Ajker Patrika

নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৩: ১০
নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে এবারের সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা সার্কিট হাউস সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার আয়োজন করেন উপজেলা সমবায় বিভাগ।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ।

চাঁদপুরের ফরিদগঞ্জে সমবায় বিভাগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিউলী হরি।

সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় আন্দোলনকে দেশের উন্নয়নের অন্যতম পদ্ধতি হিসেবে বিবেচনা করেছিলেন। দেশের কৃষিসহ অন্যান্য উৎপাদনে বিনিয়োগ, উৎপাদিত পণ্যের বিপণন ও ন্যায্য মূল্য প্রাপ্তি, নারীর ক্ষমতায়নে সমবায় খুবই কার্যকরী একটি পদ্ধতি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নত দেশ গঠনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সমবায় আন্দোলনকে বেগবান করতে হবে বলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিলেটে পাথর লুটে জড়িত দুই দলের ৩৫ নেতা

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত