নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পদ্মা সেতু এখন দৃশ্যমান। নিজেদের সক্ষমতার সবচেয়ে বড় প্রতীক হয়ে ওঠা এই সেতু উদ্বোধন হচ্ছে ২৫ জুন। আর মাত্র কয়েকটা দিন। উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে চলছে হাজারো জল্পনা। আগ্রহের কেন্দ্রে এখন এই সেতু। হবে না কেন। শুরুটা হয়েছিল প্রায় সিকি শতক আগে। আজ থেকে ২৪ বছর আগে ১৯৯৮ সালে এই সেতু নিয়ে কাজ শুরু হয়।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্যমতে, সেতুর প্রথম প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি সার্ভে) হয় ১৯৯৮-৯৯ সালে। ১৯৯৯ সালের মে থেকে ২০০১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রাক-সম্ভাব্যতা যাচাই করা হয়। এর পর ২০০১ সালের ৪ জুলাই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৩-০৫ সালে হয় সম্ভাব্যতা সমীক্ষা। এই সমীক্ষার অর্থায়ন করে জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা। সেতুটি কোথায় হবে, তা নির্ধারণেই চলে যায় ছয় বছর। ২০০৪ সালে পদ্মা নদীর ওপর সেতু নির্মাণের জায়গা ঠিক করা হয়। জাপানের নিপ্পন কোই লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করে মাওয়া-জাজিরা এলাকায় সেতু নির্মাণের প্রস্তাব দেয়। বিস্তারিত নকশা ও প্রকিউরমেন্ট হয় ২০০৯ থেকে ২০১১ সালে। এর মধ্যে সেতুর নকশার ইন্ডিপেনডেন্ট চেকিং হয় ২০১০ সালে।
বিশ্ব ব্যাংকের সঙ্গে সেতুটি নির্মাণে ২০১১ সালের ২৮ এপ্রিল ১২০ কোটি ডলারের ঋণচুক্তি হয়। দুর্নীতির অভিযোগ তুলে ২০১২ সালের ৩০ জুন ঋণচুক্তিটি বাতিল করে বিশ্বব্যাংক। কিন্তু তাতে থামেনি কাজ। নিজেদের সক্ষমতার প্রমাণ দিতেই ২০১৪ সালের ৭ ডিসেম্বর শুরু হয় পদ্মা সেতুর নির্মাণকাজ। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুতে বসে প্রথম স্প্যান। আর ২০২০ সালের ১০ ডিসেম্বর সেতুতে সর্বশেষ স্প্যান বসানো হয়। এভাবে ক্রমে এগিয়ে চলতি বছরের ৪ জুন পদ্মা সেতুতে প্রথম বাতি জ্বলে।
পদ্মা সেতু এখন দৃশ্যমান। নিজেদের সক্ষমতার সবচেয়ে বড় প্রতীক হয়ে ওঠা এই সেতু উদ্বোধন হচ্ছে ২৫ জুন। আর মাত্র কয়েকটা দিন। উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে চলছে হাজারো জল্পনা। আগ্রহের কেন্দ্রে এখন এই সেতু। হবে না কেন। শুরুটা হয়েছিল প্রায় সিকি শতক আগে। আজ থেকে ২৪ বছর আগে ১৯৯৮ সালে এই সেতু নিয়ে কাজ শুরু হয়।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্যমতে, সেতুর প্রথম প্রাক-সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি সার্ভে) হয় ১৯৯৮-৯৯ সালে। ১৯৯৯ সালের মে থেকে ২০০১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রাক-সম্ভাব্যতা যাচাই করা হয়। এর পর ২০০১ সালের ৪ জুলাই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৩-০৫ সালে হয় সম্ভাব্যতা সমীক্ষা। এই সমীক্ষার অর্থায়ন করে জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা জাইকা। সেতুটি কোথায় হবে, তা নির্ধারণেই চলে যায় ছয় বছর। ২০০৪ সালে পদ্মা নদীর ওপর সেতু নির্মাণের জায়গা ঠিক করা হয়। জাপানের নিপ্পন কোই লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করে মাওয়া-জাজিরা এলাকায় সেতু নির্মাণের প্রস্তাব দেয়। বিস্তারিত নকশা ও প্রকিউরমেন্ট হয় ২০০৯ থেকে ২০১১ সালে। এর মধ্যে সেতুর নকশার ইন্ডিপেনডেন্ট চেকিং হয় ২০১০ সালে।
বিশ্ব ব্যাংকের সঙ্গে সেতুটি নির্মাণে ২০১১ সালের ২৮ এপ্রিল ১২০ কোটি ডলারের ঋণচুক্তি হয়। দুর্নীতির অভিযোগ তুলে ২০১২ সালের ৩০ জুন ঋণচুক্তিটি বাতিল করে বিশ্বব্যাংক। কিন্তু তাতে থামেনি কাজ। নিজেদের সক্ষমতার প্রমাণ দিতেই ২০১৪ সালের ৭ ডিসেম্বর শুরু হয় পদ্মা সেতুর নির্মাণকাজ। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর সেতুতে বসে প্রথম স্প্যান। আর ২০২০ সালের ১০ ডিসেম্বর সেতুতে সর্বশেষ স্প্যান বসানো হয়। এভাবে ক্রমে এগিয়ে চলতি বছরের ৪ জুন পদ্মা সেতুতে প্রথম বাতি জ্বলে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪