Ajker Patrika

গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলায় তান্ত্রিক গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২২, ১৮: ২৬
গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলায় তান্ত্রিক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের মামলায় প্রকাশ বর্মণ নামের কথিত তান্ত্রিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায়। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঢোলারহাট এলাকা থেকে মামলার অন্যতম আসামি প্রকাশ বর্মণকে গ্রেপ্তার করে পুলিশ। আজ (সোমবার) আদালতে তোলা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ মামলার বাকি চার পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’

দলবদ্ধ ধর্ষণ মামলায় তান্ত্রিক প্রকাশ বর্মণ ছাড়া অন্য চার আসামি হলেন শামিম ইসলাম, মেজর, এনামুল হক, উজ্জ্বল দাস।

গত ৩ মার্চ সনাতন ধর্মের অনুষ্ঠান থেকে প্রলোভন দেখিয়ে এক নারীকে একটি কোয়ার্টারে নিয়ে যান তান্ত্রিক প্রকাশ। সেখানে তাঁকে পূর্বপরিকল্পিতভাবে দল বেঁধে ধর্ষণ করেন মামলার আসামিরা। এরপর তাঁকে ঘটনাটি ধামাচাপা দিতে টাকা দিতে চান তাঁরা। একপর্যায়ে মামলা করতে চাওয়ায় ভীতি দেখানো হয় নারীকে। এরপরে গত ১৪ মার্চ ওই নারী বাদী হয়ে ঠাকুরগাঁও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুকের আদালতে মামলা দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত