বিরত থাকছেন দলগুলোর নেতারা।
আগামী ১৪ ফেব্রুয়ারি বর্তমান দায়িত্বে থাকা কে এম নূরুল হুদাসহ চার কমিশনারের মেয়াদ শেষ হচ্ছে। নতুন কমিশন গঠন করার জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন। আজ রোববার সংলাপে অংশ নিচ্ছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি।
দেশের অন্যতম বিরোধী দল বিএনপি সংলাপের আগে সরকারের পদত্যাগ চায়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলমান সংলাপকে ‘নাটক’ বলে আখ্যা দিয়েছেন। গত শুক্রবার গাজীপুরে তিনি বলেন, নির্বাচন কমিশন তো কোনো কাজ করতে পারে না। তাই নির্বাচন কমিশন গঠনের আগে সরকারকে পদত্যাগ করতে হবে।
একই সুরে গতকাল শনিবার কথা বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়া পল্টনের দলীয় কার্যালয়ে তিনি এই সংলাপকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে বলেন, ‘এই সংলাপ আদতে একটা অবাধ, স্বচ্ছ, সুষ্ঠু নির্বাচন করার মতো সংলাপ নয়। যে সরকার প্রতিদ্বন্দ্বীকে আসতে দেয় না, ভোটারকে আসতে
দেয় না, সেই সরকার নিরপেক্ষ নির্বাচন করবে, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে, এটা কী বিশ্বাস করা যায়?’
সংলাপ বর্জন করা নিয়ে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান গত শুক্রবার এক বিবৃতিতে বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক সংকটজনক পরিস্থিতিতে রাষ্ট্রপতির উদ্যোগকে সাধুবাদ জানাই। তবে ২০১২ ও ২০১৭ সালে তৎকালীন ও বর্তমান রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়ে দলের পক্ষ থেকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছিল, তার কোনো বাস্তবায়ন দেখা যায়নি। ফলে এবারের সংলাপেও অতীতের ঘটনার পুনরাবৃত্তি না ঘটিয়ে আগের প্রস্তাবগুলোকে প্রাসঙ্গিক উল্লেখ করে তা বাস্তবায়নে রাষ্ট্রপতিকে উদ্যোগী ভূমিকা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’
সিপিবির কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্সও এ বিষয়ে এক বিবৃতিতে বলেন, ২০১৭ সালে রাষ্ট্রপতির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাঁরা সংলাপে যোগ দিয়েছিলেন। রাষ্ট্রপতি তখন আন্তরিকতা দেখালেও আসল কাজ হয়নি। তাঁরা আগের কথা স্মরণ করিয়ে দিতে চান। ইসি পুনর্গঠনের বিষয়ে সিপিবির সুনির্দিষ্ট প্রস্তাব রাষ্ট্রপতির দপ্তরে খুঁজলে পাওয়া যাবে বলে জানান তিনি। বলেন, ‘আগামী ১৪ ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। তাই গ্রহণযোগ্য নির্বাচন চাইলে দ্রুত সিদ্ধান্ত নিয়ে এগোতে হবে। এখন সংবিধান অনুযায়ী আইন প্রণয়নের উদ্যোগ নিলে, আইনের খসড়া প্রস্তাব, নির্বাচনকালে সরকার ও নির্বাচনব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা হতে পারে। এসব বিষয়ে আলোচনা ও সংলাপ প্রয়োজন বলে মনে করি। অথচ কোনো উদ্যোগ দেখছি না।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫