Ajker Patrika

মুলাদীতে দিনদুপুরে পাঁচ বাসায় চুরি

মুলাদী প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১০: ৪৯
মুলাদীতে দিনদুপুরে পাঁচ বাসায় চুরি

মুলাদী পৌর সদরে দিনদুপুরে পাঁচ বাসায় চুরি হয়েছে। গতকাল বুধবার বেলা ২টা থেকে ৩টার মধ্যে পৌরসভা সড়কে জাপা নেতা নূরুল ইসলামের বাড়ির ৪র্থ তলার ৪ বাসায় চুরি হয়। একই দিন বেলা ১১টার দিকে তেরচর এলাকার মল্লিক বাড়িতে একটি বাসায় চুরি হয়। বাসা খালি থাকায় চোরচক্র তালা ভেঙে স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

বাড়ির মালিক নূরুল ইসলাম জানান, বিল্ডিংয়ের ৪র্থ তলায় একজন ব্যবসায়ী ও ৩ জন চাকরিজীবী থাকেন। গতকাল বুধবার বাসাগুলোয় কেউ ছিলেন না। এই সুযোগে চোর তালা ভেঙে মালামাল নিয়ে গেছে। পরে ভাড়াটের বাসায় ফিরে মালামাল তছনছ দেখে চুরির বিষয়টি জানতে পারেন।

ব্যবসায়ী বাহাউদ্দীন খান বলেন, ‘গতকাল দুপুরের দিকে দোকানে ছিলাম। ওই সময় স্ত্রী ছেলে-মেয়েকে নিয়ে বেড়াতে গিয়েছিল। পরে বিকেলে বাসায় ফিরে আলমারি ভাঙা ও মালামাল এলোমেলো দেখতে পায়। চোর বাসা থেকে ১২ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে।’

তেরচর এলাকার রাসেল মল্লিক জানান, তাঁর বাসার ভাড়াটিয়া দীন এলাহি চৌধুরী ঢাকায় গিয়েছেন। বুধবার বেলা ১১ থেকে ১২টার মধ্যে চোরচক্র ওই বাসার তালা ভেঙে মালামাল নিয়ে গেছে। ওই বাসা থেকে কী কী মালামাল চুরি হয়েছে তা দীন এলাহি চৌধুরী না ফেরা পর্যন্ত বলা যাচ্ছে না।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম মাকসুদুর রহমান জানান, চুরির সংবাদ পেয়ে থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরির রহস্য উদ্ঘাটন, চোরাই মালামাল উদ্ধার এবং চোরদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত