Ajker Patrika

গৃহস্থালির স্টলে ভিড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ০৯: ৪২
গৃহস্থালির স্টলে ভিড়

পূর্বাচলে চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গৃহস্থালি পণ্যের স্টলে ব্যাপক লোকের ভিড় দেখা গেছে। ক্রেতারা বিভিন্ন স্টল ঘুরে মান ও দাম যাচাই করে এসব পণ্য কিনছেন। আর বিক্রেতারাও পণ্যে মূল্যছাড় দিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। ফলে গৃহস্থালি পণ্যের বেচাকেনাও বেড়ে গেছে।

মেলা ঘুরে দেখা যায়, গতকাল সকালের দিকে ক্রেতার সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বেড়ে যায়। স্টলের বিক্রয়কর্মীরা জানিয়েছেন, গৃহস্থালি পণ্যের মধ্যে ম্যাট, প্লাস্টিকের বাটি, হাঁড়ি, পাতিল, বয়াম, বাটি, থালাবাসন, কড়াই, গ্লাস, মসলা রাখার পাত্র, ব্লেন্ডার প্রভৃতির ব্যাপক চাহিদা রয়েছে। দাম অন্যান্য বাজারের চেয়ে তুলনামূলক কম হওয়ায় ক্রেতারা বেশি বেশি এসব পণ্য কিনছেন।

রাজধানীর মুগদা থেকে পরিবার নিয়ে মেলায় কেনাকাটা করতে এসেছেন শরিফুল ইসলাম মানিক। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পছন্দের পণ্য কিনতে মেলায় আসলাম। মেলায় ছাড়ে একটি বাটিসেট, একটি স্টিলের কড়াই, দুটো মাঝারি আকারের পাতিল কিনতে ১ হাজার ৭০০ টাকা লেগেছে। তবে মেলা দূরে হওয়ায় এসব পণ্য বহন করা কষ্টকর হয়ে উঠেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত