Ajker Patrika

শাহীন মাহবুবা কবীরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১২: ৪৪
শাহীন মাহবুবা কবীরের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক শাহীন মাহবুবা কবীর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে ঢাকায় নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দুই বছরের বেশি সময় দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন।

শাহীন মাহবুবা কবীর জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী ও শিক্ষাবিদ মেহের কবীরের বড় মেয়ে। চল্লিশ বছরের বেশি সময় অধ্যাপনার পাশাপাশি তিনি মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তক প্রণয়নের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বিভিন্ন সাহিত্যকর্ম বাংলায় অনুবাদ করেছেন। বাবার সঙ্গে তাঁর যৌথভাবে অনূদিত ও প্রকাশিত স্যামুয়েল বেকেটের ১৫টি নাটকের একটি বই আছে। তিনি এক ছেলে, এক মেয়ে, এক বোন এবং অসংখ্য ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

গতকাল বাদ আছর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর বাবার কবরে তাঁকে দাফন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত