Ajker Patrika

রঙ বাংলাদেশের ব্রাইডাল সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

বিয়ে মানেই কেনাকাটার মহাযজ্ঞ। বিয়ের মৌসুমের কথা বিবেচনায় রেখে জনপ্রিয় ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ আয়োজন করেছে ‘বিয়ে উৎসব’। এই আয়োজনে রয়েছে দেশীয় কারিগরদের হাতে তৈরি বিয়ের শাড়ি। এ ছাড়া নান্দনিক ডিজাইনের বিশেষ কিছু শাড়ি, পাঞ্জাবিসহ আনুষঙ্গিক পোশাকের সংগ্রহ।

এবারের বিয়ের শাড়ি সংগ্রহ সাজানো হয়েছে মূলত অরিয়েন্টাল রাগ থিমের নান্দনিক নকশায়। মূল রং হিসেবে সাদা, লাল, ধূসর ও বটল গ্রিন ব্যবহার করা হয়েছে। মসলিন ও বলাকা সিল্ক কাপড়ে শাড়ির নকশা ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ভ্যালু অ্যাডেড মিডিয়াম ব্যবহার করে। এর মধ্যে রয়েছে স্ক্রিন প্রিন্ট, হাতের কাজ, এমব্রয়ডারি ও কারচুপির কাজ। শাড়ির সঙ্গে রয়েছে ম্যাচিং ব্লাউজ টি, বটুয়া ব্যাগ ও মাস্ক।

বিয়ে উৎসবের শাড়ি সংগ্রহ প্রধানত পাওয়া যাচ্ছে রঙ বাংলাদেশের যমুনা, সীমান্ত স্কয়ার, বসুন্ধরা সিটি দেশীদশ আউটলেটে এবং সেই সঙ্গে অনলাইনে। রয়েছে হোম ডেলিভারির সুবিধা। যোগাযোগ: ০১৭৭৭৭৪৪৩৪৪ ও ০১৭৯৯৯৯৮৮৭৭।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত