Ajker Patrika

সোনা রঙের গয়না

অলকানন্দা রায়, ঢাকা
সোনা রঙের গয়না

ভোরের শিউলি, শিশির, কাশফুল আর পাড়া বেড়ানি সাদা মেঘের আনাগোনা বলে দিচ্ছে পূজা আসছে। উৎসবপ্রিয় সবার মনের মাঝে তাই বাজতে শুরু করেছে ঢাকের টাক ডুমা ডুম বোল। সেই খুশিতে নেচে উঠছে বাড়ির ছোট-বড় সবার মন। চাই তার নতুন জামা, শাড়ি, চুড়ি, গয়নাসহ আরও কত-কী! হ্যাঁ, পোশাকের পরে গয়না তো চাই-ই চাই। গয়না না হলে যে উৎসবই জমবে না! তো কেমন গয়না চাই? সোনা রুপা হিরে জহরত কুন্দন মণি-মাণিক্য? না, এত দামি গয়না আজকাল পরার সুযোগ কই। মায়ে-ঝিয়ে-বউরা আজকাল আর এই সবের আবদারেও যান না। সোনা নয়, তবে সোনা রঙের গয়না হলেই সই। এবারের পূজার সাজ তাই হতে পারে গোল্ড প্লেটের গয়নায়।

যুগের সঙ্গে তাল মিলিয়ে গয়নায় এসেছে নানা পরিবর্তন। দেশীয় কিংবা পশ্চিমা যেকোনো পোশাকেই অনুষঙ্গ হিসেবে রুপা কিংবা কাঁসা, পিতল বা মেটালের তৈরি বাহারি নকশার গয়নায় গোল্ড প্লেট বা সোনার মতো রং ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। এসব গয়না যেমন দেখতে সুন্দর, তেমনি তার বাহারও নজরকাড়া। তা সে হালকা গয়নাই হোক কিংবা জড়োয়া বা ভারী গয়না।

বিয়ের সাজ থেকে শুরু করে বিভিন্ন উৎসব আয়োজনে এসব গয়না তাই সবার পছন্দের তালিকায় ঠাঁই করে নিয়েছে। এসব গয়না যেমন দামেও সস্তা, তেমনি চাইলেই নিত্যনতুন নকশায় গড়িয়ে নেওয়া যায়—জানালেন ইস্টার্ন মল্লিকার এমআরপি জুয়েলার্সের স্বত্বাধিকারী নূর মোহাম্মদ। এ ছাড়া এসব গয়নায় কখনো মূল রংটাই থাকছে আবার কখনো এতে দেওয়া হচ্ছে গোল্ড, কপার অথবা অ্যান্টিক কালার। নকশায় বৈচিত্র্য আনতে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের পাথর। যেমন আর্টিফিশিয়াল স্টোন, মুক্তা, পুঁতি, টারকোয়িজ, ব্লাডস্টোন, কোরাল, মালাকাইটসহ কাচ ও প্লাস্টিকের তৈরি রংবেরঙের পাথর। এমনকি এসব গয়নার নকশায় মিনা করাও থাকে। দেখতে একদম যেকোনো দামি গয়নার মতো। এসব গয়নার নকশায় যেমন পাওয়া যাবে সাবেকিয়ানা, তেমনি এই সময়ের নান্দনিক নকশাও।

শুধু জলছাপের সোনা রঙের গয়না হলেই হবে? চাই তার যত্নআত্তিও। না হলে যে একবার পরার পরই গয়নাগুলোকে সরিয়ে রাখতে হবে বাতিলের খাতায়। দীর্ঘদিন যেন সাজ-পোশাকের সঙ্গে ব্যবহার করা যায় তার উপায় বাতলে দিলেন টাঙ্গাইলের ঊর্মী অলংকার নিকেতনের স্বত্বাধিকারী উৎপল কর্মকার। 

গয়নার যত্নে

  • এসব গয়নায় সোনার জলছাপ দেওয়া থাকে। ফলে সাজের সময় পানি লাগানো যাবে না।
  • হেয়ার স্প্রে, বডি স্প্রে যেন এতে না লাগে, সেদিকেও খেয়াল 
    রাখতে হবে। 
  • গয়না ব্যবহার শেষে খুলে বাতাসে কিছুক্ষণ রেখে ঘাম বা ভেজা 
    ভাব শুকিয়ে টিস্যু বা তুলোয় মুড়ে আলাদা আলাদা করে রাখতে হবে। না হলে সোনালি রং ফ্যাকাশে হয়ে যেতে পারে।
  • এসব গয়নায় সাধারণত জলছাপের নির্দিষ্ট সময়সীমা দেওয়া থাকে—এক বছর, ছয় মাস কিংবা চার-পাঁচ বছরের। তাই 
    কেনার সময় আপনার কোনটি চাই, সেই ভাবনা বিবেচনায় 
    রেখে কিনতে হবে।
  • এবারের পূজার সাজে গোল্ড প্লেটের সম্ভার থেকে খুঁজে নিতে পারেন চুড়ি, মোটা বালা, চোকার, রতনচূড়, নথ, চুলের কাঁটা, আংটি, বাজু, জড়োয়া নেকলেস—আর যা যা চাই।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত