Ajker Patrika

গাজীপুর সিটি নির্বাচনে আলোচনা-সমালোচনার কেন্দ্রে এখনো জাহাঙ্গীর

মারুফ কিবরিয়া ও মোহাম্মদ আসাদুজ্জামান, গাজীপুর থেকে
আপডেট : ২৪ মে ২০২৩, ১৫: ৪১
Thumbnail image

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র বাতিল হলেও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলমকে নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। তাঁর সিদ্ধান্তের সমালোচনা করে স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ায় তাঁর ভাগ্য নির্ধারণ হয়ে আছে। দলের সভাপতি দেশে ফিরলেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

গতকাল বুধবার সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত নাগরিক সংলাপেও উঠেছে জাহাঙ্গীর প্রসঙ্গ। তিনি মেয়র থাকাকালে গাজীপুর সিটি করপোরেশন অনিয়ম-দুর্নীতিতে ডুবে ছিল বলে অভিযোগ করেন কোনো কোনো মেয়র প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হলে সিটি করপোরেশনে স্বচ্ছতা নিশ্চিত করার কথা বলেছেন। ইসলামী আন্দোলনের এবং একজন স্বতন্ত্র প্রার্থী স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের তাগিদ দিয়েছেন।

গাজীপুর সিটি নির্বাচন নিয়ে গত মঙ্গলবার ঢাকায় এক বৈঠকে গাজীপুর আওয়ামী লীগের নেতারা দল থেকে জাহাঙ্গীর আলমকে স্থায়ী বহিষ্কারের দাবি জানান। তাঁদের দাবি পূরণ হবে, গতকাল আলাপকালে আজকের পত্রিকাকে এমন প্রত্যাশা জানালেন কয়েকজন নেতা। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল বলেন, জাহাঙ্গীরকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। তাঁর আশা, প্রধানমন্ত্রী দেশে ফিরে একটা ব্যবস্থা নেবেন।

জাহাঙ্গীরের একসময়ের ঘনিষ্ঠ ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বলেন, ‘জাহাঙ্গীর যখন দলে ছিল তখন তাঁর সঙ্গে কাজ করেছি। এখন সে দলের বিরুদ্ধে প্রার্থী। আমরা তাঁর সঙ্গে নেই। দলের সিদ্ধান্তই চূড়ান্ত।’

জাহাঙ্গীরের সমালোচনা করে গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ আজকের পত্রিকাকে বলেন, ‘আমিও মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু দল আজমত উল্লা খানকে মনোনয়ন দিয়েছে। আমি মেনে নিয়েছি।’ 

সুজনের সংলাপেও জাহাঙ্গীরের সমালোচনা
গাজীপুর প্রেসক্লাবে গতকাল সুজন নাগরিক সংলাপের আয়োজন করে। এতে জাহাঙ্গীরের মা জায়েদা খাতুন ও জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন ছাড়া বাকি সাত মেয়র প্রার্থী অংশ নেন। সংলাপে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খান ছাড়া অন্য প্রার্থীরা সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।

জনগণকে সম্পৃক্ত করে সিটি করপোরেশনকে জবাবদিহির আওতায় আনতে চান জানিয়ে আজমত উল্লা খান বলেন, বিগত দিনগুলোতে সিটি করপোরেশন চলেছে অর্গানোগ্রাম ছাড়া, সার্ভিস রুল ছাড়া। এটা কোনো অবস্থাতেই হতে পারে না। এটি অনিয়ম ও অব্যবস্থাপনায় ডুবে ছিল। তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে স্বচ্ছতা নিশ্চিত করব।’

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মামুন মণ্ডল বিগত সময়ে বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়নে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, সাবেক মেয়র নাগরিকদের অধিকার রক্ষা না করে একক সিদ্ধান্তে সিটি করপোরেশনের টাকায় ইমাম-মুয়াজ্জিনের বেতন দিয়েছেন। তিনি সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী গাজী আতাউর রহমান অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি আওয়ামী লীগের প্রার্থীর কাছে জানতে চান, নির্বাচিত হলে তিনি স্বচ্ছতা আনবেন, কিন্তু তিনি স্বচ্ছ নির্বাচন চান কি না? তিনি বলেন, বিগত সিটি নির্বাচনের মতো ভোট কারচুপির নির্বাচন তাঁরা আর দেখতে চান না। আগে সুষ্ঠু নির্বাচন, পরে হলো উন্নয়নের বিষয়। সুষ্ঠু ভোট করতে তিনি সুজন ও নির্বাচন কমিশনের প্রতি সহযোগিতার অনুরোধ জানান। 
বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকারের ভাতিজা ও স্বতন্ত্র প্রার্থী শাহানুর সরকার রনি গত সিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ করেন। তিনি বলেন, বিএনপি মনোনীত প্রার্থীর এজেন্টদের অপহরণ করা হয়েছে। তিনি এবারের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার ওপর গুরুত্ব আরোপ করেন। 

সংলাপে সুজনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, ভোট চুরি করে নির্বাচিত হওয়া যায়, তবে মানসিক তৃপ্তি আসে না। তিনি সুষ্ঠু ভোট করে গাজীপুরে একটি মডেল নির্বাচন করতে ক্ষমতাসীন দলের প্রতি আহ্বান জানান। 

আ.লীগ ছেড়ে দিলেই জিরো: মায়া
দুপুরে গাজীপুর মহানগর ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে টঙ্গীর নতুন বাজার এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে মতবিনিময় সভায় দলের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ও গাজীপুর সিটি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, যারা আওয়ামী লীগের সঙ্গে থাকে তারা হিরো, ছেড়ে দিলেই জিরো। তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন হবে। এর মধ্যে গাজীপুর সিটি নির্বাচন আমাদের জন্য একটি অগ্নিপরীক্ষা। এখানে নৌকা ছাড়া কোনো ব্যক্তির নাম থাকতে পারবে না। যেখানে যাবেন নৌকার ও নৌকার প্রার্থীর নাম আগে তিনবার করে বলবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত