যশোর প্রতিনিধি
যশোরের রূপদিয়ায় মারামারি ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় যশোর জেলা বিএনপির ৫৬ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। ওই মামলায় ২০ নম্বর আসামি করা হয় যশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাসুম কবিরকে। তিনি ওই এলাকার প্রয়াত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের ছেলে। আবুল হাশেম দেশ স্বাধীন হওয়ার পর সদরের নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন।
মাসুম কবিরের অভিযোগ, সম্প্রতি রোকিবুজ্জামান নামে পুলিশের এক কর্মকর্তার নামে দুর্নীতির মামলা করেছিলেন তিনি। সে জন্য আওয়ামী লীগ পরিবারের লোক হয়েও বিএনপির কর্মী বানিয়ে ভাঙচুর মামলায় তাঁকে আসামি করা হয়।
নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনিরুজ্জামান সাকির (৩৮) গত শুক্রবার মামলাটি করেন। তিনি মাসুম কবির নামে কাউকে চেনেন না জানিয়ে বলেন, ‘এসব মামলা কীভাবে হয় তা তো আপনারা ভালো বোঝেন।’
যশোর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইদুর রহমান রিপন বলেন, মাসুম কবির এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত। তিনি কখনো কোনো সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত না।
যশোর জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবীর বিজু বলেন, ‘মাসুম কবির আমাদের দলের কর্মী। তাঁর বাবাও আওয়ামী লীগের পদে ছিলেন।’
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, আবুল হাশেম স্যার নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন। তাঁর পরিবারের লোকজনও আওয়ামী লীগ করে।’
মামলার আসামি মাসুম কবির বলেন, ‘২০২১ সালের ২ মে মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে মাহফুজুর রহমান নামে একজনকে অন্য রোগীরা পিটিয়ে হত্যা করে। প্রতিষ্ঠানটির সঙ্গে আমি যুক্ত ছিলাম। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁচড়া ফাঁড়ির সাবেক পরিদর্শক রোকিবুজ্জামান আমাকে মামলার আসামি করার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।’
মাসুম আরও বলেন, ‘বিষয়টি আমি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে রোকিবুজ্জামান ক্ষিপ্ত হয়ে আমাকে হত্যা মামলার আসামি করেন। পরে আমি জামিন নিয়ে পুলিশ পরিদর্শকের নামে আদালতে মামলা করি। এ জন্য আমাকে বিএনপির লোক বানিয়ে ভাঙচুর মামলার আসামি করেছেন।’
চাঁচড়া ফাঁড়ির সাবেক পরিদর্শক ও বর্তমানে খুলনা ডিবির পরিদর্শক রোকিবুজ্জামান বলেন, ‘ওই মামলার সঙ্গে বর্তমান মামলার কোনো সম্পর্ক নেই। তা ছাড়া আমি তো এখন যশোরে নেই। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, সেটা ভিত্তিহীন।’
যশোরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘মাসুম কবির কীভাবে আসামি হলেন তা বাদী জানেন। এখানে আমাদের কিছু করার নেই।’
যশোরের রূপদিয়ায় মারামারি ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় যশোর জেলা বিএনপির ৫৬ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। ওই মামলায় ২০ নম্বর আসামি করা হয় যশোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাসুম কবিরকে। তিনি ওই এলাকার প্রয়াত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের ছেলে। আবুল হাশেম দেশ স্বাধীন হওয়ার পর সদরের নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন।
মাসুম কবিরের অভিযোগ, সম্প্রতি রোকিবুজ্জামান নামে পুলিশের এক কর্মকর্তার নামে দুর্নীতির মামলা করেছিলেন তিনি। সে জন্য আওয়ামী লীগ পরিবারের লোক হয়েও বিএনপির কর্মী বানিয়ে ভাঙচুর মামলায় তাঁকে আসামি করা হয়।
নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনিরুজ্জামান সাকির (৩৮) গত শুক্রবার মামলাটি করেন। তিনি মাসুম কবির নামে কাউকে চেনেন না জানিয়ে বলেন, ‘এসব মামলা কীভাবে হয় তা তো আপনারা ভালো বোঝেন।’
যশোর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইদুর রহমান রিপন বলেন, মাসুম কবির এলাকায় ভালো ছেলে হিসেবে পরিচিত। তিনি কখনো কোনো সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত না।
যশোর জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবীর বিজু বলেন, ‘মাসুম কবির আমাদের দলের কর্মী। তাঁর বাবাও আওয়ামী লীগের পদে ছিলেন।’
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেন, আবুল হাশেম স্যার নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্বে ছিলেন। তাঁর পরিবারের লোকজনও আওয়ামী লীগ করে।’
মামলার আসামি মাসুম কবির বলেন, ‘২০২১ সালের ২ মে মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে মাহফুজুর রহমান নামে একজনকে অন্য রোগীরা পিটিয়ে হত্যা করে। প্রতিষ্ঠানটির সঙ্গে আমি যুক্ত ছিলাম। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁচড়া ফাঁড়ির সাবেক পরিদর্শক রোকিবুজ্জামান আমাকে মামলার আসামি করার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।’
মাসুম আরও বলেন, ‘বিষয়টি আমি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে রোকিবুজ্জামান ক্ষিপ্ত হয়ে আমাকে হত্যা মামলার আসামি করেন। পরে আমি জামিন নিয়ে পুলিশ পরিদর্শকের নামে আদালতে মামলা করি। এ জন্য আমাকে বিএনপির লোক বানিয়ে ভাঙচুর মামলার আসামি করেছেন।’
চাঁচড়া ফাঁড়ির সাবেক পরিদর্শক ও বর্তমানে খুলনা ডিবির পরিদর্শক রোকিবুজ্জামান বলেন, ‘ওই মামলার সঙ্গে বর্তমান মামলার কোনো সম্পর্ক নেই। তা ছাড়া আমি তো এখন যশোরে নেই। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, সেটা ভিত্তিহীন।’
যশোরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘মাসুম কবির কীভাবে আসামি হলেন তা বাদী জানেন। এখানে আমাদের কিছু করার নেই।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫