নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচন কমিশন গঠনে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এতে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এরই মধ্যে অংশ নিয়েছে। কিন্তু রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে যাচ্ছে না বাসদ ও সিপিবি। একই পথে হাঁটতে চলেছে বলে জানিয়েছে বিএনপি। এর আগেরবার ইসি গঠনের সংলাপে অংশ নিয়েছিল দলগুলো। কিন্তু তাদের দেওয়া প্রস্তাবে ইতিবাচক সাড়া মেলেনি। তাই সংলাপে অংশ নেওয়া থেকে বিরত থাকছেন দলগুলোর নেতারা।
আগামী ১৪ ফেব্রুয়ারি বর্তমান দায়িত্বে থাকা কে এম নূরুল হুদাসহ চার কমিশনারের মেয়াদ শেষ হচ্ছে। নতুন কমিশন গঠন করার জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন। আজ রোববার সংলাপে অংশ নিচ্ছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি।
দেশের অন্যতম বিরোধী দল বিএনপি সংলাপের আগে সরকারের পদত্যাগ চায়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলমান সংলাপকে ‘নাটক’ বলে আখ্যা দিয়েছেন। গত শুক্রবার গাজীপুরে তিনি বলেন, নির্বাচন কমিশন তো কোনো কাজ করতে পারে না। তাই নির্বাচন কমিশন গঠনের আগে সরকারকে পদত্যাগ করতে হবে।
একই সুরে গতকাল শনিবার কথা বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়া পল্টনের দলীয় কার্যালয়ে তিনি এই সংলাপকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে বলেন, ‘এই সংলাপ আদতে একটা অবাধ, স্বচ্ছ, সুষ্ঠু নির্বাচন করার মতো সংলাপ নয়। যে সরকার প্রতিদ্বন্দ্বীকে আসতে দেয় না, ভোটারকে আসতে
দেয় না, সেই সরকার নিরপেক্ষ নির্বাচন করবে, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে, এটা কী বিশ্বাস করা যায়?’
সংলাপ বর্জন করা নিয়ে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান গত শুক্রবার এক বিবৃতিতে বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক সংকটজনক পরিস্থিতিতে রাষ্ট্রপতির উদ্যোগকে সাধুবাদ জানাই। তবে ২০১২ ও ২০১৭ সালে তৎকালীন ও বর্তমান রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়ে দলের পক্ষ থেকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছিল, তার কোনো বাস্তবায়ন দেখা যায়নি। ফলে এবারের সংলাপেও অতীতের ঘটনার পুনরাবৃত্তি না ঘটিয়ে আগের প্রস্তাবগুলোকে প্রাসঙ্গিক উল্লেখ করে তা বাস্তবায়নে রাষ্ট্রপতিকে উদ্যোগী ভূমিকা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’
সিপিবির কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্সও এ বিষয়ে এক বিবৃতিতে বলেন, ২০১৭ সালে রাষ্ট্রপতির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাঁরা সংলাপে যোগ দিয়েছিলেন। রাষ্ট্রপতি তখন আন্তরিকতা দেখালেও আসল কাজ হয়নি। তাঁরা আগের কথা স্মরণ করিয়ে দিতে চান। ইসি পুনর্গঠনের বিষয়ে সিপিবির সুনির্দিষ্ট প্রস্তাব রাষ্ট্রপতির দপ্তরে খুঁজলে পাওয়া যাবে বলে জানান তিনি। বলেন, ‘আগামী ১৪ ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। তাই গ্রহণযোগ্য নির্বাচন চাইলে দ্রুত সিদ্ধান্ত নিয়ে এগোতে হবে। এখন সংবিধান অনুযায়ী আইন প্রণয়নের উদ্যোগ নিলে, আইনের খসড়া প্রস্তাব, নির্বাচনকালে সরকার ও নির্বাচনব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা হতে পারে। এসব বিষয়ে আলোচনা ও সংলাপ প্রয়োজন বলে মনে করি। অথচ কোনো উদ্যোগ দেখছি না।’
নির্বাচন কমিশন গঠনে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এতে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এরই মধ্যে অংশ নিয়েছে। কিন্তু রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে যাচ্ছে না বাসদ ও সিপিবি। একই পথে হাঁটতে চলেছে বলে জানিয়েছে বিএনপি। এর আগেরবার ইসি গঠনের সংলাপে অংশ নিয়েছিল দলগুলো। কিন্তু তাদের দেওয়া প্রস্তাবে ইতিবাচক সাড়া মেলেনি। তাই সংলাপে অংশ নেওয়া থেকে বিরত থাকছেন দলগুলোর নেতারা।
আগামী ১৪ ফেব্রুয়ারি বর্তমান দায়িত্বে থাকা কে এম নূরুল হুদাসহ চার কমিশনারের মেয়াদ শেষ হচ্ছে। নতুন কমিশন গঠন করার জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন। আজ রোববার সংলাপে অংশ নিচ্ছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি।
দেশের অন্যতম বিরোধী দল বিএনপি সংলাপের আগে সরকারের পদত্যাগ চায়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলমান সংলাপকে ‘নাটক’ বলে আখ্যা দিয়েছেন। গত শুক্রবার গাজীপুরে তিনি বলেন, নির্বাচন কমিশন তো কোনো কাজ করতে পারে না। তাই নির্বাচন কমিশন গঠনের আগে সরকারকে পদত্যাগ করতে হবে।
একই সুরে গতকাল শনিবার কথা বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়া পল্টনের দলীয় কার্যালয়ে তিনি এই সংলাপকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে বলেন, ‘এই সংলাপ আদতে একটা অবাধ, স্বচ্ছ, সুষ্ঠু নির্বাচন করার মতো সংলাপ নয়। যে সরকার প্রতিদ্বন্দ্বীকে আসতে দেয় না, ভোটারকে আসতে
দেয় না, সেই সরকার নিরপেক্ষ নির্বাচন করবে, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে, এটা কী বিশ্বাস করা যায়?’
সংলাপ বর্জন করা নিয়ে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান গত শুক্রবার এক বিবৃতিতে বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক সংকটজনক পরিস্থিতিতে রাষ্ট্রপতির উদ্যোগকে সাধুবাদ জানাই। তবে ২০১২ ও ২০১৭ সালে তৎকালীন ও বর্তমান রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়ে দলের পক্ষ থেকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছিল, তার কোনো বাস্তবায়ন দেখা যায়নি। ফলে এবারের সংলাপেও অতীতের ঘটনার পুনরাবৃত্তি না ঘটিয়ে আগের প্রস্তাবগুলোকে প্রাসঙ্গিক উল্লেখ করে তা বাস্তবায়নে রাষ্ট্রপতিকে উদ্যোগী ভূমিকা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’
সিপিবির কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্সও এ বিষয়ে এক বিবৃতিতে বলেন, ২০১৭ সালে রাষ্ট্রপতির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাঁরা সংলাপে যোগ দিয়েছিলেন। রাষ্ট্রপতি তখন আন্তরিকতা দেখালেও আসল কাজ হয়নি। তাঁরা আগের কথা স্মরণ করিয়ে দিতে চান। ইসি পুনর্গঠনের বিষয়ে সিপিবির সুনির্দিষ্ট প্রস্তাব রাষ্ট্রপতির দপ্তরে খুঁজলে পাওয়া যাবে বলে জানান তিনি। বলেন, ‘আগামী ১৪ ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। তাই গ্রহণযোগ্য নির্বাচন চাইলে দ্রুত সিদ্ধান্ত নিয়ে এগোতে হবে। এখন সংবিধান অনুযায়ী আইন প্রণয়নের উদ্যোগ নিলে, আইনের খসড়া প্রস্তাব, নির্বাচনকালে সরকার ও নির্বাচনব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা হতে পারে। এসব বিষয়ে আলোচনা ও সংলাপ প্রয়োজন বলে মনে করি। অথচ কোনো উদ্যোগ দেখছি না।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৮ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪