Ajker Patrika

পুলিশ দেখে ভোঁ-দৌড় ভেজাল গুড় তৈরির কারিগরদের

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১০ মার্চ ২০২২, ১২: ৪৬
পুলিশ দেখে ভোঁ-দৌড়  ভেজাল গুড় তৈরির কারিগরদের

চারঘাট উপজেলায় একটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পুলিশ দেখে ভেজাল গুড় তৈরির কারিগরেরা পালিয়েছেন ভোঁ-দৌড়ে। তাই পুলিশ কাউকে ধরতে পারেনি। তবে কারখানাটি থেকে বেশকিছু ভেজাল গুড় জব্দ করা হয়েছে। এ নিয়ে থানায় মামলাও হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা ডিবি পুলিশের সদস্যরা চারঘাটের বাসুদেবপুর গ্রামে এ অভিযান চালান। জেলা ডিবি পুলিশের পরিদর্শক খাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই গ্রামে ভেজাল গুড়ের কারখানা গড়ে তুলেছিলেন গোপেশ প্রামাণিক, নিষিত মণ্ডল ও সনত মণ্ডল ওরফে খেড়ুসহ সাত-আটজন। তাঁরা চিনি, চুন হাইড্রোজ, ফিটকিরি, ডালডাসহ বিভিন্ন উপাদান মিশিয়ে ভেজাল গুড় তৈরি করে দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করতেন।

খবর পেয়ে এ অভিযান চালানো হয়। এ সময় ভেজাল গুড় তৈরির কারিগরেরা পালিয়ে যান। তবে সেখান থেকে ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এ নিয়ে গোপেশ প্রামাণিক, নিষিত মণ্ডল ও সনত মণ্ডল ওরফে খেড়ুসহ অজ্ঞাত সাত-আটজনের বিরুদ্ধে চারঘাট থানায় একটি মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত