Ajker Patrika

ধোবাউড়ায় প্লাবিত ৩০ গ্রাম

কামরুল হাসান, ধোবাউড়া
আপডেট : ১৯ জুন ২০২২, ১৩: ৪১
Thumbnail image

অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে ধোবাউড়া উপজেলায় বন্যা শুরু হয়েছে। উপজেলার ৭টি ইউনিয়নের অন্তত ৩০ গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী রয়েছেন লক্ষাধিক মানুষ। কয়েকটি গ্রামে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শুকনো খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

জানা গেছে, গত শুক্রবার দুপুরে উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের ভালুকাপাড়া ও দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ঘাগড়ারপার এলাকায় নির্মাণাধীন বেড়িবাঁধ ও নেতাই নদীর পাড় ভেঙে গ্রামগুলোতে পানি ঢোকে।

দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের সোহাগীপাড়া ও চারুয়াপাড়া গ্রামসহ আরও ৫-৬টি গ্রামের কিছু অংশ, ঘোষগাঁও ইউনিয়নের ভালুকাপাড়া, জরিপাপাড়া, গলাভাঙা ও বালিগাঁও গ্রামের কিছু অংশ, বাঘবেড় ইউনিয়নের মেকিয়ারকান্দা, ডোমঘাটা ও শালকোনা গ্রামের কিছু অংশ বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

ঘোষগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন ওর রশিদ বলেন, ‘নেতাই নদীর বাঁধ ভেঙে আমাদের ইউনিয়নের প্রায় পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কিছু ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।’

পানিবন্দী রয়েছে সদর ইউনিয়নের দর্শা, ধাইরপাড়া, বলরামপুর, গুজিরকান্দি, বাঘড়া ও পঞ্চনন্দপুর গ্রাম। এ ছাড়া পুড়াকান্দুলিয়া ইউনিয়নের দুধনই, কাশিনাথপুর, চন্ডারচর, বতিহালা, কালিনগর, গুপিনপুর, ধলায়াকান্দা, হরিন্দরা, আঙ্গুরাকান্দা, রায়কান্দুলিয়া, বহরভিটা, পূর্ব বতিহালা, রাউতি, বেতগাছিয়া, চরেরভিটাসহ প্রায় ২০ গ্রাম।

পুর্ববতিহালা গ্রামের আব্দুল হামিদ ও ওমর আলী বলেন, আমাদের সবার ঘরে পানি, রান্না করে খেতে পারছি না। এখন পর্যন্ত প্রশাসনের কোনো লোক ত্রাণসহায়তা করতে আসেনি।

কালিনগর গ্রামের রহমত আলী বলেন, ‘বাড়িতে পানি উঠে আমার ঘর ভেঙে গেছে। এত পানি হবে বুঝতে পারিনি। কোনো মতে নৌকা দিয়ে পরিবার নিয়ে বেঁচে আছি।’

পুড়াকান্দুলিয়া ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু বলেন, ‘এই ইউনিয়ন নিচু এলাকা হওয়ায় বন্যার পানিতে সব গ্রাম প্লাবিত হয়। এখনো পুরোপুরি পানিবন্দী ২০টির মতো গ্রাম। কয়েকটি এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বাকিগুলোতে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।’

ইউএনও ফৌজিয়া নাজনীন বলেন, পানিবন্দীদের জন্য স্থানীয়ভাবে শুকনো খাবার সহায়তা করা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে পানিবন্দী ১ হাজার পরিবারকে ত্রাণসহায়তা দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত