Ajker Patrika

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টিফা সই

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৪: ৫৬
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টিফা সই

বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাণিজ্য ও বিনিয়োগ ফ্রেমওয়ার্ক চুক্তি (টিফা) সই করেছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। এ চুক্তির মধ্য দিয়ে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় প্রাতিষ্ঠানিক অর্থনৈতিক কাঠামোয় যুক্ত হলো দুই দেশ। গতকাল বুধবার এক ভার্চুয়াল অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং অস্ট্রেলিয়ার বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগমন্ত্রী ড্যান তেহান এ চুক্তিতে সই করেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ নিয়ে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ চুক্তি দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ উন্মোচনে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। টিফার অধীনে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। যাতে দুই দেশের সংশ্লিষ্ট সেক্টর ও সাব-সেক্টরের যথাযথ প্রতিনিধিত্ব থাকবে এবং বাণিজ্য ও বিনিয়োগের পূর্ণ সম্ভাবনা অর্জন করার জন্য আলোচনা এগিয়ে নিতে মুখ্য ভূমিকা রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা আশা করব এই ফ্রেমওয়ার্ক বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ-পরবর্তী সময়ে শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা ধরে রাখা, বাণিজ্য উদারীকরণ এবং বাণিজ্য ও বিনিয়োগের প্রবাহ বৃদ্ধির অনুকূল পরিবেশ সৃষ্টিসহ সব প্রাসঙ্গিক বিষয় নিয়ে কাজ করবে। এ সময় বাণিজ্যমন্ত্রী অস্ট্রেলিয়ার বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগমন্ত্রী ড্যান তেহানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করে অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী জানান, তিনি উপযুক্ত বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধিদল নিয়ে আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশে আসবেন। চুক্তি নিয়ে তিনি বলেন, অস্ট্রেলিয়ার বর্তমান সরকার বাংলাদেশের সঙ্গে বাণিজ্য এবং বিনিয়োগ প্রসার এবং তা অধিকতর গতিশীল করতে কাজ করে যাচ্ছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ ধরনের অর্থনৈতিক কাঠামোর মধ্য দিয়ে আমরা আমাদের উভয় দেশে কর্মসংস্থান ও বাণিজ্যের সুযোগ সৃষ্টিতে আরও অবদান রাখতে পারব। বাংলাদেশের ক্রমবর্ধমান শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ এবং জ্বালানি চাহিদা পূরণে অস্ট্রেলিয়ার সহযোগিতা করার সুযোগ রয়েছে। তিনি অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার বহাল রাখার বিষয়ে আশ্বাস দেন।

উল্লেখ্য, বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য গত দশকে প্রায় ছয় গুণ বেড়েছে। গত বছরে দুই দেশের মধ্যে ২৬০ কোটি অস্ট্রেলিয়ান ডলারের বাণিজ্য হয়েছে। আইনগত বাধ্যবাধকতা না থাকলেও গতকাল সই হওয়া টিফা উভয় দেশ থেকে নতুন পণ্যের বাণিজ্যিক ক্ষেত্র সৃষ্টি এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সহজ করতে সহায়তা করবে। টিফার আওতায় অস্ট্রেলিয়া যৌথ ওয়ার্কিং গ্রুপের উদ্বোধনী সভা ২০২২ সালের শুরুতে আয়োজনের প্রস্তাব করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত