Ajker Patrika

পেঁয়াজ চাষে ঝুঁকছেন নবাবগঞ্জের চাষিরা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ০৫
পেঁয়াজ চাষে ঝুঁকছেন নবাবগঞ্জের চাষিরা

দিনাজপুরের নবাবগঞ্জে পেঁয়াজ চাষে ঝুঁকছেন স্থানীয় চাষিরা। কম খরচে বেশি আয়ের ফসল হিসেবে পেঁয়াজ আবাদকে বেছে নিয়েছেন তাঁরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৭টিতে চাষিরা পেঁয়াজ চাষ করছেন। এগুলোর মধ্যে উপজেলার ২ নম্বর বিনোদনগর, ৭ নম্বর দাউদপুর ও ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নে পেঁয়াজ চাষ আগের চেয়ে বেড়েছে।

২ নম্বর বিনোদনগর ইউনিয়নের চাষি মো. মোখলেছুর রহমানের পেঁয়াজখেতে গিয়ে দেখা যায়, সকাল থেকে পরিবারের সদস্যদের নিয়ে নিজেই পেঁয়াজ তুলে বস্তায় রাখছেন। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দ্রুত কাজ করছেন সবাই। আগামীকাল আরও বেশি পরিমাণে লোকবল নিয়ে পেঁয়াজ ওঠানোর কথা জানান তিনি।

এ সময় চাষি মোখলেছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘তিন মাস আগে রংপুর থেকে মণপ্রতি ৩ হাজার ২০০ টাকা দরে ৪ মণ ফরিদপুরী জাতের পেঁয়াজবীজ এনে ১৮ শতক জমিতে রোপণ করি। আশানুরূপ ফলন হয়েছে। এর মধ্যে কিছু পেঁয়াজ ৯০০ টাকা মণ দরে বিক্রি করেন। কয়েক দিনের বৃষ্টির কারণে পেঁয়াজ ওঠাতে প্রায় ৭ দিন অপেক্ষা করতে হয়েছে। কম খরচে বেশি লাভ হওয়ায় আগামীতে আরও বেশি পরিমাণে পেঁয়াজ চাষ করবেন বলে জানান তিনি।

কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, উপজেলায় পেঁয়াজের ভালো ফলন হওয়ায় গতবারের চেয়ে এবার পেঁয়াজ চাষ কয়েক গুণ বেড়েছে। গত ২০২০-২১ অর্থবছরে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ৫ হেক্টর নির্ধারণ করা হলেও সেবার প্রায় ৮৮ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হয়। এবার ২০২১-২২ অর্থবছরে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা ১৪৫ হেক্টর নির্ধারণ করা হয়, যার বিপরীতে হয়েছে ৯২ হেক্টর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত