Ajker Patrika

সাবেকদের মিলনমেলা হাডুডু খেলায়

ত্রিশাল প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২১: ১২
Thumbnail image

ত্রিশালের কানিহারী ইউনিয়নে সাবেক খেলোয়াড়দের নিয়ে হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেল ৪টায় শুরু হওয়া খেলায় অংশগ্রহণ করে কানিহারী ইউনিয়নের রজনীগন্ধা ও কামিনী দল। আহাম্মদাবাদ বাজার ব্যবসায়ী সমিতির আয়োজনে আহাম্মদাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় কামিনী দল ১-০ পার্টিতে জয়লাভ করে।

খেলায় রজনীগন্ধা দলের অধিনায়কত্ব করেন ডা. নাজমুল হক নেতু। আর কামিনী দলের অধিনায়কত্ব করেন সুলতান আহমেদ জ্বিলকদ। খেলা শেষে সন্ধ্যায় বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। গ্রামগঞ্জে প্রায় হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী এই খেলা দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেন।

আল মামুন পলাশ নামে এক দর্শনার্থী বলেন, ‘হাডুডু খেলা আমার সব সময় ভালো লাগে। আর এ খেলায় তো আমার বাবা খেলোয়াড়। এই বয়সেও বাবা অনেক ভালো খেলে। আমারতো ভীষণ ভালো লেগেছে।’

রজনীগন্ধা দলের অধিনায়ক ডা. নাজমুল হক নেতু বলেন, ‘এক সময় আমরা নিয়মিতই হাডুডু খেলতাম। এখন আগের মতো নিয়মিত খেলা হতে দেখি না। বয়স বাড়লেও আমাদের মনের জোর ঠিকই আছে। তাই এই বয়সেও খেলতে নেমে পড়েছি।’

কামিনী দলের অধিনায়ক সুলতান আহামেদ জিলক্বদ বলেন, ‘আমাদের দল জয়লাভ করেছে। আমরা খুবই আনন্দিত। এই জয় এলাকার সকল মানুষের জন্য উৎসর্গ করলাম।’

এ বিষয়ে আহাম্মদাবাদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খুরশিদ আলম বলেন, ‘ঐতিহ্যবাহী হাডুডু খেলা প্রায় হারিয়ে যেতে বসেছে। এক সময়ের তুমুল জনপ্রিয় এই খেলাটিকে টিকিয়ে রাখতে আমাদের এই উদ্যোগ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত