Ajker Patrika

ধুনটে ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত ৩০

ধুনট (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১২: ০৪
ধুনটে ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত ৩০

বগুড়ার ধুনটে বিরোধপূর্ণ জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৩০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ৮টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, উপজেলার ফকিরপাড়া গ্রামের আফছার আলী ও হবিবর রহমানের মধ্যে ৯০ শতক জমি নিয়ে আগে থেকেই বিরোধ চলে আসছিল। এ বিষয়ে দুপক্ষই গত বছর পাল্টাপাল্টি মামলা করেছেন। মামলাগুলো বিচারাধীন রয়েছে। বুধবার সকাল ৮টার দিকে আফছার আলী তাঁর লোকজন নিয়ে ওই বিরোধপূর্ণ জমির ধান কাটতে যান। খবর পেয়ে প্রতিপক্ষ হবিবর রহমান ও তাঁর লোকজন গিয়ে ধান কাটায় বাধা দেন। উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দু’পক্ষের মাঝে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ উভয় পক্ষের ৩০ জন আহত হন। তাঁদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে জামাল উদ্দীন (৩৮), ডেফুলী খাতুন (৩৫) ও শাহীন আলমের (৩০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, জমির ধান কাটা নিয়ে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত