নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাড়ি থেকে বেরিয়ে ভুলে গেছেন ফেরার পথ। মাঝেমধ্যেই থাকেন নিখোঁজ। কথা বলতে গিয়ে হঠাৎ হঠাৎ আটকে যাচ্ছেন। অতি পরিচিতজনকে চিনতে পারছেন না। মন থেকে হারিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ অনেক কিছুই। চারপাশে থাকা এমন স্মৃতি লোপ পাওয়া ব্যক্তির বয়স যদি পঁয়ষট্টির বেশি হয়, তবে বুঝতে হবে তিনি আলঝেইমারস বা ডিমেনশিয়ায় আক্রান্ত।
বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের রোগীদের বিষয়ে নির্দিষ্ট নীতিমালা থাকলেও বাংলাদেশে তা নেই। সরকার প্রতিবন্ধীদের উন্নয়নে যেভাবে এগিয়ে এসেছে, ঠিক তেমনি ডিমেনশিয়া রোগীদের বিষয়ে নীতিমালা তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
গতকাল মঙ্গলবার বিশ্ব আলঝেইমারস দিবস ২০২১ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ‘ডিমেনশিয়া জানুন, আলঝেইমারস চিনুন’ শীর্ষক সেমিনারে আলোচকেরা এসব কথা বলেন। আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশ, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডার বিভাগ যৌথভাবে এই সেমিনার আয়োজন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদাউসের সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আজিজুল হক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেপ্টেম্বর ২০২১-এর প্রতিবেদনের বরাত দিয়ে আজিজুল জানান, বাংলাদেশে ৬৫ বছরের বেশি বয়সী শূন্য দশমিক ১ শতাংশ মানুষ এই রোগে আক্রান্ত। বিশ্বে প্রতি ৩ সেকেন্ডে একজন করে মানুষ নতুনভাবে ডিমেনশিয়ায় আক্রান্ত হচ্ছেন। প্রতিবছর প্রায় ১০ মিলিয়ন মানুষ নতুনভাবে ডিমেনশিয়ায় আক্রান্ত হচ্ছে। বর্তমানে ৫৫ মিলিয়নেরও বেশি মানুষ (৮.১ শতাংশ নারী এবং ৫.৪ শতাংশ পুরুষ ৬৫ বছরের বেশি) ডিমেনশিয়ায় ভুগছেন। এই সংখ্যা ২০৩০ সালের মধ্যে ৭৮ মিলিয়ন এবং ২০৫০ সালের মধ্যে ১৩৯ মিলিয়ন হবে।
আজিজুল হক বলেন, ২০১৫ সালে বাংলাদেশে ডিমেনশিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ৪ লাখ ৬০ হাজার এবং ২০৩০ সালে তা বেড়ে গিয়ে দাঁড়াবে ৮ লাখ ৩৪ হাজার এবং ২০৫০ সালে হবে ২১ লাখ ৯৩ হাজার।
ডিমেনশিয়া মোকাবিলায় কিছু দাবি ও সুপারিশ তুলে ধরেন আজিজুল হক। সেগুলো হলো জাতীয় ডিমেনশিয়া নীতিমালা প্রণয়ন করা; ডিমেনশিয়াকে অসংক্রামক রোগের তালিকায় অন্তর্ভুক্তিকরণ এবং সর্বসাধারণকে ডিমেনশিয়া সম্পর্কে সচেতন করা; প্রতিবছর ২১ সেপ্টেম্বর বিশ্ব আলঝেইমারস দিবস সরকারিভাবে পালন করা; ডিমেনশিয়া নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ ও উচ্চপর্যায়ে একটি বিশেষ কমিটি গঠন এবং কাজের অগ্রগতির জন্য একটি মনিটরিং সেল স্থাপন করা।
সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া, মনোরোগ বিশেষজ্ঞ মনোচিকিৎসক মোহিত কামাল, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. সরদার এ নাঈম, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি প্রকৌশলী ফজলুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের চেয়ারপারসন তাওহিদা জাহান প্রমুখ।
বাড়ি থেকে বেরিয়ে ভুলে গেছেন ফেরার পথ। মাঝেমধ্যেই থাকেন নিখোঁজ। কথা বলতে গিয়ে হঠাৎ হঠাৎ আটকে যাচ্ছেন। অতি পরিচিতজনকে চিনতে পারছেন না। মন থেকে হারিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ অনেক কিছুই। চারপাশে থাকা এমন স্মৃতি লোপ পাওয়া ব্যক্তির বয়স যদি পঁয়ষট্টির বেশি হয়, তবে বুঝতে হবে তিনি আলঝেইমারস বা ডিমেনশিয়ায় আক্রান্ত।
বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের রোগীদের বিষয়ে নির্দিষ্ট নীতিমালা থাকলেও বাংলাদেশে তা নেই। সরকার প্রতিবন্ধীদের উন্নয়নে যেভাবে এগিয়ে এসেছে, ঠিক তেমনি ডিমেনশিয়া রোগীদের বিষয়ে নীতিমালা তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
গতকাল মঙ্গলবার বিশ্ব আলঝেইমারস দিবস ২০২১ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ‘ডিমেনশিয়া জানুন, আলঝেইমারস চিনুন’ শীর্ষক সেমিনারে আলোচকেরা এসব কথা বলেন। আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশ, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডার বিভাগ যৌথভাবে এই সেমিনার আয়োজন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদাউসের সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন আলঝেইমার সোসাইটি অব বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আজিজুল হক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেপ্টেম্বর ২০২১-এর প্রতিবেদনের বরাত দিয়ে আজিজুল জানান, বাংলাদেশে ৬৫ বছরের বেশি বয়সী শূন্য দশমিক ১ শতাংশ মানুষ এই রোগে আক্রান্ত। বিশ্বে প্রতি ৩ সেকেন্ডে একজন করে মানুষ নতুনভাবে ডিমেনশিয়ায় আক্রান্ত হচ্ছেন। প্রতিবছর প্রায় ১০ মিলিয়ন মানুষ নতুনভাবে ডিমেনশিয়ায় আক্রান্ত হচ্ছে। বর্তমানে ৫৫ মিলিয়নেরও বেশি মানুষ (৮.১ শতাংশ নারী এবং ৫.৪ শতাংশ পুরুষ ৬৫ বছরের বেশি) ডিমেনশিয়ায় ভুগছেন। এই সংখ্যা ২০৩০ সালের মধ্যে ৭৮ মিলিয়ন এবং ২০৫০ সালের মধ্যে ১৩৯ মিলিয়ন হবে।
আজিজুল হক বলেন, ২০১৫ সালে বাংলাদেশে ডিমেনশিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ৪ লাখ ৬০ হাজার এবং ২০৩০ সালে তা বেড়ে গিয়ে দাঁড়াবে ৮ লাখ ৩৪ হাজার এবং ২০৫০ সালে হবে ২১ লাখ ৯৩ হাজার।
ডিমেনশিয়া মোকাবিলায় কিছু দাবি ও সুপারিশ তুলে ধরেন আজিজুল হক। সেগুলো হলো জাতীয় ডিমেনশিয়া নীতিমালা প্রণয়ন করা; ডিমেনশিয়াকে অসংক্রামক রোগের তালিকায় অন্তর্ভুক্তিকরণ এবং সর্বসাধারণকে ডিমেনশিয়া সম্পর্কে সচেতন করা; প্রতিবছর ২১ সেপ্টেম্বর বিশ্ব আলঝেইমারস দিবস সরকারিভাবে পালন করা; ডিমেনশিয়া নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ ও উচ্চপর্যায়ে একটি বিশেষ কমিটি গঠন এবং কাজের অগ্রগতির জন্য একটি মনিটরিং সেল স্থাপন করা।
সেমিনারে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া, মনোরোগ বিশেষজ্ঞ মনোচিকিৎসক মোহিত কামাল, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. সরদার এ নাঈম, সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি প্রকৌশলী ফজলুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের চেয়ারপারসন তাওহিদা জাহান প্রমুখ।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫