Ajker Patrika

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৬: ২৭
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন যুবক, অন্যজন বৃদ্ধা। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা ও বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কুষ্টিয়া শহরের জুগিয়া ত্রিমোহনী এলাকায় অ্যাম্বুলেন্সের সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত নছিমনের সংঘর্ষ হয়। এতে নছিমন চালক ইসলাম সর্দার (৩৮) ঘটনাস্থলেই মারা যান। নিহত ইসলাম কুষ্টিয়া শহরতলীর জুগিয়া কদমতলা এলাকার আনছার সর্দারের ছেলে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। চালক পালিয়ে গেলেও অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।

এদিন বেলা ১টার দিকে শহরের লাহেনী বটতলা এলাকায় ট্রাকচাপায় কাসেম সর্দ্দার (৬০) নামে এক রিকশাচালক নিহত হন। তাঁর বাড়ি কুষ্টিয়া আইলচারা ইউনিয়নে।

জানা গেছে, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। এ সময় ক্ষিপ্ত এলাকাবাসী চালক মনে করে ট্রাকে থাকা পণ্যের মালিক রবিউলকে গণপিটুনি দেন। পরে তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ। এ সময় প্রায় ১ ঘণ্টা ওই এলাকায় যানচলাচল বন্ধ ছিল।

এসব বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বিরুল আলম বলেন, অ্যাম্বুলেন্স ও ট্রাকচালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত