Ajker Patrika

কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১২: ২৯
কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নোটিশ

আজিমপুরে বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে দেয়ালচাপা পড়ে শিশু জিহাদ (৭) মারা যাওয়ার ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পক্ষে এ নোটিশ পাঠান আইনজীবী আব্দুল হালিম। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র সচিব, গণপূর্ত সচিব, গণপূর্ত ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সিইওসহ ৯ জন বরাবরে এ নোটিশ পাঠানো হয়েছে। সাত দিনের মধ্যে এ বিষয়ে জবাব না এলে হাইকোর্টে রিট করার কথা বলা হয়েছে।

জিহাদ লালবাগ শহীদনগর এলাকার পান বিক্রেতা নাজির হোসেনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছোট ছিল। নাজির হোসেন জানান, প্রতিদিনের মতো গত ৯ নভেম্বর সকালে ছেলেকে নিয়ে আজিমপুর শেখ সাহেববাজার সরকারি কলোনির পাশ দিয়ে স্কুলে নিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় কলোনির বাউন্ডারি দেয়াল ধসে পড়লে চাপা পড়ে জিহাদ। এ অবস্থায় এলাকাবাসীর সহযোগিতায় ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত