Ajker Patrika

দিহানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১২: ৩৩
দিহানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

কলাবাগানে ইংলিশ মিডিয়াম স্কুল মাস্টারমাইন্ডের ‘ও’ লেভেলের শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা মামলায় একমাত্র আসামি ফারদিন ইফতেখার দিহানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশের বিশেষায়িত ইউনিট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করে।

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট শাখার পুলিশ কনস্টেবল লিটন জানান, গত বছরের ৭ জানুয়ারি রাতে ওই স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। দিহানকে আসামি করে নিহতের বাবা কলাবাগান থানায় মামলা করেছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী কোচিংয়ের কথা বলে দিহানের বাসায় যান। অচেতন অবস্থায় দিহান নিজেই মেয়েটিকে আনোয়ার খান মডার্ন হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করান। এদিকে খবর পেয়ে মেয়ের মা হাসপাতালে ছুটে যান। ডাক্তারদের কাছে মা জানতে পারেন, তাঁর মেয়েকে ধর্ষণ করা হয়েছে। রক্তক্ষরণের কারণে মারা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত