Ajker Patrika

ডিমেনশিয়া রোগীদের জন্য নীতিমালা প্রণয়নের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৫: ১৮
ডিমেনশিয়া রোগীদের জন্য নীতিমালা প্রণয়নের দাবি

বাড়ি থেকে বেরিয়ে ভুলে গেছেন ফেরার পথ। মাঝেমধ্যেই থাকেন নিখোঁজ। কথা বলতে গিয়ে হঠাৎ হঠাৎ আটকে যাচ্ছেন। অতি পরিচিতজনকে চিনতে পারছেন না। মন থেকে হারিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ অনেক কিছুই। চারপাশে থাকা এমন স্মৃতি লোপ পাওয়া ব্যক্তির বয়স যদি পঁয়ষট্টির বেশি হয়, তবে বুঝতে হবে তিনি আলঝেইমারস বা ডিমেনশিয়ায় আক্রান্ত।

বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের রোগীদের বিষয়ে নির্দিষ্ট নীতিমালা থাকলেও বাংলাদেশে তা নেই। সরকার প্রতিবন্ধীদের উন্নয়নে যেভাবে এগিয়ে এসেছে, ঠিক তেমনি ডিমেনশিয়া রোগীদের বিষয়ে নীতিমালা তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

গতকাল মঙ্গলবার বিশ্ব আলঝেইমারস দিবস ২০২১ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ‘ডিমেনশিয়া জানুন, আলঝেইমারস চিনুন’ শীর্ষক সেমিনারে আলোচকেরা এসব কথা বলেন। আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশ, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডার বিভাগ যৌথভাবে এই সেমিনার আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদাউসের সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আজিজুল হক।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেপ্টেম্বর ২০২১-এর প্রতিবেদনের বরাত দিয়ে আজিজুল জানান, বাংলাদেশে ৬৫ বছরের বেশি বয়সী শূন্য দশমিক ১ শতাংশ মানুষ এই রোগে আক্রান্ত। বিশ্বে প্রতি ৩ সেকেন্ডে একজন করে মানুষ নতুনভাবে ডিমেনশিয়ায় আক্রান্ত হচ্ছেন। প্রতিবছর প্রায় ১০ মিলিয়ন মানুষ নতুনভাবে ডিমেনশিয়ায় আক্রান্ত হচ্ছে। বর্তমানে ৫৫ মিলিয়নেরও বেশি মানুষ (৮.১ শতাংশ নারী এবং ৫.৪ শতাংশ পুরুষ ৬৫ বছরের বেশি) ডিমেনশিয়ায় ভুগছেন। এই সংখ্যা ২০৩০ সালের মধ্যে ৭৮ মিলিয়ন এবং ২০৫০ সালের মধ্যে ১৩৯ মিলিয়ন হবে।

আজিজুল হক বলেন, ২০১৫ সালে বাংলাদেশে ডিমেনশিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ৪ লাখ ৬০ হাজার এবং ২০৩০ সালে তা বেড়ে গিয়ে দাঁড়াবে ৮ লাখ ৩৪ হাজার এবং ২০৫০ সালে হবে ২১ লাখ ৯৩ হাজার।

ডিমেনশিয়া মোকাবিলায় কিছু দাবি ও সুপারিশ তুলে ধরেন আজিজুল হক। সেগুলো হলো জাতীয় ডিমেনশিয়া নীতিমালা প্রণয়ন করা; ডিমেনশিয়াকে অসংক্রামক রোগের তালিকায় অন্তর্ভুক্তিকরণ এবং সর্বসাধারণকে ডিমেনশিয়া সম্পর্কে সচেতন করা; প্রতিবছর ২১ সেপ্টেম্বর বিশ্ব আলঝেইমারস দিবস সরকারিভাবে পালন করা; ডিমেনশিয়া নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ ও উচ্চপর্যায়ে একটি বিশেষ কমিটি গঠন এবং কাজের অগ্রগতির জন্য একটি মনিটরিং সেল স্থাপন করা।

সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া, মনোরোগ বিশেষজ্ঞ মনোচিকিৎসক মোহিত কামাল, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. সরদার এ নাঈম, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি প্রকৌশলী ফজলুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের চেয়ারপারসন তাওহিদা জাহান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত