Ajker Patrika

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা ত্রাণের গাড়ি, রপ্তানি পণ্য

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা ত্রাণের গাড়ি, রপ্তানি পণ্য

ফেনীর বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এতে এই জেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর গতকাল শুক্রবার কোথাও কোথাও প্রায় কোমরপানি ছিল। ফলে আগের দিনের মতো গতকালও মহাসড়কে বন্ধ ছিল যানবাহন চলাচল। চট্টগ্রামগামী লেনে ৪২ কিলোমিটার-জুড়ে বেধে যায় যানজট। যানজটে আটকা পড়ে দেশের বিভিন্ন স্থান থেকে বন্যার্তদের জন্য পাঠানো ত্রাণবাহী গাড়ি ও উদ্ধারসামগ্রী।

জানা গেছে, ফেনীর লালপোল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় আধা কিলোমিটার কোমরপানিতে তলিয়ে গেছে। ফলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে ফেনী ও চট্টগ্রামগামী গাড়িগুলো আটকা পড়ে। ফলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চি এলাকা পর্যন্ত প্রায় ৪২ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়। এ জটে আটকা পড়েছে বন্যার্তদের জন্য ত্রাণবাহী গাড়ি ও উদ্ধারসামগ্রী।

গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে কথা হয় কাভার্ড ভ্যানের চালক এয়াছিন আরাফাতের সঙ্গে। তিনি বলেন, ‘ভোর ৫টায় গাজীপুর থেকে চট্টগ্রাম বন্দরে গার্মেন্টস পণ্য নিয়ে রওনা করি। বিকেল সাড়ে ৫টা হয়ে গেল, এখনো চৌদ্দগ্রামে আছি। অথচ সড়কে সমস্যা না থাকলে বেলা ২টার মধ্যে আমি চট্টগ্রামে পৌঁছে যেতে পারতাম।’ আরেক কাভার্ড ভ্যানের চালক খোরশেদ আলম বলেন, ‘সকাল ৮টায় নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামের উদ্দেশে পণ্য নিয়ে রওনা করি। এখনো চৌদ্দগ্রাম পার হতে পারিনি।’

যানজটে আটকা পড়া স্পিডবোট বহন করা ট্রাকের চালক আবুল কাশেম বলেন, ‘বন্যাদুর্গতদের জন্য এ স্পিডবোট নিয়ে ফেনীর উদ্দেশে রওনা হয়েছি সকাল ৮টায়। যানজট না থাকলে দুপুরের আগেই ফেনী পৌঁছে যেতাম। কিন্তু সন্ধ্যা ৬টা বেজে যাচ্ছে, এখনো চৌদ্দগ্রাম পার হতে পারিনি। কখন পৌঁছাতে পারব, তা-ও জানি না।’

হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত ডিআইজি খায়রুল আলম বলেন, ফেনীর লালপোল এলাকায় মহাসড়কের ওপর দিয়ে তীব্র স্রোত বয়ে যাওয়ার কারণে যান চলাচল বন্ধ রয়েছে। সে কারণে এ যানজট সৃষ্টি হয়েছে। স্রোত কমে গেলে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মসজিদে আমির হামজাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় লাঞ্ছিত বিএনপি নেতা

বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যু, মেট্রোরেল চলাচল বন্ধ

বিমানবন্দর রেলস্টেশনে ট্রেন থেকে আগ্নেয়াস্ত্রভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালাম ভাইয়ের সংসারও সামলাতেন, পরিবারে হাহাকার

ঘুষ হিসেবে পাকা কলা নেওয়ার কথা স্বীকার, দুদকের গণশুনানিতে তাৎক্ষণিক বদলির আদেশ

এলাকার খবর
Loading...