Ajker Patrika

বাংলাদেশকে সহযোগী দেশ মনে হচ্ছে

আমিনুল ইসলাম বুলবুল
আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১১: ০৫
বাংলাদেশকে সহযোগী দেশ মনে হচ্ছে

দক্ষিণ আফ্রিকার সামনে গতকাল মনে হয়েছে আমরা একটা সহযোগী দেশ। কোনো বিভাগেই মনে হয়নি একটা পূর্ণ সদস্য দেশ। ব্যাটিং দেখে মনে হয়েছে দুটো করে চার মারার জন্য মাঠে নেমেছি। লিটন দাসের ইনিংসটা ছিল কোনোভাবে ২০ ওভার খেলার মতো একটা ইনিংস।

আমাদের দুই ওপেনার একটা দুইটা চার-ছয় মারার পর আউট হয়ে যায়। ধারাবাহিকতার যে ব্যাপার, বড় ইনিংস খেলার যে মানসিকতা, এটা দারুণভাবে অনুপস্থিত। ২০০ রান তাড়া করার কোনো পরিকল্পনা চোখে পড়েনি। বোলিংয়ে অধিনায়ক সাকিব আল হাসান নিজেকে যেভাবে লুকিয়ে রেখেছে, দৃষ্টিকটু লেগেছে। ১৫ বছরের বেশি সময় খেলার পর বাঁহাতি ব্যাটারকে বোলিং করতে যদি অসুবিধা হয়, বোলিং করতে না চায় কিংবা ১০ ওভারের পর আক্রমণে আসে! একটা দলে যদি পাঁচ বাঁহাতি ব্যাটার থাকে, তাহলে কি সে বোলিং করবে না? এটা নিশ্চিতভাবেই ভুল সিদ্ধান্ত। নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ওভারে তাহলে কেন আক্রমণে এল? বোলার যখন অধিনায়ক হয় এই একটাই সমস্যা, নিজের মতো বোলিং করে। এখন পর্যন্ত দুটি ম্যাচে সাকিবকে খুবই অর্ডিনারি মনে হয়েছে।

আমার মনে হয় এখানে কোচ বা দলের সঙ্গে যারা আছে, অধিনায়কের সঙ্গে কথা বলা প্রয়োজন। এ ধরনের পরিস্থিতিতে কখন-কাকে বোলিং করতে হবে। এটা তো একটা জাতীয় দল, দলের স্বার্থ সবকিছুর ঊর্ধ্বে। ১ ওভারে ২০ রান দেওয়া মানে সাকিব আল হাসান বাজে বোলার নয়। সাকিবকে আরও অনেক আগে আক্রমণে আসা উচিত ছিল।

হাসান মাহমুদ বাদে কারও মধ্যে ভালো করার আপ্রাণ চেষ্টা ছিল না। মোস্তাফিজুর রহমান কিছু বৈচিত্র্য আনার চেষ্টা করেছে।

কিন্তু দল হিসেবে সব দিক দিয়ে আমরা একেবারেই অর্ডিনারি ছিলাম। একটা ওভারেও মনে হয়নি আমরা ম্যাচে আছি কিংবা ম্যাচটা জিততে পারি। শান্ত-সৌম্যকে দেখুন, এটা তো ২ ওভারের খেলা না, ২০ ওভারের খেলা। এই খেলায় যদি এই মানসিকতা থাকে, তাহলে ৫০ ওভারের ক্রিকেটে তাদের থেকে কীই-বা আশা করতে পারি? আবার সব সংস্করণে এদের খেলাই আমরা। আমার কাছে এই টুর্নামেন্টে বাংলাদেশকে একটা সহযোগী দেশের মতোই মনে হচ্ছে।

আমরা ব্যর্থতার বৃত্তে আছি, টি-টোয়েন্টিতে পরিপূর্ণ দল না, এটার প্রমাণ দিয়েই চলেছি। নেদারল্যান্ডসের বিপক্ষে জয়টা আমার কাছে মনে হয়েছে অতি তুষ্টের মতো একটা ব্যাপার। সামনের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের জেতা সম্ভব। কিন্তু তারাও কিছু কিছু জায়গায় অনেক শক্তিশালী। ব্রিসবেন নিরপেক্ষ ভেন্যু, তাদের পেস বোলাররাও ভালো মানের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত