Ajker Patrika

বেরোবিতে ১৩ বছরেও হয়নি স্থায়ী শহীদ মিনার

বেরোবি সংবাদদাতা
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ০২
বেরোবিতে ১৩ বছরেও হয়নি স্থায়ী শহীদ মিনার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রতিষ্ঠার ১৩ বছর পেরিয়ে গেলেও ক্যাম্পাসে নির্মাণ করা হয়নি স্থায়ী শহীদ মিনার। এতে ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁরা মনে করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুনজরের অভাবে বিষয়টি এখনো অবহেলিত থেকে গেছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুরুর দিকে কাপড় দিয়ে বানানো শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হতো। দুর্বৃত্তরা ২০১১ সালে এভাবে বানানো মিনারে আগুন দেয়। পরের বছর তড়িঘড়ি করে কংক্রিটের অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম মকুল বলেন, ‘দেশের অন্যান্য প্রতিষ্ঠানে বড় বড় শহীদ মিনার থাকলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে স্থায়ী শহীদ মিনার না থাকা দুঃখজনক।’

বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে চারজন উপাচার্যের মেয়াদ শেষে এখন পঞ্চম উপাচার্য এসেছেন। তাঁদের কেউ এখনো শহীদ মিনার নির্মাণের উদ্যোগ না নেওয়ায় হতাশা প্রকাশ করেন গণিত বিভাগের শিক্ষার্থী মো. আশরাফুল ইসলাম।

ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মোনালিসা আক্তার মীম জানান, প্রতিবছর ফেব্রুয়ারি মাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন অস্থায়ী শহীদ মিনারে কাপড় পেঁচিয়ে দায়সারাভাবে শহীদ দিবস পালন করছে।

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী সাজু ইসলাম বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে উত্তরবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ বলা হয়ে থাকলেও এখানে স্থায়ী কোনো শহীদ মিনার নির্মাণ করা হয়নি। এটা আমাদের জন্য সত্যিই দুঃখজনক।’

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক জানান, বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো স্থাপনার কাজ আটকে আছে। তবে আশার বিষয় কাজগুলো অচিরেই ত্বরান্বিত হবে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের উপসহকারী প্রকৌশলী কমলেশ চন্দ্র সরকার বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের পরিকল্পনা অনুসারে সব কাজ এখনো বাস্তবায়ন হয়নি। সব কাজ হলে শহীদ মিনারসহ অন্যান্য স্থাপনাও নির্মাণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত