অলকানন্দা রায়, ঢাকা
ভোরের শিউলি, শিশির, কাশফুল আর পাড়া বেড়ানি সাদা মেঘের আনাগোনা বলে দিচ্ছে পূজা আসছে। উৎসবপ্রিয় সবার মনের মাঝে তাই বাজতে শুরু করেছে ঢাকের টাক ডুমা ডুম বোল। সেই খুশিতে নেচে উঠছে বাড়ির ছোট-বড় সবার মন। চাই তার নতুন জামা, শাড়ি, চুড়ি, গয়নাসহ আরও কত-কী! হ্যাঁ, পোশাকের পরে গয়না তো চাই-ই চাই। গয়না না হলে যে উৎসবই জমবে না! তো কেমন গয়না চাই? সোনা রুপা হিরে জহরত কুন্দন মণি-মাণিক্য? না, এত দামি গয়না আজকাল পরার সুযোগ কই। মায়ে-ঝিয়ে-বউরা আজকাল আর এই সবের আবদারেও যান না। সোনা নয়, তবে সোনা রঙের গয়না হলেই সই। এবারের পূজার সাজ তাই হতে পারে গোল্ড প্লেটের গয়নায়।
যুগের সঙ্গে তাল মিলিয়ে গয়নায় এসেছে নানা পরিবর্তন। দেশীয় কিংবা পশ্চিমা যেকোনো পোশাকেই অনুষঙ্গ হিসেবে রুপা কিংবা কাঁসা, পিতল বা মেটালের তৈরি বাহারি নকশার গয়নায় গোল্ড প্লেট বা সোনার মতো রং ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। এসব গয়না যেমন দেখতে সুন্দর, তেমনি তার বাহারও নজরকাড়া। তা সে হালকা গয়নাই হোক কিংবা জড়োয়া বা ভারী গয়না।
বিয়ের সাজ থেকে শুরু করে বিভিন্ন উৎসব আয়োজনে এসব গয়না তাই সবার পছন্দের তালিকায় ঠাঁই করে নিয়েছে। এসব গয়না যেমন দামেও সস্তা, তেমনি চাইলেই নিত্যনতুন নকশায় গড়িয়ে নেওয়া যায়—জানালেন ইস্টার্ন মল্লিকার এমআরপি জুয়েলার্সের স্বত্বাধিকারী নূর মোহাম্মদ। এ ছাড়া এসব গয়নায় কখনো মূল রংটাই থাকছে আবার কখনো এতে দেওয়া হচ্ছে গোল্ড, কপার অথবা অ্যান্টিক কালার। নকশায় বৈচিত্র্য আনতে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের পাথর। যেমন আর্টিফিশিয়াল স্টোন, মুক্তা, পুঁতি, টারকোয়িজ, ব্লাডস্টোন, কোরাল, মালাকাইটসহ কাচ ও প্লাস্টিকের তৈরি রংবেরঙের পাথর। এমনকি এসব গয়নার নকশায় মিনা করাও থাকে। দেখতে একদম যেকোনো দামি গয়নার মতো। এসব গয়নার নকশায় যেমন পাওয়া যাবে সাবেকিয়ানা, তেমনি এই সময়ের নান্দনিক নকশাও।
শুধু জলছাপের সোনা রঙের গয়না হলেই হবে? চাই তার যত্নআত্তিও। না হলে যে একবার পরার পরই গয়নাগুলোকে সরিয়ে রাখতে হবে বাতিলের খাতায়। দীর্ঘদিন যেন সাজ-পোশাকের সঙ্গে ব্যবহার করা যায় তার উপায় বাতলে দিলেন টাঙ্গাইলের ঊর্মী অলংকার নিকেতনের স্বত্বাধিকারী উৎপল কর্মকার।
গয়নার যত্নে
ভোরের শিউলি, শিশির, কাশফুল আর পাড়া বেড়ানি সাদা মেঘের আনাগোনা বলে দিচ্ছে পূজা আসছে। উৎসবপ্রিয় সবার মনের মাঝে তাই বাজতে শুরু করেছে ঢাকের টাক ডুমা ডুম বোল। সেই খুশিতে নেচে উঠছে বাড়ির ছোট-বড় সবার মন। চাই তার নতুন জামা, শাড়ি, চুড়ি, গয়নাসহ আরও কত-কী! হ্যাঁ, পোশাকের পরে গয়না তো চাই-ই চাই। গয়না না হলে যে উৎসবই জমবে না! তো কেমন গয়না চাই? সোনা রুপা হিরে জহরত কুন্দন মণি-মাণিক্য? না, এত দামি গয়না আজকাল পরার সুযোগ কই। মায়ে-ঝিয়ে-বউরা আজকাল আর এই সবের আবদারেও যান না। সোনা নয়, তবে সোনা রঙের গয়না হলেই সই। এবারের পূজার সাজ তাই হতে পারে গোল্ড প্লেটের গয়নায়।
যুগের সঙ্গে তাল মিলিয়ে গয়নায় এসেছে নানা পরিবর্তন। দেশীয় কিংবা পশ্চিমা যেকোনো পোশাকেই অনুষঙ্গ হিসেবে রুপা কিংবা কাঁসা, পিতল বা মেটালের তৈরি বাহারি নকশার গয়নায় গোল্ড প্লেট বা সোনার মতো রং ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। এসব গয়না যেমন দেখতে সুন্দর, তেমনি তার বাহারও নজরকাড়া। তা সে হালকা গয়নাই হোক কিংবা জড়োয়া বা ভারী গয়না।
বিয়ের সাজ থেকে শুরু করে বিভিন্ন উৎসব আয়োজনে এসব গয়না তাই সবার পছন্দের তালিকায় ঠাঁই করে নিয়েছে। এসব গয়না যেমন দামেও সস্তা, তেমনি চাইলেই নিত্যনতুন নকশায় গড়িয়ে নেওয়া যায়—জানালেন ইস্টার্ন মল্লিকার এমআরপি জুয়েলার্সের স্বত্বাধিকারী নূর মোহাম্মদ। এ ছাড়া এসব গয়নায় কখনো মূল রংটাই থাকছে আবার কখনো এতে দেওয়া হচ্ছে গোল্ড, কপার অথবা অ্যান্টিক কালার। নকশায় বৈচিত্র্য আনতে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের পাথর। যেমন আর্টিফিশিয়াল স্টোন, মুক্তা, পুঁতি, টারকোয়িজ, ব্লাডস্টোন, কোরাল, মালাকাইটসহ কাচ ও প্লাস্টিকের তৈরি রংবেরঙের পাথর। এমনকি এসব গয়নার নকশায় মিনা করাও থাকে। দেখতে একদম যেকোনো দামি গয়নার মতো। এসব গয়নার নকশায় যেমন পাওয়া যাবে সাবেকিয়ানা, তেমনি এই সময়ের নান্দনিক নকশাও।
শুধু জলছাপের সোনা রঙের গয়না হলেই হবে? চাই তার যত্নআত্তিও। না হলে যে একবার পরার পরই গয়নাগুলোকে সরিয়ে রাখতে হবে বাতিলের খাতায়। দীর্ঘদিন যেন সাজ-পোশাকের সঙ্গে ব্যবহার করা যায় তার উপায় বাতলে দিলেন টাঙ্গাইলের ঊর্মী অলংকার নিকেতনের স্বত্বাধিকারী উৎপল কর্মকার।
গয়নার যত্নে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪