Ajker Patrika

প্রকৌশলী-ঠিকাদারের দ্বন্দ্ব দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকৌশলী-ঠিকাদারের দ্বন্দ্ব দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ

নওগাঁর আত্রাইয়ে স্থানীয় প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলীর সঙ্গে ঠিকাদারের দ্বন্দ্বে প্রায় দুই মাস আহসানগঞ্জ-নলডাঙ্গা সড়কের নির্মাণকাজ বন্ধ রয়েছে। এতে যানবাহন চলাচলও বন্ধ রয়েছে। ফলে ওই এলাকার প্রায় ৩০ গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছে।

ঠিকাদার বলছেন, কাজ করার সময় প্রকৌশলী জোনায়েদ হোসেন তাঁর লেবার-মিস্ত্রিদের সঙ্গে বাজে ব্যবহার করেছেন এবং কাজ বন্ধ করে দিয়েছেন। তাই কাজ বন্ধ রয়েছে। তবে প্রকৌশলী তা অস্বীকার করেছেন।

উপজেলা স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিস সূত্রে জানা গেছে, উপজেলার আহসানগঞ্জ-নলডাঙ্গা সড়কের দাড়িয়াগাথী আব্দুলের মোড় থেকে আশরাফ আলী চৌধুরী সেতুর পশ্চিম পাশ পর্যন্ত ৮১২ মিটার সড়ক পাকাকরণের জন্য দরপত্র আহ্বান করা হয়। অগ্রাধিকারের ভিত্তিতে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের-৩ (আইআরআইডিপি-৩) আওতায় এই দরপত্র আহ্বান করা হয়েছিল। নির্মাণকাজের দায়িত্ব পায় নওগাঁর রাণীনগরের মেসার্স খাঁন ট্রেডার্স। টেন্ডার অনুযায়ী চলতি বছরের ২ ফেব্রুয়ারি কার্যাদেশ জারি করা হয়, যা আগামী বছরের ৯ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, কাজ পেয়ে আগের ইট তুলে খনন করে সড়কে বালু ফেলা শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। সড়কের দুই পাশ দিয়ে এবং আশরাফ আলী সেতুর ওপর ইটের খোয়া স্তূপ করে রাখেন ঠিকাদার। এ কাজ পরিদর্শনে গিয়ে এলজিইডি প্রকৌশলী জোনায়েদ হোসেন সড়কের দুই ধারে রাখা ইটের খোয়া সরিয়ে নির্দিষ্ট স্থানে রেখে কাজ করতে বলেন ঠিকাদারকে; কিন্তু তারপরও সড়কের কাজ চলতে থাকায় প্রকৌশলী-ঠিকাদারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এরপর ঠিকাদার কাজ ফেলে চলে যান। ফলে ওই সড়ক দিয়ে চলাচলকারী আহসানগঞ্জ, দাড়িয়াগাথী, ব্রজপুর, মাধাইমুড়ি, কাতিলা, বনগ্রামসহ অন্তত ৩০ গ্রামের লোকজন চরম দুর্ভোগে পড়ে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অত্র এলাকায় সবচেয়ে বড় বাজার হচ্ছে আহসানগঞ্জ হাট। এই সড়ক দিয়ে এলাকার প্রায় ৩০ গ্রামের লোকজন আহসানগঞ্জ হাটে ও রাজশাহী শহরে যাতায়াত করে। আহসানগঞ্জ-নলডাঙ্গা সড়কের দাড়িয়াগাথী আব্দুলের মোড় থেকে আশরাফ আলী চৌধুরী সেতুর পশ্চিম পাশ পর্যন্ত ৮১২ মিটার সড়ক অংশ প্রায় ১৫ বছর ধরে ইটের সলিং ছিল। এই অংশটি পাকা করা শুরু হয়; কিন্তু কাজ বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের।

দাড়িয়াগাথী গ্রামের আব্দুস ছালাম বলেন, ‘শুনেছি প্রকৌশলী-ঠিকাদার দ্বন্দ্বের কারণে ঠিকাদার কাজ ফেলে চলে গেছেন।’

স্থানীয় আবুল কাশেম মণ্ডল বলেন, ‘আমরা স্থানীয়রা বালু তুলে সড়কের একপাশে রেখে কোনো রকমে চলাচল করছি। এ ছাড়া সেতুর ওপর ইট ভেঙে খোয়া রাখার কারণেও চলাচল বন্ধ হয়েছিল। আমরা সেই খোয়াগুলোও এক পাশে রেখে হেঁটে চলাচল করছি।’

জানতে চাইলে ঠিকাদার রিন্টু হোসেন বলেন, ‘কাজ করার সময় প্রকৌশলী জোনায়েদ হোসেন আমার লেবার-মিস্ত্রিদের সঙ্গে খুব বাজে ব্যবহার করেছেন। কাজ বন্ধ করে দিয়ে তাঁদের সড়ক থেকে তুলে দিয়েছেন। এরপর থেকে কাজ বন্ধ রয়েছে। কী কারণে লেবার-মিস্ত্রি তুলে দিয়েছেন তা লিখিতভাবে জানতে চেয়েছি; কিন্তু এখনো আমাকে সে বিষয়ে জানানো হয়নি। তবে বিষয়টি সমাধান হলে কাজ শুরু হবে।’

এলজিইডি আত্রাই উপজেলার প্রকৌশলী জোনায়েদ হোসেন বলেন, ‘আমি সড়ক থেকে লেবার-মিস্ত্রি তুলে দিইনি বা কাজ বন্ধ করে দিইনি। ঠিকাদারই কাজ বন্ধ করে চলে গেছেন। তবে কাজ দ্রুত শেষ করতে ইতিমধ্যে ঠিকাদারকে দুই দফা চিঠি দিয়ে জানানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। আশা করছি দ্রুতই বিষয়টির একটা সুরাহা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত