Ajker Patrika

সব কিনেছেন তো

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সব কিনেছেন তো

বেড়াতে যাওয়ার আয়োজন আর ঈদের কেনাকাটা অনেকটা একই রকম। কিনব কিনব করেও কেনা হয় না অনেক কিছু। সেগুলো থেকে যায় একেবারে শেষ মুহূর্তের জন্য। ঈদের শেষদিকে বাজারের ভিড়ে ভুলোমনের মানুষেরা যেমন থাকেন, তেমনি থাকেন লেট-লতিফের দলও।

 শেষ মুহূর্তের কেনাকাটায় বাদ পড়ে মূলত ছোট ছোট জিনিসপত্র। যেমন পোশাক কিনেছেন আগেই। কিন্তু ভালো মানের ম্যাচিং ওড়না পাননি বলে কেনা হয়নি। তারপর হাজারটা কাজের ভিড়ে গেছেন ভুলে। কিংবা পছন্দের রঙের টিপ, গয়না ইত্যাদি। এ ছাড়া বিশেষ কারও জন্য উপহার কেনার কথা এতবার মনে রাখার চেষ্টা করেছেন, কিন্তু মনে থাকেনি সময়মতো বলে কেনাও হয়নি। আবার ঈদের আগে বেশির ভাগ সময় ছেলেদের স্যান্ডেল কিংবা জুতা কেনা বাকি থাকে। তাই তালিকার ওপরের দিকে রাখুন এটি। আবার রান্নাঘরের সব কেনাকাটা হয়ে গেছে। কিন্তু গরম মসলার দু-একটি আইটেম কেনা হয়নি।

 আবার ঈদের আগে মোড়ের দোকান থেকে কিনবেন বলে মিষ্টি, দই কিংবা ফলমূল কেনাই হয়নি। সেগুলোও কিনতে হবে। ঈদের অন্যতম একটি প্রয়োজনীয় জিনিস হলো আতর ও পারফিউম। তাই ঈদের আগে মনে করে কিনে ফেলুন আতর, টুপি, তসবি, জায়নামাজ ইত্যাদি। রাজধানী ঢাকার বিভিন্ন বিপণিবিতানে খুব সহজে সেগুলো কেনা যাবে। তবে ঐতিহ্যগতভাবে টুপি, আতর, জায়নামাজের দোকান বেশি বায়তুল মোকাররম এলাকায়। এ ছাড়া এখন যেহেতু বৈশাখ মাস হুটহাট ঝড়-বৃষ্টি হয়, তাই মনে করে বাসার জন্য কিনে ফেলুন ছাতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত