নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এশিয়া কাপে রওনা দেওয়ার আগে বাংলাদেশ প্রথম ধাক্কাটা খায় ইবাদত হোসেন ছিটকে পড়ায়। তাঁর শুধু এশিয়া কাপ নয়, বিশ্বকাপ নিয়েও তৈরি হয়েছে সংশয়। হাঁটুর চোট নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে গতকাল ইংল্যান্ড গেছেন ইবাদত। আজ তিনি সেখানে চিকিৎসকের কাছে যাবেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
ইবাদতের পর বাংলাদেশের এশিয়া কাপ মিশনে এবার ধাক্কা হয়ে এসেছেন লিটন দাস। জ্বরে আক্রান্ত বাংলাদেশ ওপেনার পরশু দলের সঙ্গে শ্রীলঙ্কায় যেতে পারেননি। জ্বর থেকে সেরে না ওঠায় গতকালও শ্রীলঙ্কায় যাওয়া হয়নি তাঁর। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের আগে বাকি আছে আর দুই দিন। বিসিবির মেডিকেল বিভাগ সূত্রে জানা গেছে, লিটনের জ্বর কিছুটা কমলেও শারীরিক দুর্বলতা আছে। এর মধ্যে তাই লিটন শ্রীলঙ্কা গেলেও প্রথম ম্যাচে খেলা হচ্ছে না তাঁর।
আগামী পরশু শ্রীলঙ্কার বিপক্ষে লিটনের না খেলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেছেন, ‘লিটন একটু একটু করে উন্নতি করছে। দু-এক দিন সময় লাগবে। প্রথম ম্যাচটা মিস করবে। ওর কোনো বিকল্প নিয়ে ভাবছি না। আল্লাহর রহমতে সুস্থ হচ্ছে। জ্বর কমছে।’ ওপেনিং পজিশনের জন্য এই মুহূর্তে দলের সঙ্গে আছেন নাঈম শেখ আর তানজিদ হাসান তামিম। নাঈমের ওয়ানডে ক্রিকেটের অভিজ্ঞতা তবু ৪ ম্যাচের। জুনিয়র তামিমের এখনো আন্তর্জাতিক স্বাদ পাওয়া হয়নি। লিটনের না খেলাটা অবশ্যই চিন্তার বিষয় বাংলাদেশ দলের। ১৭ সদস্যের দলে একমাত্র অভিজ্ঞ ওপেনার যে তিনিই। দল ঘোষণার আগেই চোটে ছিটকে পড়েন আরেক অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল।
আপাতত লিটনের জ্বর কমায় এবং শ্রীলঙ্কায় যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় তাঁর বিকল্প ভাবছে না বিসিবি। বিকল্প ওপেনার নিয়ে নান্নু বলেছেন, ‘কিছু করার নেই। আকস্মিকভাবে অসুস্থ হয়ে গেছে (লিটন)। আর বিকল্প হিসেবে সাইফেরও (হাসান) ডেঙ্গু পজিটিভ। এই কদিনের জন্য আর বিকল্প দেখছি না।’ এশিয়া কাপের তিনজনের স্ট্যান্ডবাই দলে আছেন সাইফ। ডেঙ্গু রিপোর্ট নেগেটিভ এলেও শারীরিক দুর্বলতা আছে তাঁর। তবে সাইফের মাঠে ফিরতে সময় লাগবে। তরুণ এই ওপেনারের জন্য খারাপই লাগছে বিসিবির আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনের, ‘বেচারার দুর্ভাগ্য। এর আগে সুযোগ পেল, চোটে পড়ে বেরিয়ে গেল। এবার এত কষ্ট করে কাছাকাছি এল, অসুস্থ হয়ে পড়ল। তবে খেলোয়াড় ভালো, সাইফ আমাদের ভবিষ্যৎ হতে পারে।’
টিকিট-সংক্রান্ত জটিলতায় দলের সঙ্গে যেতে না পারা তরুণ পেসার তানজিম হাসান সাকিব গতকাল শ্রীলঙ্কায় গিয়ে পৌঁছেছেন। গতকাল বিশ্রাম নেওয়া বাংলাদেশ দল অনুশীলন শুরু করবে আজ।
এশিয়া কাপে রওনা দেওয়ার আগে বাংলাদেশ প্রথম ধাক্কাটা খায় ইবাদত হোসেন ছিটকে পড়ায়। তাঁর শুধু এশিয়া কাপ নয়, বিশ্বকাপ নিয়েও তৈরি হয়েছে সংশয়। হাঁটুর চোট নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে গতকাল ইংল্যান্ড গেছেন ইবাদত। আজ তিনি সেখানে চিকিৎসকের কাছে যাবেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
ইবাদতের পর বাংলাদেশের এশিয়া কাপ মিশনে এবার ধাক্কা হয়ে এসেছেন লিটন দাস। জ্বরে আক্রান্ত বাংলাদেশ ওপেনার পরশু দলের সঙ্গে শ্রীলঙ্কায় যেতে পারেননি। জ্বর থেকে সেরে না ওঠায় গতকালও শ্রীলঙ্কায় যাওয়া হয়নি তাঁর। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের আগে বাকি আছে আর দুই দিন। বিসিবির মেডিকেল বিভাগ সূত্রে জানা গেছে, লিটনের জ্বর কিছুটা কমলেও শারীরিক দুর্বলতা আছে। এর মধ্যে তাই লিটন শ্রীলঙ্কা গেলেও প্রথম ম্যাচে খেলা হচ্ছে না তাঁর।
আগামী পরশু শ্রীলঙ্কার বিপক্ষে লিটনের না খেলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেছেন, ‘লিটন একটু একটু করে উন্নতি করছে। দু-এক দিন সময় লাগবে। প্রথম ম্যাচটা মিস করবে। ওর কোনো বিকল্প নিয়ে ভাবছি না। আল্লাহর রহমতে সুস্থ হচ্ছে। জ্বর কমছে।’ ওপেনিং পজিশনের জন্য এই মুহূর্তে দলের সঙ্গে আছেন নাঈম শেখ আর তানজিদ হাসান তামিম। নাঈমের ওয়ানডে ক্রিকেটের অভিজ্ঞতা তবু ৪ ম্যাচের। জুনিয়র তামিমের এখনো আন্তর্জাতিক স্বাদ পাওয়া হয়নি। লিটনের না খেলাটা অবশ্যই চিন্তার বিষয় বাংলাদেশ দলের। ১৭ সদস্যের দলে একমাত্র অভিজ্ঞ ওপেনার যে তিনিই। দল ঘোষণার আগেই চোটে ছিটকে পড়েন আরেক অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল।
আপাতত লিটনের জ্বর কমায় এবং শ্রীলঙ্কায় যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় তাঁর বিকল্প ভাবছে না বিসিবি। বিকল্প ওপেনার নিয়ে নান্নু বলেছেন, ‘কিছু করার নেই। আকস্মিকভাবে অসুস্থ হয়ে গেছে (লিটন)। আর বিকল্প হিসেবে সাইফেরও (হাসান) ডেঙ্গু পজিটিভ। এই কদিনের জন্য আর বিকল্প দেখছি না।’ এশিয়া কাপের তিনজনের স্ট্যান্ডবাই দলে আছেন সাইফ। ডেঙ্গু রিপোর্ট নেগেটিভ এলেও শারীরিক দুর্বলতা আছে তাঁর। তবে সাইফের মাঠে ফিরতে সময় লাগবে। তরুণ এই ওপেনারের জন্য খারাপই লাগছে বিসিবির আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনের, ‘বেচারার দুর্ভাগ্য। এর আগে সুযোগ পেল, চোটে পড়ে বেরিয়ে গেল। এবার এত কষ্ট করে কাছাকাছি এল, অসুস্থ হয়ে পড়ল। তবে খেলোয়াড় ভালো, সাইফ আমাদের ভবিষ্যৎ হতে পারে।’
টিকিট-সংক্রান্ত জটিলতায় দলের সঙ্গে যেতে না পারা তরুণ পেসার তানজিম হাসান সাকিব গতকাল শ্রীলঙ্কায় গিয়ে পৌঁছেছেন। গতকাল বিশ্রাম নেওয়া বাংলাদেশ দল অনুশীলন শুরু করবে আজ।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫