মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা)
মাগুরার শ্রীপুরে ছাগলের খামারে দিনবদল হয়েছে ফিরোজ সর্দার নামে এক যুবকের। শ্রীকোল ইউনিয়নের দোসতিনা গ্রামের বাদশা সর্দারের ছেলে ফিরোজের মাধ্যমিকের গণ্ডি পেরুলেও কলেজে যাওয়ার সুযোগ হয়নি। বিচলিত না হয়ে শুরু করেন তিনি ছাগল পালন। চাকরির পিছে না ছুটে নিজ উদ্যোগে এবং কঠোর পরিশ্রমে আজ তিনি সফল। দূর দুরান্ত থেকে অনেকেই এখন আসছেন তাঁর এই সফলতা দেখতে। অনেকেই উৎসাহিত হয়ে গড়ে তুলছেন ছাগলের খামার।
খামারি ফিরোজ সর্দার বলেন, দুই বছর আগে অল্প পরিসরে ছাগল পালন শুরু করি। যাত্রা শুরু করি ৪টি বকরি দিয়ে। এখন খামারে বড়, মাঝারি এবং ছোট সব মিলে ৩১টি ছাগল রয়েছে। এখনো ৪টি বকরি বাচ্চা দেবে। ছাগলগুলো খামারেই জন্মেছে এবং ছোট বাচ্চা থেকে এখানেই বেড়ে উঠেছে। কয়েকটি ছাগল বিক্রিও করেছি।
ফিরোজ বলেন, সকালে ছাগলগুলো বড় বিলের মাঠে চড়িয়ে দিন শেষে বাড়িতে যাই। নিজস্ব ট্রাক্টরে করে ছাগলগুলো আনা-নেওয়া করি। ছাগলগুলো মাঠে চরাই তাই খরচ অনেকটা কম হয়। সারা দিন প্রায় মাঠেই থাকতে হয়। পাশাপাশি একটি মাছের ঘের করেছি। ছাগল পালন ও মাছ চাষে আমার অনেক শ্রম ও অর্থ ব্যয় হয়। খামারের পরিধি বাড়ানোর ইচ্ছা থাকলেও অর্থনৈতিক কারণে পারছি না। উপজেলা পশু অফিস থেকে এখন পর্যন্ত কোনো পরামর্শ এবং আর্থিক সহায়তা পাইনি। ব্যাংক সহজ শর্তে ঋণ দিলে এবং বিদ্যুতের ব্যবস্থা করা গেলে খামারের পরিধি বাড়ানো সম্ভব।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রসেনজিৎ কুমার মজুমদার বলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসে জনবল সংকটের কারণে অনেক কিছুই দেখা সম্ভব হয়ে ওঠে না। এ ক্ষেত্রে খামারিদের উচিত আমাদের সঙ্গে যোগাযোগ করা। আজ অবগত হলাম। খুব দ্রুত খামারির সঙ্গে যোগাযোগ করব।
মাগুরার শ্রীপুরে ছাগলের খামারে দিনবদল হয়েছে ফিরোজ সর্দার নামে এক যুবকের। শ্রীকোল ইউনিয়নের দোসতিনা গ্রামের বাদশা সর্দারের ছেলে ফিরোজের মাধ্যমিকের গণ্ডি পেরুলেও কলেজে যাওয়ার সুযোগ হয়নি। বিচলিত না হয়ে শুরু করেন তিনি ছাগল পালন। চাকরির পিছে না ছুটে নিজ উদ্যোগে এবং কঠোর পরিশ্রমে আজ তিনি সফল। দূর দুরান্ত থেকে অনেকেই এখন আসছেন তাঁর এই সফলতা দেখতে। অনেকেই উৎসাহিত হয়ে গড়ে তুলছেন ছাগলের খামার।
খামারি ফিরোজ সর্দার বলেন, দুই বছর আগে অল্প পরিসরে ছাগল পালন শুরু করি। যাত্রা শুরু করি ৪টি বকরি দিয়ে। এখন খামারে বড়, মাঝারি এবং ছোট সব মিলে ৩১টি ছাগল রয়েছে। এখনো ৪টি বকরি বাচ্চা দেবে। ছাগলগুলো খামারেই জন্মেছে এবং ছোট বাচ্চা থেকে এখানেই বেড়ে উঠেছে। কয়েকটি ছাগল বিক্রিও করেছি।
ফিরোজ বলেন, সকালে ছাগলগুলো বড় বিলের মাঠে চড়িয়ে দিন শেষে বাড়িতে যাই। নিজস্ব ট্রাক্টরে করে ছাগলগুলো আনা-নেওয়া করি। ছাগলগুলো মাঠে চরাই তাই খরচ অনেকটা কম হয়। সারা দিন প্রায় মাঠেই থাকতে হয়। পাশাপাশি একটি মাছের ঘের করেছি। ছাগল পালন ও মাছ চাষে আমার অনেক শ্রম ও অর্থ ব্যয় হয়। খামারের পরিধি বাড়ানোর ইচ্ছা থাকলেও অর্থনৈতিক কারণে পারছি না। উপজেলা পশু অফিস থেকে এখন পর্যন্ত কোনো পরামর্শ এবং আর্থিক সহায়তা পাইনি। ব্যাংক সহজ শর্তে ঋণ দিলে এবং বিদ্যুতের ব্যবস্থা করা গেলে খামারের পরিধি বাড়ানো সম্ভব।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রসেনজিৎ কুমার মজুমদার বলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসে জনবল সংকটের কারণে অনেক কিছুই দেখা সম্ভব হয়ে ওঠে না। এ ক্ষেত্রে খামারিদের উচিত আমাদের সঙ্গে যোগাযোগ করা। আজ অবগত হলাম। খুব দ্রুত খামারির সঙ্গে যোগাযোগ করব।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪