Ajker Patrika

রোগীর ভিড়, মেঝেতে চিকিৎসা

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৫: ৫১
রোগীর ভিড়, মেঝেতে চিকিৎসা

কেউ সিঁড়ির নিচে, কেউ বারান্দায়। কেউ অসুস্থ শিশুসন্তানকে বুকে জড়িয়ে মেঝেতে বসে আছেন স্যালাইন হাতে। জায়গা না পেয়ে আবার অনেকেই শিশুর হাতের স্যালাইন নিয়ে ডায়রিয়া ওয়ার্ডের বাইরের রাস্তায়। এই চিত্র গাইবান্ধা জেলা সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের।

জানা যায়, গাইবান্ধা জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের পাশেই ডায়রিয়া ওয়ার্ড। এতে মাত্র ১০টি শয্যা। চাহিদার তুলনায় ১০ ভাগের এক ভাগ। ফলে ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের ১০ জনের ভাগ্যে শয্যা জুটলেও অধিকাংশরই জোটে না কোনো বিছানা। পড়ে থাকতে হয় মেঝেতে বা সিঁড়িতে।

হাসপাতালে অসুস্থ শিশুপুত্র নিয়ে এসেছেন দাড়িয়াপুর থেকে মোমেনা বেগম। তিনি বলেন, ‘এসে দেখি কেউ নেই। ডায়রিয়া ওয়ার্ডে এক নারী ঘুমিয়ে আছেন শয্যা বা বিছানায়। ডেকে তুলতেই তিনি খেপে যান। তারপর হাতে ক্যানুলা আর স্যালাইন দিয়ে বলেন, যান। পরে বারান্দায় বসে রাত কাটিয়ে দিই।’

রোগীর স্বজন হাফিজুর রহমান বলেন, ‘ভাই, আমার ছেলের জীবন যায় যায় অবস্থা। কিন্তু তাঁদের ডেকে পাওয়া যায় না। একটা স্যালাইন লাগিয়ে দিয়ে বলে গেছে বসে থাকেন। সেবিকারা সারাক্ষণ রোগী সামাল দিতে গিয়ে সেবার উল্টোটা হয়।’

সেবিকা আরিফা খাতুন বলেন, ‘অনুমতি ছাড়া তাঁরা কথা বলতে পারবেন না। ডায়রিয়া ওয়ার্ডে বিছানা কম, তাই মেঝে, সিঁড়ির নিচে ঠাঁই করে দিতে হয় রোগীদের।’

সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও তাহেরা আকতার মনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের জনবল কম, ডায়রিয়া ওয়ার্ডে বিছানা মাত্র ১০টি। ফলে আগত রোগীদের সব সমস্যার সমাধান করা সম্ভব হয় না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত