Ajker Patrika

জিলহজের নফল ইবাদত

আবদুল আযীয কাসেমি
আপডেট : ০১ জুলাই ২০২২, ০৯: ৫৭
জিলহজের নফল ইবাদত

জিলহজ হিজরি সনের সর্বশেষ মাস। পবিত্র ঈদুল আজহা, হজ ও কোরবানির মাস। ইসলামে এ মাসের গুরুত্ব অপরিসীম। ফরজ ও ওয়াজিব ইবাদতের পাশাপাশি এ মাসের বেশ কিছু নফল আমলও রয়েছে। বিশেষ করে এ মাসের প্রথম দশকটি বেশ মর্যাদাপূর্ণ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এ মাসের প্রথম দশকের শপথ করে এর গুরুত্ব জানিয়ে দিয়েছেন। এরশাদ হয়েছে, ‘শপথ ফজরের, শপথ দশ রাতের।’ (সুরা ফাজর: ১-২) হাদিসে এসেছে, ‘আল্লাহর কাছে জিলহজের প্রথম দশকের নেক আমল অন্য যেকোনো দিনের চেয়ে প্রিয়।’ (বুখারি)

এই দশকের প্রথম ৯ দিনে নফল রোজা রাখার কথাও হাদিসে এসেছে। মহানবী (সা.) সাধারণত এ দশকটি (প্রথম ৯ দিন) রোজা রেখে কাটাতেন। (আবু দাউদ) অন্য হাদিসে বিশেষভাবে জিলহজ মাসের ৯ তারিখ (আরাফাতের দিন) রোজা রাখার কথা এসেছে। মহানবী (সা.) এরশাদ করেন, ‘আরাফাতের দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী যে, এ রোজা রোজাদারের আগের ও পরের বছরের গুনাহ মুছে ফেলবে।’ (মুসলিম)

এই দশকের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো জিলহজের চাঁদ ওঠা থেকে নিয়ে কোরবানি করার আগ পর্যন্ত নখ-চুল-পশম ইত্যাদি না কাটা। এতে একদিকে হাজিদের সঙ্গে সাদৃশ্য প্রকাশ পায়, পাশাপাশি এর জন্য রয়েছে বিশেষ ফজিলতও। মহানবী (সা.) বলেন, ‘জিলহজের প্রথম দশক শুরু হলে তোমাদের মধ্যে যারা কোরবানি করবে, তারা যেন চুল-নখ না কাটে।’ (মুসলিম)

এ মাসে অধিক হারে জিকির করা এবং মহান আল্লাহকে বেশি বেশি স্মরণ করার নির্দেশনাও এসেছে। ‘লা ইলাহা ইল্লাল্লাহ’, ‘আল্লাহু আকবার’ এবং ‘আলহামদুলিল্লাহ’—এ বাক্যগুলো পাঠ করা। (আহমদ)

আবদুল আযীয কাসেমি, শিক্ষক ও হাদিস গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত