Ajker Patrika

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ

খুলনা প্রতিনিধি
আপডেট : ২০ মার্চ ২০২২, ০৮: ৪৮
স্বামীকে বেঁধে   রেখে স্ত্রীকে   গণধর্ষণ

খুলনায় স্বামীর সঙ্গে বাজারে যাওয়ার পথে গণধর্ষণের শিকার হয়েছেন এক পাটকল শ্রমিক। শুক্রবার রাতে নগরীর তেঁতুলতলা রেলক্রসিংয়ের পাশে একটি গ্যারেজে স্বামীকে বেঁধে রেখে ওই নারীকেকরে ধর্ষকেরা। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে চারজনকে আসামি করে মামলা করেছেন। আসামিরা হলো মো. সুমন, কামরুল ইসলাম, মো. আলামীন মল্লিক ও সজীব জীবন। এদের মধ্যে কামরুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর সার্কেল) মো. আবু জাফর বলেন, শুক্রবার রাত আনুমানিক ৯টায় আইয়ান জুট মিলের এক নারী শ্রমিক তাঁর স্বামীর সঙ্গে শিরোমণি পূর্ব পাড়ার বাসা থেকে শিরোমণি বাজারে যাচ্ছিলেন। তাঁরা শিরোমণি পূর্ব পাড়া কামরুলের গ্যারেজের সামনে এলে আসামিরা তাঁদের মুখ চেপে ধরে গ্যারেজের মধ্যে নিয়ে যায় এবং স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। এরপর মামলা না করার হুমকি দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগী নারীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। গতকাল তাঁর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. অঞ্জন কুমার জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত