Ajker Patrika

ইরানের নিষেধাজ্ঞায় ছাড় যুক্তরাষ্ট্রের, চুক্তির সম্ভাবনা

রয়টার্স, ওয়াশিংটন
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ৫৭
ইরানের নিষেধাজ্ঞায় ছাড় যুক্তরাষ্ট্রের, চুক্তির সম্ভাবনা

ইরানের ওপর আরোপ করা কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান আলোচনা একটি চুক্তিতে পৌঁছাতে এ ছাড় সহায়তা করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

বিবৃতিতে বলা হয়, ইরানের সঙ্গে চলমান আলোচনা শেষ মুহূর্তে যাতে ভেস্তে না যায়, সেই পরিকল্পনা থেকেই কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত আলোচনায় কৌশলগতভাবে সহায়তা করবে।

নিষেধাজ্ঞায় ছাড়ের ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইরান। গতকাল দেশটির পররাষ্ট্রমন্ত্রী এক টুইটে লিখেন, এটা শুভ লক্ষণ। তবে এটাই যথেষ্ট নয়।

ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের পরিচালক রায়ান কস্টেলো বলেন, ‘যুক্তরাষ্ট্রের কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের মধ্যে চলমান আলোচনা একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, তা বলা যাবে না। তবে, হ্যাঁ—এটা আলোচনা এগিয়ে নেওয়ার জন্য সহায়ক হবে। এ ঘোষণার পর ইরানি কর্মকর্তাদের মন কিছুটা হলেও নরম হবে।’

ইরানের পরমাণু কার্যক্রম নজরদারি করার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ২০১৫ সালে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) সই করে তেহরান। ইরান থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। কিন্তু ২০১৮ সালে চুক্তি থেকে একতরফা বেরিয়ে আসে ট্রাম্প প্রশাসন। বাইডেন ক্ষমতায় এলে তা পুনরায় শুরুর চেষ্টা চলছে। এ উদ্দেশ্যে গত ভিয়েনায় আট দফা আলোচনা হয়েছে। চলমান আলোচনায় চুক্তিটি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত