Ajker Patrika

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ

খুলনা প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২২, ০৮: ৪৮
স্বামীকে বেঁধে   রেখে স্ত্রীকে   গণধর্ষণ

খুলনায় স্বামীর সঙ্গে বাজারে যাওয়ার পথে গণধর্ষণের শিকার হয়েছেন এক পাটকল শ্রমিক। শুক্রবার রাতে নগরীর তেঁতুলতলা রেলক্রসিংয়ের পাশে একটি গ্যারেজে স্বামীকে বেঁধে রেখে ওই নারীকেকরে ধর্ষকেরা। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেছেন। আসামিরা হলো মো. সুমন, কামরুল ইসলাম, মো. আলামীন মল্লিক ও সজীব জীবন। এদের মধ্যে কামরুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর সার্কেল) মো. আবু জাফর বলেন, শুক্রবার রাত আনুমানিক ৯টায় আইয়ান জুট মিলের এক নারী শ্রমিক তাঁর স্বামীর সঙ্গে শিরোমণি পূর্ব পাড়ার বাসা থেকে শিরোমণি বাজারে যাচ্ছিলেন। তাঁরা শিরোমণি পূর্ব পাড়া কামরুলের গ্যারেজের সামনে এলে আসামিরা তাঁদের মুখ চেপে ধরে গ্যারেজের মধ্যে নিয়ে যায় এবং স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। এরপর মামলা না করার হুমকি দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগী নারীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। গতকাল তাঁর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. অঞ্জন কুমার জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত