Ajker Patrika

লামার কোয়ান্টাম সেন্টারের বর্ষবরণ

লামা (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১২: ৩২
Thumbnail image

বান্দরবানের লামার কোয়ান্টাম সেন্টারের ৩০তম বর্ষবরণ অনুষ্ঠান হয়েছে গত শুক্রবার। লামার সরই ইউনিয়নের বোধিছড়ায় অবস্থিত কোয়ান্টাম সেন্টারে বর্ষবরণ অনুষ্ঠান করা হয়।

জানা গেছে, সূর্যোদয়ের পর কোয়ান্টামের আরোগ্যশালায় সমবেত হন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থী, কর্মী, তাদের পরিবার, স্থানীয় অধিবাসী ও দেশের নানা প্রান্ত থেকে আসা অতিথিরা।

তরুণদের প্রতি সমমর্মিতা প্রকাশের প্রত্যয়বাণী নিয়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের চেয়ারম্যান গুরুজি শহীদ আল বোখারী মহাজাতকের কণ্ঠে বিশেষ অডিও আলোচনা ‘ইনশা আল্লাহ! সব সম্ভব!’ ও মেডিটেশনে নিমগ্ন হন অংশগ্রহণকারীরা।

এরপর স্থানীয় বাসিন্দারাসহ সবাই যেন শারীরিক ও মানসিকভাবে আরও সুস্থ, কর্মক্ষম ও শোকরগোজার হতে পারে, সে জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন অর্গানিয়ার এম মাকসুদ হোসাইন।

কোয়ান্টাম সেন্টারের ৩০তম বছরটিকে ঘোষণা করা হয়েছে ‘তারুণ্যের প্রতি সমমর্মিতার বছর’ হিসেবে।

সকালে বর্ষবরণ ও দোয়া অনুষ্ঠানের পরপরই সালাম চত্বর মাঠে শুরু হয় মেলা। এ ছাড়া অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা।

সন্ধ্যায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, কবিতা ও কৌতুকের পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। উৎসবমুখর আয়োজনজুড়ে ছিল সুন্দর আগামীর প্রত্যাশা ও আনন্দের স্ফূরণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত