ইলিয়াস আহমেদ, ময়মনসিংহ
ময়মনসিংহের সড়কে চলাচলকারী ৮০ ভাগ যানবাহনই ফিটনেসবিহীন। করোনাভাইরাসের দোহাই দিয়ে এসব যানবাহন সড়কে দাপিয়ে বেড়াচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন নাগরিক নেতারা। ফিটনেসবিহীন এসব যানবাহনের সংখ্যা কমিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
বিআরটিএ সূত্রে জানা যায়, জেলায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃক নিবন্ধনকৃত যানবাহনের সংখ্যা আট হাজার ১৩৬টি। এর মধ্যে ২০২০-২১ অর্থবছরে রাজস্ব জমা দিয়ে এক হাজার ৬৭৪টি যানবাহনের ফিটনেস সার্টিফিকেট নিয়েছেন মালিকেরা।
বর্তমানে ফিটনেসবিহীন ছয় হাজার ৫০২টি যানবাহন চলাচল করছে। এই হিসেবে ময়মনসিংহে ৭৯ দশমিক ৯২ ভাগ যানবাহন ফিটনেসবিহীন চলাচল করছে। এতে মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। পাশাপাশি সড়কে বাড়ছে দুর্ঘটনা।
ময়মনসিংহ বিআরটিএর সহকারী পরিচালক সৈয়দ মেজবাহ উদ্দিন জানান, বিগত অর্থবছরে ফিটনেস সার্টিফিকেটসহ অন্যান্য সেবা বাবদ ৭ কোটি ৯১ লাখ ৭ হাজার ৩৪৪ টাকা রাজস্ব আয় হয়েছে। চলতি বছর ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা কমানো গেলে রাজস্ব আরও বাড়বে। এ বিষয়ে যানবাহন মালিকদের বারবার তাগিদ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
জেলা হালকা মোটরযান পরিবহন শ্রমিক শাখার সহসভাপতি আসাদুল ইসলাম বলেন, করোনার কারণে সারা বছর ভাড়া নেই। এর মধ্যে সরকার এক হাজার ৫০০ সিসি গাড়ির আয়কর ১০ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করেছে। অনেকে আর্থিক সংকটে থাকায় ফিটনেস করাতে পারছে না। যারা ফিটনেস করাননি তাঁরা আতঙ্কে রয়েছেন। প্রশাসনের হাতে পড়লেই ১০ হাজার টাকা জরিমানা গুনতে হয়।
নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসকা) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না বলেন, বিআরটিএ, প্রশাসন ও পরিবহন নেতাদের যোগসাজশে এসব গাড়ি রাস্তায় চলছে। পাশাপাশি রয়েছে অনেক অদক্ষ চালক। ফলে অহরহ দুর্ঘটনা ঘটছে।
ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন বলেন, করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবহন খাত। এখনো এই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হয়নি। এ কারণে অনেক মালিক রাজস্ব জমা দিয়ে ফিটনেস সার্টিফিকেট নিতে পারছে না। তবে ফিটনেসবিহীন যানবাহন কমাতে মালিকদের তাগিদ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এ ব্যাপারে ময়মনসিংহে ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক (প্রশাসক) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, মানবিক দিক বিবেচনায় যানবাহনের ফিটনেসসহ অন্যান্য কাগজপত্র তল্লাশি করা হচ্ছে না। তবে বিআরটিএ কর্তৃপক্ষ যদি ফিটনেসবিহীন যানবাহনের তালিকা দেয়, তাহলে তালিকা অনুযায়ী সড়কে তল্লাশি করা হবে। ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
দুর্ঘটনার কারণ হিসেবে ফিটনেসবিহীন গাড়ি ও অপেশাদার চালকদের দায়ী করে জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, ‘নতুন আইন বাস্তবায়নের ফলে যানবাহনের ফিটনেস করাতে কিছুটা ধীর গতি হচ্ছে। তবে এসব অচিরেই ঠিক হয়ে যাবে।’
এ বিষয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. এনামুল হক বলেন, ‘সরকারের রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।’ ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ময়মনসিংহের সড়কে চলাচলকারী ৮০ ভাগ যানবাহনই ফিটনেসবিহীন। করোনাভাইরাসের দোহাই দিয়ে এসব যানবাহন সড়কে দাপিয়ে বেড়াচ্ছে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন নাগরিক নেতারা। ফিটনেসবিহীন এসব যানবাহনের সংখ্যা কমিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
বিআরটিএ সূত্রে জানা যায়, জেলায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃক নিবন্ধনকৃত যানবাহনের সংখ্যা আট হাজার ১৩৬টি। এর মধ্যে ২০২০-২১ অর্থবছরে রাজস্ব জমা দিয়ে এক হাজার ৬৭৪টি যানবাহনের ফিটনেস সার্টিফিকেট নিয়েছেন মালিকেরা।
বর্তমানে ফিটনেসবিহীন ছয় হাজার ৫০২টি যানবাহন চলাচল করছে। এই হিসেবে ময়মনসিংহে ৭৯ দশমিক ৯২ ভাগ যানবাহন ফিটনেসবিহীন চলাচল করছে। এতে মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। পাশাপাশি সড়কে বাড়ছে দুর্ঘটনা।
ময়মনসিংহ বিআরটিএর সহকারী পরিচালক সৈয়দ মেজবাহ উদ্দিন জানান, বিগত অর্থবছরে ফিটনেস সার্টিফিকেটসহ অন্যান্য সেবা বাবদ ৭ কোটি ৯১ লাখ ৭ হাজার ৩৪৪ টাকা রাজস্ব আয় হয়েছে। চলতি বছর ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা কমানো গেলে রাজস্ব আরও বাড়বে। এ বিষয়ে যানবাহন মালিকদের বারবার তাগিদ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
জেলা হালকা মোটরযান পরিবহন শ্রমিক শাখার সহসভাপতি আসাদুল ইসলাম বলেন, করোনার কারণে সারা বছর ভাড়া নেই। এর মধ্যে সরকার এক হাজার ৫০০ সিসি গাড়ির আয়কর ১০ হাজার টাকা বাড়িয়ে ২৫ হাজার টাকা করেছে। অনেকে আর্থিক সংকটে থাকায় ফিটনেস করাতে পারছে না। যারা ফিটনেস করাননি তাঁরা আতঙ্কে রয়েছেন। প্রশাসনের হাতে পড়লেই ১০ হাজার টাকা জরিমানা গুনতে হয়।
নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসকা) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুল কাদের চৌধুরী মুন্না বলেন, বিআরটিএ, প্রশাসন ও পরিবহন নেতাদের যোগসাজশে এসব গাড়ি রাস্তায় চলছে। পাশাপাশি রয়েছে অনেক অদক্ষ চালক। ফলে অহরহ দুর্ঘটনা ঘটছে।
ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন বলেন, করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবহন খাত। এখনো এই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হয়নি। এ কারণে অনেক মালিক রাজস্ব জমা দিয়ে ফিটনেস সার্টিফিকেট নিতে পারছে না। তবে ফিটনেসবিহীন যানবাহন কমাতে মালিকদের তাগিদ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এ ব্যাপারে ময়মনসিংহে ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক (প্রশাসক) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, মানবিক দিক বিবেচনায় যানবাহনের ফিটনেসসহ অন্যান্য কাগজপত্র তল্লাশি করা হচ্ছে না। তবে বিআরটিএ কর্তৃপক্ষ যদি ফিটনেসবিহীন যানবাহনের তালিকা দেয়, তাহলে তালিকা অনুযায়ী সড়কে তল্লাশি করা হবে। ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
দুর্ঘটনার কারণ হিসেবে ফিটনেসবিহীন গাড়ি ও অপেশাদার চালকদের দায়ী করে জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, ‘নতুন আইন বাস্তবায়নের ফলে যানবাহনের ফিটনেস করাতে কিছুটা ধীর গতি হচ্ছে। তবে এসব অচিরেই ঠিক হয়ে যাবে।’
এ বিষয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক মো. এনামুল হক বলেন, ‘সরকারের রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।’ ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪