Ajker Patrika

ফল শূন্য তাই সংলাপে এবার যাচ্ছে না তারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১০: ৩০
ফল শূন্য তাই সংলাপে এবার যাচ্ছে না তারা

নির্বাচন কমিশন গঠনে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এতে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এরই মধ্যে অংশ নিয়েছে। কিন্তু রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে যাচ্ছে না বাসদ ও সিপিবি। একই পথে হাঁটতে চলেছে বলে জানিয়েছে বিএনপি। এর আগেরবার ইসি গঠনের সংলাপে অংশ নিয়েছিল দলগুলো। কিন্তু তাদের দেওয়া প্রস্তাবে ইতিবাচক সাড়া মেলেনি। তাই সংলাপে অংশ নেওয়া থেকে বিরত থাকছেন দলগুলোর নেতারা।

আগামী ১৪ ফেব্রুয়ারি বর্তমান দায়িত্বে থাকা কে এম নূরুল হুদাসহ চার কমিশনারের মেয়াদ শেষ হচ্ছে। নতুন কমিশন গঠন করার জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছেন। আজ রোববার সংলাপে অংশ নিচ্ছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি।

দেশের অন্যতম বিরোধী দল বিএনপি সংলাপের আগে সরকারের পদত্যাগ চায়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলমান সংলাপকে ‘নাটক’ বলে আখ্যা দিয়েছেন। গত শুক্রবার গাজীপুরে তিনি বলেন, নির্বাচন কমিশন তো কোনো কাজ করতে পারে না। তাই নির্বাচন কমিশন গঠনের আগে সরকারকে পদত্যাগ করতে হবে।

একই সুরে গতকাল শনিবার কথা বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়া পল্টনের দলীয় কার্যালয়ে তিনি এই সংলাপকে ‘প্রহসন’ আখ্যা দিয়ে বলেন, ‘এই সংলাপ আদতে একটা অবাধ, স্বচ্ছ, সুষ্ঠু নির্বাচন করার মতো সংলাপ নয়। যে সরকার প্রতিদ্বন্দ্বীকে আসতে দেয় না, ভোটারকে আসতে

দেয় না, সেই সরকার নিরপেক্ষ নির্বাচন করবে, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করবে, এটা কী বিশ্বাস করা যায়?’

সংলাপ বর্জন করা নিয়ে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান গত শুক্রবার এক বিবৃতিতে বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক সংকটজনক পরিস্থিতিতে রাষ্ট্রপতির উদ্যোগকে সাধুবাদ জানাই। তবে ২০১২ ও ২০১৭ সালে তৎকালীন ও বর্তমান রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়ে দলের পক্ষ থেকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছিল, তার কোনো বাস্তবায়ন দেখা যায়নি। ফলে এবারের সংলাপেও অতীতের ঘটনার পুনরাবৃত্তি না ঘটিয়ে আগের প্রস্তাবগুলোকে প্রাসঙ্গিক উল্লেখ করে তা বাস্তবায়নে রাষ্ট্রপতিকে উদ্যোগী ভূমিকা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।’

সিপিবির কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্সও এ বিষয়ে এক বিবৃতিতে বলেন, ২০১৭ সালে রাষ্ট্রপতির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাঁরা সংলাপে যোগ দিয়েছিলেন। রাষ্ট্রপতি তখন আন্তরিকতা দেখালেও আসল কাজ হয়নি। তাঁরা আগের কথা স্মরণ করিয়ে দিতে চান। ইসি পুনর্গঠনের বিষয়ে সিপিবির সুনির্দিষ্ট প্রস্তাব রাষ্ট্রপতির দপ্তরে খুঁজলে পাওয়া যাবে বলে জানান তিনি। বলেন, ‘আগামী ১৪ ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। তাই গ্রহণযোগ্য নির্বাচন চাইলে দ্রুত সিদ্ধান্ত নিয়ে এগোতে হবে। এখন সংবিধান অনুযায়ী আইন প্রণয়নের উদ্যোগ নিলে, আইনের খসড়া প্রস্তাব, নির্বাচনকালে সরকার ও নির্বাচনব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা হতে পারে। এসব বিষয়ে আলোচনা ও সংলাপ প্রয়োজন বলে মনে করি। অথচ কোনো উদ্যোগ দেখছি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত