রয়টার্স, ওয়াশিংটন
ইরানের ওপর আরোপ করা কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান আলোচনা একটি চুক্তিতে পৌঁছাতে এ ছাড় সহায়তা করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বিবৃতিতে বলা হয়, ইরানের সঙ্গে চলমান আলোচনা শেষ মুহূর্তে যাতে ভেস্তে না যায়, সেই পরিকল্পনা থেকেই কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত আলোচনায় কৌশলগতভাবে সহায়তা করবে।
নিষেধাজ্ঞায় ছাড়ের ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইরান। গতকাল দেশটির পররাষ্ট্রমন্ত্রী এক টুইটে লিখেন, এটা শুভ লক্ষণ। তবে এটাই যথেষ্ট নয়।
ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের পরিচালক রায়ান কস্টেলো বলেন, ‘যুক্তরাষ্ট্রের কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের মধ্যে চলমান আলোচনা একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, তা বলা যাবে না। তবে, হ্যাঁ—এটা আলোচনা এগিয়ে নেওয়ার জন্য সহায়ক হবে। এ ঘোষণার পর ইরানি কর্মকর্তাদের মন কিছুটা হলেও নরম হবে।’
ইরানের পরমাণু কার্যক্রম নজরদারি করার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ২০১৫ সালে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) সই করে তেহরান। ইরান থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। কিন্তু ২০১৮ সালে চুক্তি থেকে একতরফা বেরিয়ে আসে ট্রাম্প প্রশাসন। বাইডেন ক্ষমতায় এলে তা পুনরায় শুরুর চেষ্টা চলছে। এ উদ্দেশ্যে গত ভিয়েনায় আট দফা আলোচনা হয়েছে। চলমান আলোচনায় চুক্তিটি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইরানের ওপর আরোপ করা কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান আলোচনা একটি চুক্তিতে পৌঁছাতে এ ছাড় সহায়তা করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বিবৃতিতে বলা হয়, ইরানের সঙ্গে চলমান আলোচনা শেষ মুহূর্তে যাতে ভেস্তে না যায়, সেই পরিকল্পনা থেকেই কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত আলোচনায় কৌশলগতভাবে সহায়তা করবে।
নিষেধাজ্ঞায় ছাড়ের ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইরান। গতকাল দেশটির পররাষ্ট্রমন্ত্রী এক টুইটে লিখেন, এটা শুভ লক্ষণ। তবে এটাই যথেষ্ট নয়।
ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের পরিচালক রায়ান কস্টেলো বলেন, ‘যুক্তরাষ্ট্রের কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের মধ্যে চলমান আলোচনা একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, তা বলা যাবে না। তবে, হ্যাঁ—এটা আলোচনা এগিয়ে নেওয়ার জন্য সহায়ক হবে। এ ঘোষণার পর ইরানি কর্মকর্তাদের মন কিছুটা হলেও নরম হবে।’
ইরানের পরমাণু কার্যক্রম নজরদারি করার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ২০১৫ সালে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) সই করে তেহরান। ইরান থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। কিন্তু ২০১৮ সালে চুক্তি থেকে একতরফা বেরিয়ে আসে ট্রাম্প প্রশাসন। বাইডেন ক্ষমতায় এলে তা পুনরায় শুরুর চেষ্টা চলছে। এ উদ্দেশ্যে গত ভিয়েনায় আট দফা আলোচনা হয়েছে। চলমান আলোচনায় চুক্তিটি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫