Ajker Patrika

প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে হুঁশিয়ারি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৩: ২১
প্রার্থীদের আচরণবিধি মেনে চলতে হুঁশিয়ারি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী। আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনগত ও দলীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।

গত শনিবার শিবচর পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম পৌর মিলনায়তনে আসন্ন চতুর্থ দফা ইউপি নির্বাচন বিষয়ে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী।

উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, ফাহিমা আক্তার প্রমুখ।

চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী বলেন, ‘ভোট ও ভাতের অধিকারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগ্রাম করেছেন। সেই অধিকার রক্ষায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যাঁকে পছন্দ করবে, তাঁকেই ভোট দেবে। আগামী ইউপি নির্বাচনে জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগের কোনো নেতা কোনো প্রার্থীকে সমর্থন করতে পারবেন না। আর প্রার্থীরাও নেতাদের সমর্থন পাওয়ার চেষ্টা করবেন না।’

চিফ হুইপ বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগ থেকে যে সকল প্রার্থীদের সমর্থন দেওয়া হয়েছে, পরবর্তীতে তাঁরা যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন, পাশের এলাকার লোকজন এনে প্রভাবিত করার চেষ্টা করেন বা অন্য কোনো পথ বেছে নেন, তাহলে আবারও সভা করে তাদের সমর্থন প্রত্যাহার করা হবে। আমরা দল থেকে সমর্থন দিতেও পারি, আবার প্রত্যাহারও করতে পারি। কেউ আচরণবিধি ভঙ্গ করলে, কেউ গ্রেপ্তার হলে আওয়ামী লীগ দায় নেবে না। এ ক্ষেত্রে আওয়ামী লীগ দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত