Ajker Patrika

উইলস লিটল স্কুলের অধ্যক্ষের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ০৮: ৩৪
উইলস লিটল স্কুলের অধ্যক্ষের পদত্যাগ

কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন পদত্যাগ করেছেন। প্রতিষ্ঠানটির শিক্ষক ও কর্মচারীদের আন্দোলনের মুখে গতকাল মঙ্গলবার বিকেলে তিনি পদত্যাগ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মঙ্গলবার সকাল থেকে আবুল হোসেনকে ‘অযোগ্য’ আখ্যা দিয়ে তাঁর অপসারণের দাবিতে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষক ও কর্মচারীরা। এ সময় তাঁরা জানান, অধ্যক্ষ আবুল হোসেন কয়েক বছর ধরেই ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম ও দুর্নীতি চালিয়ে যাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন, দুই বছর আগে স্বেচ্ছাসেবক লীগের নেতা টিটু স্কুলটির সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই এখানকার প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়ে। অধ্যক্ষের সঙ্গে তাঁর যোগসাজশে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে।

গত জানুয়ারিতে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আরিফুর রহমান টিটু ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত