Ajker Patrika

ট্রাকচাপায় নোবিপ্রবি ছাত্র নিহত , সড়ক অবরোধ

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ০৯: ৪১
ট্রাকচাপায় নোবিপ্রবি ছাত্র নিহত , সড়ক অবরোধ

নিরাপদ সড়ক ও বাসে হাফ ভাড়ার দাবিতে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় এক মাস ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এর মধ্যে নোয়াখালীতে গতকাল মঙ্গলবার ট্রাকচাপায় অজয় মজুমদার (২৩) নামের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোনাপুর জিরো পয়েন্টে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

গতকাল দুপুর দেড়টার দিকে সোনাপুর জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত অজয় মজুমদার নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মধ্যচরবাটা এলাকার বাদল চন্দ্র মজুমদারের ছেলে। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সোনাপুর জিরো পয়েন্ট থেকে সিএনজিচালিত অটোরিকশা করে মন্নাননগরের দিকে যাচ্ছিলেন অজয়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক সামনে এসে পড়লে সিএনজিচালক তাঁর গাড়িটি দ্রুত সরানোর চেষ্টার করেন। তখন সিএনজি থেকে ছিটকে রাস্তায় পড়ে যান অজয়। তখন ট্রাকটি অজয়কে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অজয়কে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার প্রতিবাদে বেলা ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোনাপুর জিরো পয়েন্টে অবস্থান নিয়ে সোনাপুর-মাইজদী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বলেন, ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি।

নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার উল আলম বলেন, সড়ক দুর্ঘটনায় মেধাবী এ শিক্ষার্থীর মৃত্যু মেনে নেওয়া কঠিন।

নিরাপদ সড়কের আন্দোলন
সারা দেশে যানবাহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া কার্যকর ও নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবিতে নোয়াখালীতে গতকাল মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে জেলা শহর মাইজদীর টাউনহল মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। পরে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কাছে তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত