Ajker Patrika

টিসিবির পণ্যে স্বস্তির নিশ্বাস

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২১ মার্চ ২০২২, ০৯: ৩৪
টিসিবির পণ্যে স্বস্তির নিশ্বাস

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন মানুষের নাভিশ্বাস উঠেছে ঠিক সেই তখন একটু হলেও স্বস্তি নিয়ে এল ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এই সরকারি সংস্থাটি স্বল্পমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে নিম্নবিত্তদের মধ্যে। আর ওই পণ্য কিনতে পেরে খুশি তাঁরা। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও স্বস্তির নিশ্বাস ফেলছেন তাঁরা। গতকাল রোববার জেলার ১৩টি উপজেলার ৪৪টি স্থানে ও সিটি করপোরেশনের ১৮টি ওয়ার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিভাগের ৪ লাখ ৬১ হাজার ৫২১টি পরিবার টিসিবির পণ্য কিনতে পারবেন। প্রতিনিধিদের পাঠানো খবর:

সিলেট: নগরের মির্জাজাঙ্গাল এলাকায় বেলা ১১টায় গিয়ে দেখা গেছে, টিসিবির পণ্য কিনতে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে মানুষ। এই সময় কার্যক্রম পরিদর্শন করতে এবং উপকারভোগীদের সঙ্গে কথা বলতে সেখানে আসেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনছুরুল আলম ও জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

ওই এলাকার টিসিবির ট্রাকের সামনে সকাল সাড়ে ৯টা থেকে লাইনে দাঁড়িয়ে থাকা জামিলা খাতুন বলেন, ‘আমরা যা রোজগার করি তা দিয়ে সংসার চালানোই কষ্টসাধ্য, তার মধ্যে জিনিসপত্রের দাম এখন বাড়তি। জিনিসপত্রের দাম বাড়তি থাকলেও আমাদের কাজের দর খুবই কম। কম দামে পণ্য পেয়ে অনেকটা ভালোই লাগছে।’

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনছুরুল আলম বলেন, ‘উপকারভোগীদের তালিকা পুরো নিষ্ঠার সঙ্গে একটি ডাটাবেজে আনতে পারলে আমরা বিতরণ কার্যক্রম আরও সুন্দরভাবে করতে পারব। এতে করে দ্বিতীয়বার অন্য কারও নেওয়ার কোনো সুযোগ থাকবে না।’

সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘আপনারা ইতিমধ্যে জেনেছেন, সারা দেশেই প্রায় ১ কোটি পরিবারকে সুলভ মূল্যে এসব পণ্য দেওয়া হবে। সিলেট বিভাগে ৪ লাখ ৬১ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড দিয়েছি। প্রায় ৪০টা উপজেলা আমাদের এই কার্যক্রম চালু আছে। আমাদের ২১১ জন ডিলারের মাধ্যমে এই কার্যক্রম চলমান থাকবে।’

সিলেটে উপকারভোগীদের জন্য পর্যাপ্ত পণ্য এসেছে জানিয়ে জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, ‘প্রতিটি উপজেলায় এবং সিটি করপোরেশন এলাকায় টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে। আমরা আশা করি আমাদের প্রথম পর্যায়ের পণ্য বিতরণ কার্যক্রমটি সুষ্ঠুভাবেই সম্পন্ন করতে পারবে।’

বিশ্বনাথ: বিশ্বনাথ উপজেলার ৮ ইউনিয়নে ৬ হাজার ৩০৯ পরিবার ও পৌরসভায় ১ হাজার পরিবার ফ্যামিলি কার্ডে পাচ্ছেন টিসিবির পণ্য কেনার সুবিধা। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুসরাত জাহান।

জৈন্তাপুর: জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের রাজবাড়ী ফুটবল মাঠে সকালে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও আল বশিরুল ইসলাম, নিজপাট ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াহিয়া, টিসিবি ডিলার মোক্তার হোসেন।

গোলাপগঞ্জ: গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিতরণ কার্যক্রমে ইউপি চেয়ারম্যান তমজ্জুল আলির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. গোলাম কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিরা বেগম শিলা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত