নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘বাংলাদেশ ও ত্রিপুরা ভৌগোলিক ও রাজনৈতিক কারণে ভিন্ন ভিন্ন অবস্থানে থাকলেও এই দুই অঞ্চলের জনগণের জীবনাচরণ, সংস্কৃতি, ভাষা, কৃষি, দুঃখ, বেদনার গল্প একই। কাঁটাতারের বেড়া দিয়ে এই দুই অঞ্চলের মানুষকে আলাদা করা সম্ভব না।’
রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব আয়োজিত ‘মহান মুক্তিযুদ্ধে ত্রিপুরা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন বক্তারা। সভায় আগরতলা প্রেসক্লাবের ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক হারুন হাবীব বলেন, ‘ত্রিপুরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের তীর্থস্থান। এই রাজ্যের সর্বস্তরের মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতার জন্য অবদান রেখেছেন।’
সভায় আগরতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রমাকান্ত দে বলেন, ‘ত্রিপুরার সাথে বাংলাদেশের আত্মার সম্পর্ক। আজ বাংলাদেশ ও ত্রিপুরার মানুষ রাজনৈতিক কারণে একে অপরের থেকে বিচ্ছিন্ন, বিদেশি বলে চিহ্নিত। কিন্তু নদীর জল মাঝখানে কাটলে যেমন আলাদা হয় না, তেমনি উভয় প্রান্তের মানুষকে কাঁটাতার দিয়ে আলাদা করা সম্ভব নয়।’
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে ত্রিপুরার সর্বস্তরের মানুষ এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃজন যে সহায়ক ভূমিকা পালন করেছিলেন, তার গভীরতা এখনো আমাদের জানা হয়ে ওঠেনি।’
আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য বলেন, ‘রামগড়ে মুক্তিযুদ্ধের ট্রেনিং গ্রহণের ব্যাপারে যাঁরা উদ্বুদ্ধ করেছিলেন, তাঁদের অন্যতম ছিলেন হেমদা রঞ্জন ত্রিপুরা। অম্পিনগরে দুই মাস গেরিলা প্রশিক্ষণ শেষে তাঁকে ৪০ জনের একটি বাহিনীর অধিনায়ক করে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে পাঠানো হয়। সেখানে তিনি অসংখ্য পাকিস্তানি বাহিনীর ঘাঁটিতে গেরিলা আক্রমণ করেন।’
বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে ত্রিপুরার সর্বস্তরের মানুষ পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে অবদান রেখেছিলেন বলে জানান জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।
‘বাংলাদেশ ও ত্রিপুরা ভৌগোলিক ও রাজনৈতিক কারণে ভিন্ন ভিন্ন অবস্থানে থাকলেও এই দুই অঞ্চলের জনগণের জীবনাচরণ, সংস্কৃতি, ভাষা, কৃষি, দুঃখ, বেদনার গল্প একই। কাঁটাতারের বেড়া দিয়ে এই দুই অঞ্চলের মানুষকে আলাদা করা সম্ভব না।’
রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাব আয়োজিত ‘মহান মুক্তিযুদ্ধে ত্রিপুরা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন বক্তারা। সভায় আগরতলা প্রেসক্লাবের ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক হারুন হাবীব বলেন, ‘ত্রিপুরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের তীর্থস্থান। এই রাজ্যের সর্বস্তরের মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাংলাদেশের স্বাধীনতার জন্য অবদান রেখেছেন।’
সভায় আগরতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রমাকান্ত দে বলেন, ‘ত্রিপুরার সাথে বাংলাদেশের আত্মার সম্পর্ক। আজ বাংলাদেশ ও ত্রিপুরার মানুষ রাজনৈতিক কারণে একে অপরের থেকে বিচ্ছিন্ন, বিদেশি বলে চিহ্নিত। কিন্তু নদীর জল মাঝখানে কাটলে যেমন আলাদা হয় না, তেমনি উভয় প্রান্তের মানুষকে কাঁটাতার দিয়ে আলাদা করা সম্ভব নয়।’
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে ত্রিপুরার সর্বস্তরের মানুষ এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃজন যে সহায়ক ভূমিকা পালন করেছিলেন, তার গভীরতা এখনো আমাদের জানা হয়ে ওঠেনি।’
আগরতলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য বলেন, ‘রামগড়ে মুক্তিযুদ্ধের ট্রেনিং গ্রহণের ব্যাপারে যাঁরা উদ্বুদ্ধ করেছিলেন, তাঁদের অন্যতম ছিলেন হেমদা রঞ্জন ত্রিপুরা। অম্পিনগরে দুই মাস গেরিলা প্রশিক্ষণ শেষে তাঁকে ৪০ জনের একটি বাহিনীর অধিনায়ক করে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে পাঠানো হয়। সেখানে তিনি অসংখ্য পাকিস্তানি বাহিনীর ঘাঁটিতে গেরিলা আক্রমণ করেন।’
বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে ত্রিপুরার সর্বস্তরের মানুষ পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে অবদান রেখেছিলেন বলে জানান জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪