নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈশ্বিক মহামারি করোনার প্রভাবে অন্য সব খাতের মতো বৈদেশিক শ্রমবাজারেও বড় ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ। করোনাকালে ছাঁটাই হয়ে দেশে ফিরেছেন অনেক প্রবাসী শ্রমিক। তাঁদের বড় অংশই ফিরে যেতে পারেননি কর্মস্থলে। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যে ধীরে হলেও আন্তর্জাতিক শ্রমবাজারে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। চলতি অর্থবছরের প্রথম চার মাসেই আড়াই লাখের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে বিদেশে। শুধু নভেম্বরেই এক লাখের বেশি কর্মী গেছে। চলতি অর্থবছরে বিদেশে ৮ লাখের বেশি মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস। এ উপলক্ষে গতকাল প্রবাসীকল্যাণ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের উন্নয়নের নানা দিক তুলে ধরেন মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন বছর বন্ধ থাকার পর আগামীকাল রোববার থেকে বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। এদিন দেশটির সঙ্গে সমঝোতা চুক্তির স্বাক্ষর করবেন প্রবাসীকল্যাণমন্ত্রী। এ ছাড়া কর্মী পাঠানোর বিষয়ে সম্প্রতি গ্রিসের সঙ্গে একটি আগ্রহপত্র সই হয়েছে। একইভাবে আলবেনিয়া, মাল্টা ও বসনিয়ার সঙ্গেও চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় আছে বাংলাদেশ। নতুন শ্রমবাজার হিসেবে কর্মী পাঠানো শুরু হয়েছে কম্বোডিয়া, উজবেকিস্তান, পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়াসহ আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশ এবং জাপান, চীন, ক্রোয়েশিয়া, সেনেগাল, বুরুন্ডি, সিশেলস-এ।
মালয়েশিয়ায় কর্মী পাঠানো প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেন, ‘মালয়েশিয়ার বাজার নিয়ে অতীতে অনেক কিছু হয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পর অতীতকে দূরে ঠেলার চেষ্টা করছি। সফল হব কি হব না, সেটা নির্ভর করবে সমঝোতা স্বাক্ষরের পর। তবে আমার আগের যে প্রতিশ্রুতি ছিল, সেটা এখনো আছে। আমি কোনো সিন্ডিকেটের পক্ষপাতী না।’
মালয়েশিয়ায় যাওয়ার পর নিয়োগকারী প্রতিষ্ঠান বদলানো যাবে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যেই দেশ মানুষ নেবে, সেই দেশের আইন মোতাবেক চলতে হবে। ওরা অনুমতি দেবে কি না, সেটা ওদের ব্যাপার। যদি অনুমতি না দেয়, আমার যদি পছন্দ না হয়, তাহলে আমি যাব না।’
মালয়েশিয়ায় যাওয়ার খরচ এখনো নির্ধারণ করা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘আগে যা লাগত, তার চেয়ে অনেক কম খরচ নেওয়া হবে।’
বিমানের ভাড়াসহ প্রবাসী শ্রমিকদের ভোগান্তি নিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, ‘আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ভোগান্তির সৃষ্টি করা হয়নি।’
সংবাদ সম্মেলনে আলোচনায় আসে কর্মী পাঠানোর ক্ষেত্রে দীর্ঘ দিনের প্রক্রিয়াধীন ডেটাব্যাংক প্রসঙ্গেও। এ বিষয়ে মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন জানান, শিগগিরই ডাটা ব্যাংকের মাধ্যমে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে। আর সেটা মালয়েশিয়া দিয়েই শুরু হতে পারে। শুধু মালয়েশিয়া না, অদূর ভবিষ্যতে সব কর্মীর ডাটা ব্যাংক থেকে যাবে। মালয়েশিয়া দিয়ে সেটা শুরু হবে বলে আশা করছি।’
নানা আয়োজনে আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অভিবাসী দিবসের মূল ও জাতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রতিবছরের মতো এবারও সিআইপি (এনআরবি) সম্মাননা, প্রবাসীদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে।
প্রেসক্লাবে মানববন্ধন
আন্তর্জাতিক অভিবাসী দিবসে গতকাল শুক্রবার সকালে এক মানববন্ধনে অভিবাসন ব্যয় শূন্যে নামিয়ে আনার দাবি জানিয়েছে বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র। মানববন্ধনে বলা হয়, বাংলাদেশের অভিবাসন ব্যয় পৃথিবীর সব দেশের অভিবাসন ব্যয়ের থেকে বেশি। অবিলম্বে সরকারি পর্যায়ে আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে এই ব্যয় শূন্যে নামিয়ে আনতে সব খরচ মালিককে প্রদান করতে হবে বলেও দাবি জানানো হয়।
বৈশ্বিক মহামারি করোনার প্রভাবে অন্য সব খাতের মতো বৈদেশিক শ্রমবাজারেও বড় ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ। করোনাকালে ছাঁটাই হয়ে দেশে ফিরেছেন অনেক প্রবাসী শ্রমিক। তাঁদের বড় অংশই ফিরে যেতে পারেননি কর্মস্থলে। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যে ধীরে হলেও আন্তর্জাতিক শ্রমবাজারে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। চলতি অর্থবছরের প্রথম চার মাসেই আড়াই লাখের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে বিদেশে। শুধু নভেম্বরেই এক লাখের বেশি কর্মী গেছে। চলতি অর্থবছরে বিদেশে ৮ লাখের বেশি মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস। এ উপলক্ষে গতকাল প্রবাসীকল্যাণ ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের উন্নয়নের নানা দিক তুলে ধরেন মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ এ সময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তিন বছর বন্ধ থাকার পর আগামীকাল রোববার থেকে বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। এদিন দেশটির সঙ্গে সমঝোতা চুক্তির স্বাক্ষর করবেন প্রবাসীকল্যাণমন্ত্রী। এ ছাড়া কর্মী পাঠানোর বিষয়ে সম্প্রতি গ্রিসের সঙ্গে একটি আগ্রহপত্র সই হয়েছে। একইভাবে আলবেনিয়া, মাল্টা ও বসনিয়ার সঙ্গেও চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় আছে বাংলাদেশ। নতুন শ্রমবাজার হিসেবে কর্মী পাঠানো শুরু হয়েছে কম্বোডিয়া, উজবেকিস্তান, পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়াসহ আফ্রিকা মহাদেশের কয়েকটি দেশ এবং জাপান, চীন, ক্রোয়েশিয়া, সেনেগাল, বুরুন্ডি, সিশেলস-এ।
মালয়েশিয়ায় কর্মী পাঠানো প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেন, ‘মালয়েশিয়ার বাজার নিয়ে অতীতে অনেক কিছু হয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পর অতীতকে দূরে ঠেলার চেষ্টা করছি। সফল হব কি হব না, সেটা নির্ভর করবে সমঝোতা স্বাক্ষরের পর। তবে আমার আগের যে প্রতিশ্রুতি ছিল, সেটা এখনো আছে। আমি কোনো সিন্ডিকেটের পক্ষপাতী না।’
মালয়েশিয়ায় যাওয়ার পর নিয়োগকারী প্রতিষ্ঠান বদলানো যাবে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যেই দেশ মানুষ নেবে, সেই দেশের আইন মোতাবেক চলতে হবে। ওরা অনুমতি দেবে কি না, সেটা ওদের ব্যাপার। যদি অনুমতি না দেয়, আমার যদি পছন্দ না হয়, তাহলে আমি যাব না।’
মালয়েশিয়ায় যাওয়ার খরচ এখনো নির্ধারণ করা হয়নি জানিয়ে তিনি বলেন, ‘আগে যা লাগত, তার চেয়ে অনেক কম খরচ নেওয়া হবে।’
বিমানের ভাড়াসহ প্রবাসী শ্রমিকদের ভোগান্তি নিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, ‘আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ভোগান্তির সৃষ্টি করা হয়নি।’
সংবাদ সম্মেলনে আলোচনায় আসে কর্মী পাঠানোর ক্ষেত্রে দীর্ঘ দিনের প্রক্রিয়াধীন ডেটাব্যাংক প্রসঙ্গেও। এ বিষয়ে মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন জানান, শিগগিরই ডাটা ব্যাংকের মাধ্যমে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে। আর সেটা মালয়েশিয়া দিয়েই শুরু হতে পারে। শুধু মালয়েশিয়া না, অদূর ভবিষ্যতে সব কর্মীর ডাটা ব্যাংক থেকে যাবে। মালয়েশিয়া দিয়ে সেটা শুরু হবে বলে আশা করছি।’
নানা আয়োজনে আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অভিবাসী দিবসের মূল ও জাতীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রতিবছরের মতো এবারও সিআইপি (এনআরবি) সম্মাননা, প্রবাসীদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে।
প্রেসক্লাবে মানববন্ধন
আন্তর্জাতিক অভিবাসী দিবসে গতকাল শুক্রবার সকালে এক মানববন্ধনে অভিবাসন ব্যয় শূন্যে নামিয়ে আনার দাবি জানিয়েছে বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র। মানববন্ধনে বলা হয়, বাংলাদেশের অভিবাসন ব্যয় পৃথিবীর সব দেশের অভিবাসন ব্যয়ের থেকে বেশি। অবিলম্বে সরকারি পর্যায়ে আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে এই ব্যয় শূন্যে নামিয়ে আনতে সব খরচ মালিককে প্রদান করতে হবে বলেও দাবি জানানো হয়।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫