Ajker Patrika

ভিড় বেড়েছে খোলা বাজারের দোকানে

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১১: ১৬
ভিড় বেড়েছে খোলা বাজারের দোকানে

নেত্রকোনার দুর্গাপুরে খোলা বাজারে (ওএমএস) চাল ও আটার দোকানে উপচে পড়া ভিড়। চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় ভিড় বেড়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

দুর্গাপুর পৌরশহরে গত ২২ জানুয়ারি থেকে তিনজন ডিলারের মাধ্যমে খোলা বাজারে চাল ও আটা বিক্রি হচ্ছে। ভোগান্তি কমাতে দোকান বাড়ানোর দাবি করেছেন গরিব মানুষ।

গতকাল সোমবার সকালে দুর্গাপুর পৌরশহরের উকিলপাড়ার ডিলার সুভাষ চন্দ্র সাহার দোকানে গিয়ে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। সেখানে স্বাস্থ্যবিধি না মেনেই বিক্রি করা হচ্ছে চাল ও আটা। এই রকম উপচে পড়া ভিড় বাকি দুই ডিলারের দোকানেও। ক্রেতাদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পণ্য কিনতে দেখা গেছে।

সরকারি নিয়ম অনুযায়ী সপ্তাহে ছয় দিন (শুক্রবার ব্যতীত) সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা বাজারে চাল বিক্রি হওয়ার কথা। একজন ডিলার প্রতিদিন এক টন চাল ও এক টন আটা বরাদ্দ পান। প্রতি কেজি চাল ৩০ টাকা ও প্রতি কেজি আটা ১৮ টাকা দরে বিক্রি হয়ে থাকে। এক ব্যক্তি সর্বোচ্চ পাঁচ কেজি চাল ও পাঁচ কেজি আটা ক্রয় করতে পারেন। ক্রেতারা সকাল ৯টার আগেই ডিলারের দোকানের সামনে এসে ভিড় করেন। দুপুরের আগেই বরাদ্দ হওয়া চাল ও আটা বিক্রি হয়ে যায়। অনেক ক্রেতা খালি হাতে ফেরত যান।

পৌর সদরের বালিকান্দি গ্ৰামের বাসিন্দা নয়ন মিয়া (৪০) বলেন, ‘সকাল সাড়ে ৮টায় এসে লাইনে দাঁড়িয়েছি। দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর চাল ও আটা কিনতে পারলাম। কম দামে চাল ও আটা কিনতে পেরে আমাদের মতো গরিব মানুষের বেশ উপকার হচ্ছে।’

পৌরশহরের মুক্তারপাড়া এলাকার বাসিন্দা মাজেদা খাতুন (২৭) বলেন, ‘প্রচণ্ড ভিড়ের কারণে চাল না নিয়েই ফিরে যাচ্ছি। কারণ বাসায় ছোট ছোট দুটি বাচ্চা রেখে এসেছি।’

ডিলার সুভাষ চন্দ্র সাহা বলেন, ‘যে চাল ও আটা বরাদ্দ পাই তা দুপুরের আগেই শেষ হয়ে যায়। অনেকেই এসে না পেয়ে ফেরত যান। বরাদ্দ দ্বিগুণ করলে মোটামুটি মানুষের চাহিদা অনুযায়ী চাল ও আটা দেওয়া যেত।’

দুর্গাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আনিসুর রহমান খান বলেন, ‘মানুষের দীর্ঘ লাইন ও চাহিদার বিষয়টি সরেজমিনে দেখেছি। বরাদ্দ বাড়ানোর বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত